Sunday, September 29, 2019

১৯৪২ এর ২৯ শে সেপ্টেম্বর

প্রথম গুলিটা লাগলো বামহাতে, শরীর থরথর করে কাঁপছে .. তবু দেশের পতাকা মাটিতে স্পর্শ করতে দিলেন না। ডানহাত থেকে শাঁখটি মাটিতে পড়ে গেল ... বামহাত থেকে ডানহাতে পতাকাটি নিলেন ... উঁচুতে তুলে ধরে বললেন, 'বন্দে মাতরম'। এবারে গুলি করা হলো ডানহাতে ..   বসে পড়লেন মাটিতে ...সন্তানকে আঁকড়ে ধরে রাখার মতো সজোরে বুকে জড়িয়ে ধরলেন প্রিয় পতাকা। এবারে কাপুরুষ পুলিশ অফিসার অনিল ভট্টাচার্য্য ৭৩ বছরের বৃদ্ধার কপাল লক্ষ্য করে গুলি করল। ক্ষিন কন্ঠে 'বন্দে .. মাতরাম' ... বলতে বলতে দেশমাতৃকার কোলে চিরনিদ্রায় শুয়ে পড়লেন তার অাজন্ম-সেবিকা মাতঙ্গিনী হাজরা ... তাঁর লাল রক্তের ফোঁটায় ফোঁটায় ভিজে গেলো ভবিষ্যত স্বাধীন দেশের মাটি ...
*
*
১৮৬৯ সালের ১৭ই নভেম্বর, তমলুকের কাছে হোগলা গ্রামের মাইতি পরিবারে তাঁর জন্ম। যদিও তাঁর সঠিক জন্ম তারিখ নিয়ে মতভেদ রয়েছে। বাবা ঠাকুরদাস মাইতি এবং মা ভগবতী দেবী'র (বিদ্যাসাগরের বাবা-মা'য়ের নামে ছিল তাঁর বাবা মা'য়ের নাম) তিনি ছিলেন ছোট কন্যা।

মাত্র ১২ বছর বয়সে বাবা ঠাকুরদাস আদরের ফর্সা সুদর্শনা 'মাতু'র বিয়ে দিলেন পাশের আলিনান গ্রামের সম্পন্ন কৃষক ৬০ বছরের ত্রিলোচন হাজরার সাথে। এটি ছিল ত্রিলোচন বাবুর দ্বিতীয় বিয়ে। বিয়ের ছয় বছরের মাথায় ত্রিলোচন বাবু মারা যান। নিঃসন্তান অবস্থায় মাত্র ১৮ বছর বয়সে বিধবা হলেন মাতঙ্গিনী। এরপর যথারীতি স্বামীর সংসারে জায়গা না মেলায় পাশের এক জমিতে ঝুপড়ি কুটিরে আশ্রয় নেন। ধান ভাঁঙার কাজ করে নিজের জীবন চালাতে লাগলেন সদ্য বিধবা কিশোরী থেকে তরুণী মাতঙ্গিনী।

তরুণী অবস্থায় আত্ম-সুখ বিসর্জন দিয়ে বৈধব্য ব্রহ্মচর্য সাধনা শুরু করেন মাতঙ্গিনী হাজরা। দেশবাসীদের উদ্দেশ্যে বলা স্বামী বিবেকানন্দর একটি বক্তব্য বাল্য বিধবা মাতু'কে বিশেষভাবে স্পর্শ করেছিল; স্বামীজি বলেছিলেন- '‘এখন থেকে আগামী পঞ্চাশ বছর তোমাদের একমাত্র উপাস্য দেবতা হবেন জননী-জন্মভূমি। তাঁর পূজো করো সকলে।’' তিনি উপলব্ধি করলেন দেশ ভারতবর্ষের মহান আদর্শ 'জনসেবা'। চেনা-অচেনা বিভিন্ন মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করতে করতে একসময় তাঁর যোগাযোগ হয় পাশের সিউরি গ্রামের কংগ্রেস নেতা গুণধর ভৌমিকের (বিজ্ঞানী মণিলাল ভৌমিকের বাবা) সাথে। সেই সূত্রেই পরিচয় হ'লো অজয় মুখোপাধ্যায় এবং সতীশ সামন্ত'র মতো দুই দিকপাল নেতৃত্বের সাথে। তাঁদের মুখে মাতঙ্গিনী শুনলেন গান্ধীজীর কথা, তাঁর আদর্শ, ভাবনা ও আন্দোলনের কথা। তিনি গ্রামের পর গ্রাম ঘুরে ঘুরে স্বাধীনতার কথা, গান্ধীজীর কথা প্রচার করতে লাগলেন; সেইসাথে চললো দুঃখি, আর্ত-পীড়িত মানুষের সেবা কাজ। তিনি মনেপ্রাণে বিশ্বাস করলেন দেশকে বিদেশীর শাসনমুক্ত করে দেশবাসীর মুখে হাসি ফোটানোর চেয়ে বড়ো ধর্ম আর কিছুই থাকতে পারে না। লোকে তাঁর নাম দিল 'গান্ধীবুড়ি'।

১৯২০ থেকে ১৯৪২ সাল - তিনি কংগ্রেসের সমস্ত আন্দোলনে যোগ দিয়েছিলেন। যোগ দিয়েছিলেন অসংখ্য সভা সমিতিতে, প্রতিনিধি হয়ে গিয়েছিলেন অনেক কংগ্রেস সম্মেলনে, দিয়েছেন বক্তৃতা। লবণ সত্যাগ্রহ থেকে সরকারি কর বন্ধ আন্দোলন, আদালতে জাতীয় পতাকা তোলা, সামনে থেকে লাটসাহেব'কে কালো পতাকা দেখানো - সবেতেই জুটেছে পুলিশের নির্মম অত্যাচার, বহুবার খেটেছেন জেল। বিচারে কারাদণ্ডের রায় ঘোষণার পর মাতঙ্গিনী হাসিমুখে বলেছিলেন, ‘'দেশের জন্য, দেশকে ভালোবাসার জন্য, দণ্ডভোগ করার চেয়ে বড়ো গৌরব আর কী আছে?’' তিনি বহরমপুর কারাগারে ছয় মাস বন্দী ছিলেন, হিজলি বন্দি নিবাসেও বন্দি ছিলেন দুই মাস।

আমাদের পড়াশোনার সাধারণ বই বা ইতিহাস বইতে মাতঙ্গিনী হাজরা'র আন্দোলনের কথা, আত্মত্যাগের কথা সে ভাবে লেখা নেই। মাতঙ্গিনী হাজরা কংগ্রেসের সদস্য পদ পেয়েছিলেন, কিন্তু তিনি কোনও বিপ্লবী সংগঠনে দিক্ষিত ছিলেন না; বা সমাজের সার্বিক মুক্তিকামী কোনও সংগঠনের কর্মীও ছিলেন না। তিনি ছিলেন মূলত বৃটিশ সাম্রাজ্যবাদ বিরোধী একজন নির্ভীক সৈনিক। মাতঙ্গিনী হাজরা ভারতের তৎকালীন কংগ্রেস নেতা গান্ধীর অনুসারী হওয়া সত্ত্বেও অহিংস নীতির বদলে যেখানেই সহিংস আন্দোলন শুরু হয়েছে সেখানেই তিনি যোগ দিতে ঝাঁপিয়ে পড়েছেন। তাই মাতঙ্গিনী হাজরা'র মৃত্যু কোন আবেগসর্বস্ব করুণ পরিণতি নয়, তা ছিল আজন্ম দেশ ও জন সাধনার মোক্ষফল। তমলুক থানা দখল করতে গিয়ে ইংরেজ পুলিশের বন্দুকের সামনে যখন মিছিল ছত্রভঙ্গ, তখন নিজে এগিয়ে এসে মিছিল'কে সঙ্গবদ্ধ করে সামনে এসে দাঁড়িয়েছিলেন। পিছিয়ে আসা জনতাকে আহ্বান করে বলেন, '‘থানা কোন্ দিকে? সামনে, না পেছনে? সামনে এগিয়ে চলো .. হয় জয়, না হয় মরণ .. হয় এগিয়ে যাব, নয় মরব .. আমি সকলের আগে থাকব .. কেউ পিছিয়ে যেও না .. এসো .. আর যদি কেউ না আসো, তবে আমি একাই এই পতাকা নিয়ে এগিয়ে যাব .. তাতে যদি মরতে হয় মরব, এসো আমার সঙ্গে।”

এক নিঃস্ব নিরক্ষর গ্রাম্য মেয়ের দেশসেবা ও স্বাধীনতা আন্দোলনের অনিবার্য পরিণতি - ২৯ সেপ্টেম্বর, ১৯৪২ - তাঁর আত্মবলিদানের মধ্য দিয়ে ... ঐ দিন দুই হাতে দুটো গুলি লাগার পর ..  তিন নম্বর গুলিটা তাঁর মাথার খুলি ফাটিয়ে বেরিয়ে গেছিল।

'জয়হিন্দ্'  🇮🇳  'বন্দে মাতরম্'

NRC বিষয়ক কিছু মূল্যবান তথ্য

IDEAL ENGLISH INSTITUTE এর পক্ষ থেকে জনস্বার্থে প্রচার করা হচ্ছে NRC বিষয়ক কিছু মূল্যবান তথ্য:----

*1) NRC কি ?*
Ans. খুব সহজে বলতে গেলে 1971 সালের পরে পরে যারা অবৈধ ভাবে ইন্ডিয়ায় এসেছে ,তাদের সনাক্তকরণ  ।

 *2) NRC কি সারা ভারতের জন্য?*
Ans. না আপাতত শুধু মাত্র আসাম রাজ্যের জন্য ।

 *3 ) NRC করা হয়েছে কি মুসলমান দের তাড়ানোর জন্য?*
Ans. একদম না, NRC এর সঙ্গে হিন্দু মুসলমানের কোনো সম্পর্ক নেই ।

 *4 ) তাহলে BJP যে বলে বেড়াচ্ছে মুসলমান দের তাড়ানো হবে ।*
Ans ওদের কথায় বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই । আসাম 19 লক্ষ মানুষের মধ্যে 60% ই হিন্দু(19 লক্ষের মধ্যে 12 লক্ষ হিন্দু বাদ)।

 *5) NRC কি BJP করছে?*
Ans না, কংগ্রেসের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 1985 সালের আসাম চুক্তি অনুযায়ী, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে NRC হচ্ছে, শুরু থেকে শেষ পর্যন্ত BJP এর কোনো ভূমিকা নেই ।

 *6) তাহলে ওরা NRC NRC করে সারা দিন লাফাচ্ছে কেন?*
Ans ধর্মীয় মেরুকরন,ধর্মীয় আবেগ করে রাজনীতি করার জন্য ।

 *7) ভবিষ্যতে কি সারা ভারতে চালু হতে পরে?*
Ans. হাঁ পারে, তবে শুধুমাত্র আসাম এ NRC করতে খরচ হয়েছে 1220 কোটি টাকা । সারা দেশে করতে গেলে,সরকার এর খরচ হবে প্রায় 48800 কোটি টাকা, দেশের যা অর্থিক অবস্থা তাতে এই মুহুর্তে ওতো টাকা খরচ করা সম্ভব হবে  না । আর সারা দেশে এক সাথে মোতায়েন করার মত সেন্ট্রাল বাহিনীও নেই ।

 *8) তাহলে কি শুধুমাত্র পশ্চিমবঙ্গে আর পরে হতে পারে কি?*
Ans, হতেই পারে। কিন্তু আসামে যা ধাক্কা খেয়েছে তাতে সরকার এক্ষুনি কিছু করবে না ।

 *9) তাহলে শুনছি নাকি 2020 সালের এপ্রিল মাস থেকে NRC চালু হবে?*
Ans. একদম না, এই রকম কিছুই নেই, যেটা হবে সেটা হল NPR , মানে জনগণনা যেটা প্রত্যেক 10 বছর অন্তর জনগণনা হয় । একজন লোক আপনার বাড়ি আসবে তাঁকে নিজের নাম, পরিবারের সদস্যদের নাম ইত্যাদি বলতে হবে ।

 *10) শুনছি নাকি নাকি CAB করে পশ্চিমবঙ্গে NRC চালু করা হবে? CAB কি?*
Ans CAB হল, Citizenship Ammendment Bill , যাতে বলা হয়েছে মুসলমান বাদ দিয়ে অন্য যে কোন ধর্মের মানুষ যারা 2014 সালের 31 শে ডিসেম্বরের  অন্য দেশ( বাংলাদেশ,পাকিস্তান, আফগানিস্তান,নেপাল,ভূটান প্রভূতি দেশ) থেকে যারা আগে এসেছে ভারতে শুধুমাত্র ধর্মীয় কারনে বিতাড়িত তাদের নাগরিকত্ব দেওয়া হবে ।

 *11) তাহলে কি CAB করে NRC করলে হিন্দু দের কিছুই করতে হবে না?*
Ans অবশ্যই করতে হবে, তারা যে ধর্মীয় কারনে অন্য দেশ ছেড়ে পালিয়ে এসেছে এবং 2014 সালের আগেই এসেছে সেটা প্রমান করতে হবে। তার ঐ দেশের প্রমানপত্র দিতে হবে যে শুধুমাত্র  ধর্মীয় কারনে অত্যাচারিত হয়ে বিতাড়িত


 *12) CAB বিল পাস হলেই কি অন্য দেশ থেকে আসা হিন্দুরা নাগরিক হয়ে যাবে?*
Ans না, তাদের 6 বছর ইন্ডিয়ায় থাকার অনুমতি দেওয়া হবে, 6 বছর পর তারা নাগরিকেত্বর জন্য আবেদন করতে পারবেন । মানে এই রকম হতে পারে সে ছিল নাগরিক, কিন্তু তাঁকে 6 বছরের জন্য সব অধিকার কেড়ে নিয়ে, অনেকটা অন্য দেশে ঘুরতে যাওয়া মানুষের মত করে দিল, তারা না ভোট দিতে পরবে না সরকারি কিছু সুবিধা পাবেন ।

 *13) এখন ভোটার কার্ড নিয়ে কি সব করতে বলছে, না করলে কি, দেশ থেকে তাড়িয়ে দেবে ??*
Ans. একদম না, আপনার যদি ভোটার কার্ডে নাম,ঠিকানা সব থিক থাকে তো আপনাকে কিছুই করতে হবে না, ভূল থাকলে থিক করে নেবেন ।

 *14) যদি ভবিষ্যতে NRC চালু হয় তাহলে কি কি DOCUMENTS লাগবে?*
Ans অনেক কিছুর কথাই বলা আছে, কিন্তু যে গুলো দিয়ে সহজে প্রমাণ করা যাবে 1971 সালের আগের ভোটার লিস্ট, জমির রেকর্ড, আর কিছু হিন্দু বন্ধু দের জন্য 1971 সালের আগে শরনার্থী কার্ড । যে কোন একটি হলেই চলবে ।

 *15) উপরে বলা Documents গুলো তো আমার কাছে নেই, তাহলে কি হবে?*
Ans আতঙ্কিত হওয়ার কিছু নেই, আপনার কাছে না থাকলেও সরকারের কাছে সব রেকর্ড আছে । নির্দিষ্ট সময়ে চাইলেই পাবেন ।

 *16) NRC নিয়ে আমাদের রাজ্যের কোন কোন রাজনীতিক দলের কি অবস্থান?*
Ans BJP সরাসরি NRC আর পক্ষে, TMC,CPIM,Congress  সরাসরি বিপক্ষে ।অন্যদের অবস্থান নিরপক্ষে ।

 *17) এখন কি করণীয়?*
Ans কিছুই করণীয় নেই, গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না, নিজের কাজ করুন, অানন্দে থাকুন আগে যেমন ছিলেন । ঘাবড়ে যাওয়ার মত কিছুই হয় নি ।                            জানুন ও জানান। নাগরিক ও মানবিক দায়িত্ব পালন করুন।
******************
👉 NPR - National Population Register.
👉 NRC - National Register of Citizens.

✍ এখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে ভোটার লিস্টে নিজেদের নাম যাচাইয়ের কাজ, সংক্ষেপে যেটাকে বলে  NPR (National Population Register)।

✍কিন্তু বেশিরভাগ মানুষই ভুল করে এই NPR কে গুলিয়ে ফেলছেন NRC এর সাথে। আর সেই কারণেই তাদের মধ্যে তৈরি হচ্ছে আশঙ্কা।

NPR ও NRC এর মধ্যে যে পার্থক্য আছে, সেটা আলোচনা করবো এবং তার সাথে NRC সম্পর্কে বিস্তারিত জানাবো।

NPR ✍ এদেশে NPR 2010 সালেও তৈরি করা হয়েছিল, 2015 সালে তা আপডেট করা হয়। এখনও চলছে সেই তথ্য ডিজাইনেশনের কাজ। এবারও কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, 2020 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করা হবে।

NRC ✍ NRC সর্বপ্রথম তৈরি হয় 1951 তে আসামে। 2013 তে  NRC এর আপডেটের কাজ  সুপ্রিমকোর্টের পর্যবেক্ষণে শুরু হয় আসামে। 2017 এর 31 ডিসেম্বর একটি  part draft NRC list প্রকাশিত হয় এবং 2018 এর 30 জুলাই NRC  এর সম্পূর্ণ ড্রাফট প্রকাশিত হয়।

✍ চূড়ান্ত NRC 2019 এর 31 আগস্ট প্রকাশিত হয় আসামে, যেখান থেকে জানা যায় যে, NRC এর অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছিলেন প্রায় 3 কোটি 30 লক্ষ মানুষ। কিন্তু তাদের মধ্যে নথিভুক্ত করা হয়েছে প্রায় 3 কোটি 11 লক্ষ মানুষের নাম। অর্থাৎ প্রায় 19 লক্ষ মানুষ বাদ পড়ে গেছেন আসামের NRC থেকে।

✍ কেনো এই 19 লক্ষ মানুষ বাদ পড়লেন?  আসলে এই 19 লক্ষ মানুষ দুটো নির্দিষ্ট
ডকুমেন্ট জমা দিতে পারেননি।
NRC তে নিজের নাম নথিভুক্ত করার জন্য একজন ব্যাক্তিকে দুই ধরনের ডকুমেন্ট জমা দিতে হবে।
1) List A document
2) List B document

✍ List A document হিসেবে জমা দিতে হবে ঐ ব্যক্তির নিজের বা ঐ ব্যক্তির পূর্বপুরুষের ডকুমেন্ট, যেগুলো 1971 এর 24 শে মার্চের মধ্যরাতের আগে ইস্যু করা হয়েছিল।
List A documents  এর মধ্যে যে কোনো একটি জমা দিতে হবে।
1) 1951 NRC
2) Electroral Roll(s) upto 24 March (midnight) , 1971
3) Land &Tenancy Records
4) Citizenship Certificate
5) Permanent Residential Certificate
6) Refugee Registration Certificate
7) Passport
8) Any Govt. issued License/Certificate
9) Govt. Service/Employment Certificate
10) Bank/Post office accounts
11) Birth certificate
12) Board/University Education Certificate
13) Court Records/Process

✍ এবার যদি এমন হয় যে, ঐ ব্যক্তি List A এর যে ডকুমেন্ট জমা দিলেন, সেটি ঐ ব্যক্তির পূর্বপুরুষের হয়, মানে সোজাভাবে বললে, ঐ ব্যক্তির নিজের নাম যদি ঐ ডকুমেন্টে না থাকে, তাহলে ঐ ব্যক্তিকে আরও একটি ডকুমেন্ট জমা দিতে হবে List B থেকে, যেই ডকুমেন্টে স্পষ্ট করে উল্লেখ করা থাকবে যে, List A এর ডকুমেন্টে উল্লিখিত পূর্বপুরুষের সাথে ঐ ব্যক্তির সম্পর্কটি কি ধরনের। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই সম্পর্কটি হতে হবে শুধুমাত্র বাবা বা মা বা ঠাকুরদা বা ঠাকুরমা বা ঠাকুরদার বাবা বা ঠাকুরদার মা বাবা এইরকম।
অর্থাৎ জেঠু, কাকু, মামা, মাসি, পিসি, ভাই, বোন এইসব সম্পর্ক হলে চলবে না।

✍ List B এর ডকুমেন্ট গুলো কি কি, সেটা এবার জেনে নিন। এই ডকুমেন্ট গুলোর মধ্যে যে কোনো একটা জমা দিতে হবে।
1) Birth certificate
2) Land Document
3) Board/University Certificate
4) Bank/LIC/Post office Document
5) Circle office/GP secretary certificate in case of married women
6) Electroral roll
7) Ration Card
8) Any other legally acceptable document

✍ যাঁদের NRC তে নাম আছে, তাঁরা সমস্ত ধরনের সাংবিধানিক অধিকার ও সুরক্ষা (constitutional rights & safeguards) পাবেন এবং সরকারি প্রকল্পের সুবিধে গুলো পাবেন।

✍অন্যদিকে যাদের NRC তে নাম নেই, তাদেরকে "রাষ্ট্রহীন" আখ্যা দেওয়া হবে। এর পাশাপাশি, তাদেরকে নির্বাসন (Detention) দেওয়া হতে পারে ও কারাবন্দী করে রাখা হতে পারে।

✍ উদাহরণ স্বরূপ বলা যেতে পারে, অসমে যে 19 লাখ মানুষের নাম NRC তে নেই, তাদেরকে নির্বাসন দেওয়ার জন্য অসম সরকার তৈরি করছে  মোট 11 টি ডিটেনশন ক্যাম্প। অলরেডি একটি ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়ে গেছে । 2•5 হেক্টরের বেশি জায়গা নিয়ে গড়ে ওঠা এই ক্যাম্পটি তৈরি করতে খরচ হয়েছে 46 কোটি টাকা এবং এখানে অন্তত 3 হাজার মানুষ থাকতে পারবেন। এই ক্যাম্পে আছে থাকা খাওয়ার জায়গা, হাসপাতাল, অডিটোরিয়াম, কমন কিচেন ও 180 টি শৌচালয়। ডিটেনশন ক্যাম্পের বাইরেই আছে প্রাথমিক স্কুল ও মহিলাদের প্রতি বিশেষ নজর দেবার ব্যবস্থা। তবে ক্যাম্পের বাইরে থাকবে পরপর দুটি দেওয়াল, একটি 6 ফুটের দেওয়াল ও অন্যটি 20 ফুটের দেওয়াল। যেগুলো টপকে বাইরে যাওয়া প্রায় অসম্ভব।

✍ NRC তে যদি কারো নাম না থাকে, তাহলে আর একটি পদ্ধতি আছে নাম নথিভুক্ত করার জন্য। NSK বা NRC সেবা কেন্দ্রতে আবেদন করা যেতে পারে নাম নথিভুক্ত করার জন্য। উদাহরণস্বরূপ বলা যায়,

✍ আসামে যাদের নাম NRC তে নেই, তাদের এখনই বিদেশী বলে দিতে আপত্তি রয়েছে আসামের রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের। যাদের নাম নেই, তাদের আপাতত ফরেনার্স ট্রাইব্যুনাল, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের লড়াইয়ের জন্য অপেক্ষা করতে হবে।

(যদি বেশী বেশী করে Share করে মানুষের কাছে এই বার্তা পৌঁছনোর দায়িত্ব নেন আর সাধারণ মানুষের বিভ্রান্তি দূর হয় তাহলে আমাদের অনেক কষ্ট করে তথ্য গুলি জোগাড় করা ও উদ্দেশ্যে স্বার্থক হবে.. ধন্যবাদান্তে অধম মিনহাজউদ্দিন মন্ডল।।।)

Tuesday, September 17, 2019

Grammar: Voice Change (Passive to Active)

Voice-কে passive থেকে active করার নিয়মগুলো নিচে বর্ণিত হল:

Rule 1:

a) Passive voice-এর object active voice-এর subject-এ রূপান্তরিত হয়।
Passive voice’s object is changed to active voice’s subject.
b) Passive voice-এর subject Active voice-এর object-এ রূপান্তরিত হয়।
Passive voice’s subject is changed to active voice’s object.
c) Subject এবং tense অনুসারে main verb বা এর past/ future রূপ ব্যবহার করা হয় verb-এর past participle-এর পরিবর্তে; auxiliary verb/ be verb এবং by উঠিয়ে দেয়া হয়।
Main verb or it’s past/ future form is used instead of verb’s past participle according to subject and tense; auxiliary verb/ be verb and by are being removed.
Example:
  • Designs are prepared by me. (Passive)
  • I prepare designs. (Active)

Rule 2:

⇒ Indefinite tense-এর ক্ষেত্রে Active voice-এর structure:
a) Present- Subject-এর object+ am/is/are বাদ+ past participle-এর পরিবর্তে subject অনুযায়ী মূল verb+ by বাদ+ Object-এর subject
Subject’s object+ am/is/are is removed+ Main verb instead of past participle according to subject+ by is removed+ Object’s subject
Example:
  • I am supported by her. (Passive)
  • She supports me. (Active)
  • She is supported by me. (Passive)
  • I support her. (Active)
b) Past- Subject-এর object+ was/were বাদ+ past participle-এর পরিবর্তে subject অনুযায়ী মূল verb-এর past form + by বাদ+ Object-এর subject
Subject’s object+ was/were is removed+ Main verb’s past form instead of past participle + by is removed+ Object’s subject
Example:
  • I was supported by her. (Passive)
  • She supported me. (Active)
  • They were supported by her. (Passive)
  • She supported them. (Active)
c) Future- Subject-এর object+ shall/will+ be বাদ+ past participle-এর পরিবর্তে subject অনুযায়ী মূল verb by বাদ+ Object-এর subject
Subject’s object+ shall/will+ be is removed+ Main verb instead of past participle + by is removed+ Object’s subject
Example:
  • I shall be assisted by her. (Passive)
  • She will assist me. (Active)
  • He will be assisted by her. (Passive)
  • She will assist him. (Active)
⇒ Continuous tense-এর ক্ষেত্রে Active voice-এর structure:
a) Present- Subject-এর object+ am/is/are+ being বাদ+ মূল verb+ ing + by বাদ+ Object-এর subject
Subject’s object+ am/is/are+ being is removed+ Main verb+ ing + by is removed+ Object’s subject
Example:
  • I am being supported by her. (Passive)
  • She is supporting me. (Active)
  • He is being supported by her. (Passive)
  • She is supporting him. (Active)
  • They are being supported by her. (Passive)
  • She is supporting them. (Active)
b) Past- Subject-এর object+ was/were+ being বাদ + মূল verb+ ing + by বাদ+ Object-এর subject
Subject’s object+ was/were+ being is removed+ Main verb+ ing + by is removed+ Object’s subject
Example:
  • I was being supported by her. (Passive)
  • She was supporting me. (Active)
  • They were being supported by her. (Passive)
  • She was supporting them. (Active)
c) Future- Subject-এর object+ shall/will + being বাদ+ মূল verb+ ing + by বাদ+ Object-এর subject
Subject’s object+ shall/will + being is removed+ Main verb+ ing + by is removed+ Object’s subject
Example:
  • I shall be being supported by her. (Passive)
  • She will be supporting me. (Active)
  • They will be being supported by her. (Passive)
  • She will be supporting them. (Active)
⇒ Perfect tense-এর ক্ষেত্রে Active voice-এর structure:
c) Present- Subject-এর object+ has/have+ been বাদ+ Verb-এর past participle+ by বাদ+ Object-এর subject
Subject’s object+ has/have+ been is removed+ Verb’s past participle+ by is removed+ Object’s subject
Example:
  • He has been supported by her. (Passive)
  • She has supported him. (Active)
  • I have been supported by her. (Passive)
  • She has supported me. (Active)
b) Past- Subject-এর object+ had+ been বাদ+ Verb-এর past participle+ by বাদ+ Object-এর subject
Subject’s object+ had+ been is removed+ Verb’s past participle+ by is removed+ Object’s subject
Example:
  • I had been supported by her. (Passive)
  • She had supported me. (Active)
c) Future- Subject-এর object+ shall have /will have + been বাদ+ Verb-এর past participle+ by বাদ+ Object-এর subject
Subject’s object+ shall have /will have + been is removed+ Verb’s past participle+ by is removed+ Object’s subject
Example:
  • I shall have been supported by her. (Passive)
  • She will have supported me. (Active)
  • He will have been supported by her. (Passive)
  • She will have supported him. (Active)

Rule 3:

May/might/can/could/ must/ought to/going to + be+ Verb’s past participle+ by+ object-যুক্ত Sentence-এর ক্ষেত্রে Active voice-এর structure:
Subject-এর object+ may/might/can/could/ must/ought to/going to+ be বাদ+ past participle-এর পরিবর্তে মূল verb+ by বাদ+ Object-এর subject
Active voice’s structure in case of Sentence having may/might/can/could/ must/ought to/going to + be+ Verb’s past participle+ by+ object
Subject’s object+ may/might/can/could/ must/ought to/going to+ be is removed+ main verb instead of past participle+ by is removed + Object’s subject
Example:
  • You may be assisted by her. (Passive)
  • She may assist you. (Active)
  • The song must be sung by you. (Passive)
  • You must sing the song. (Active)
  • A picnic is going to be arranged by us. (Passive)
  • We are going to arrange a picnic. (Active)

Rule 4:

Imperative Sentence এর ক্ষেত্রে Active voice-এর structure:
a) Let+ Object’s subject + be+ verb’s past participle-এই কাঠামোযুক্ত passive voice-কে নিম্নরূপে active করা হয়-
Sentence মূল verb দিয়ে শুরু হবে+ Object-এর subject
Passive voice with this structure: Let+ Object’s subject + be+ verb’s past participle, will be turned into the active form in the following way-
Sentence will start with main verb+ Object’s subject
Example:
  • Let the design be prepared. (Passive)
  • Prepare the design. (Active)
b) Let not + Object’s subject + be+ verb’s past participle- এই কাঠামোযুক্ত passive voice-কে নিম্নরূপে active করা হয়-
Sentence “Do not” দিয়ে শুরু হবে+ মূল verb+ Object-এর subject
Passive voice with this structure: Let not + Object’s subject + be+ verb’s past participle will be turned into the active form in the following way-
Sentence will start with “Do not” + main verb+ Object’s subject
Example:
  • Let not the math be done. (Passive)
  • Do not do the math. (Active)
c) Let+ Object’s subject + be + verb’s past participle+ personal object (me/us/him/her/you/them) - এই কাঠামোযুক্ত passive voice-কে নিম্নরূপে active করা হয়-
Let+ Personal object+ মূল verb+ Object-এর subject
Passive voice with this structure: Let+ Object’s subject + be + verb’s past participle+ personal object (me/us/him/her/you/them) will be turned into active in the following way-
Let+ Personal object+ main verb+ Object’s subject
Example:
  • Let the poem be written by me. (Passive)
  • Let me write the poem. (Active)
  • Let the poem be written by him. (Passive)
  • Let him write the poem. (Active)
d) Let not + Object’s subject + ever be + verb’s past participle- এই কাঠামোযুক্ত passive voice-কে নিম্নরূপে active করা হয়-
Never দিয়ে Sentence শুরু হবে+ মূল verb+ Object-এর subject
Passive voice with this structure: Let not + Object’s subject + ever be + verb’s past participle will be turned into the active form in the following way-
Sentence will start with “Never” + main verb+ object’s subject
Example:
  • Let not anyone ever be (Passive)
  • Never mistreat anyone. (Active)
e) Let+ direct object + be+ verb’s past participle + for + personal object (me/us/him/her/you/them) এই কাঠামোযুক্ত passive voice-কে নিম্নরূপে active করা হয়-
Sentence মূল verb দিয়ে শুরু হবে+ personal object+ direct object
Passive voice with this structure: Let+ direct object + be+ verb’s past participle + for + personal object (me/us/him/her/you/them) will be turned into active in the following way-
Sentence will start with the main verb+ personal object+ direct object
Example:
  • Let an eraser be given for (Passive)
  • Give me an eraser. (Active)

Rule 5:

Interrogative Sentence এর ক্ষেত্রে Active voice-এর structure:
a) Sentence-এর শুরুতে auxiliary verb + Object’s subject+…. ……..+ by+ subject’s object+ প্রশ্নবোধক চিহ্ন (Tense অনুযায়ী করা)-এই কাঠামোযুক্ত passive voice-কে নিম্নরূপে active করা হয়-
Auxiliary verb+ Subject’s object+ Tense অনুযায়ী verb-এর রূপ + Object’s subject+?
Passive voice with this structure: auxiliary verb at the starting of sentence+ Object’s subject+…. ……..+ by+ subject’s object+ note of interrogation (Done according to Tense)
will be turned into the active voice in the following way-
Auxiliary verb+ Subject’s object+ verb’s form according to Tense+ Object’s subject+ ?
Example:
  • Has the assignment been prepared by you? (Passive)
  • Have you prepared the assignment? (Active)
b) By whom + Tense এবং person অনুযায়ী auxiliary verb + object’s subject+ কখনও কখনও tense অনুযায়ী “be/being/been” ব্যবহৃত হয় + Verb’s past participle+? -এই কাঠামোযুক্ত passive voice-কে নিম্নরূপে active করা হয়-
Who দিয়ে sentence শুরু হবে+ Tense এবং person অনুযায়ী auxiliary verb+ tense এবং person অনুযায়ী Verb-এর রূপ + subject’s object.
Passive voice with this structure: By whom + auxiliary verb according to tense and person+ object’s subject+ sometimes “be/being/been” is used according to tense+ Verb’s past participle+? -will be turned into the active voice in the following way-
The sentence will start with who+ Auxiliary verb according to tense and person+ Verb’s form according to tense and person+ subject’s object.
Example:
  • By whom is the proposal being prepared? (Passive)
  • Who is preparing the proposal? (Active)
c) Who+ Tense এবং person অনুযায়ী auxiliary verb + Verb’s past participle+ by+ subject’s object+? -এই কাঠামোযুক্ত passive voice-কে নিম্নরূপে active করা হয়-
Whom দিয়ে sentence শুরু হবে+ Tense এবং person অনুযায়ী auxiliary verb + Verb’s past participle+ by+ subject’s object+?
Passive voice with this structure: Who+ Auxiliary verb according to tense and person+ Verb’s past participle+ by+ subject’s object+? -will be turned into the active voice in the following way-
The sentence will start with whom+ Auxiliary verb according to tense and person+ Verb’s past participle+ by+ subject’s object+?
Example:
  • Who was recommended by you? (Passive)
  • Whom did you recommend? (Active)
d) What+ Tense এবং person অনুযায়ী auxiliary verb + Verb’s past participle+ by+ subject’s object+? (Tense অনুযায়ী করা)- এই কাঠামোযুক্ত passive voice-কে নিম্নরূপে active করা হয়-
What দিয়ে sentence শুরু হবে+ Tense এবং person অনুযায়ী auxiliary verb + subject’s object+ Tense এবং person অনুযায়ী verb-এর রূপ+?
Passive voice with this structure: What+ Auxiliary verb according to tense and person+ Verb’s past participle+ by+ subject’s object+? (Done according to Tense) -will be turned into the active form in the following way-
The sentence will start with What+ + Auxiliary verb according to tense and person+ subject’s object+ verb’s form according to tense and person+?
Example:
  • What has been done by you? (Passive)
  • What have you done? (Active)

Rule 6:

Object’s subject+ Tense এবং person অনুযায়ী auxiliary verb + Verb’s past participle+ present participle-যুক্ত একটি অংশ + by + subject’s object - এই কাঠামোযুক্ত passive voice-কে নিম্নরূপে active করা হয়-
Subject + verb + object +present participle+ Subject’s object
Passive voice having structure like this-
Object’s subject+ Auxiliary verb according to tense and person+ Verb’s past participle+ a part having present participle+ by + subject’s object - will be turned into the active voice in the following way-
Subject + verb + object +present participle+ Subject’s object
Example:
  • He was seen singing the song by me. (Passive)
  • I saw him singing the song. (Active)

Rule 7:

Double object এবং এই কাঠামোযুক্ত passive voice-এর ক্ষেত্রে-
দুইটির মধ্যে যেকোন একটি object-কে subject হিসেবে ধরা হয় (সাধারণতঃ personal object-টি) + Verb’s past participle+ Tense এবং person অনুযায়ী auxiliary verb+ অন্য object+ by+ Subject’s object- active form
হবে নিম্নরূপঃ
Subject’s object+ Tense এবং person অনুযায়ী verb-এর রূপ+ personal object+ অন্য object.
Passive voice having double object and structure like this-
Anyone of the two object is taken as the subject (generally personal object is subject) + Verb’s past participle+ Auxiliary verb according to tense and person+ the other object+ by+ Subject’s object- will be turned into the active form in the following way-
Subject’s object+ verb’s form according to tense and person+ personal object+ the other object.
Example:
  • She was given a book by me. (Passive)
  • I gave her a book. (Active)

Rule 8:

“It is known to me” structure-যুক্ত passive voice-কে
এই রূপে active করা হয়…..”I know that…”( Tense এবং person অনুযায়ী করা হয়)
Passive voice having “It is known to me” structure-
Will be transformed into active in this way…..”I know that…”(Done according to tense and person)
Example:
  • It is known to me that the speech was given by him. (Passive)
  • I know that he gave the speech.  (Active)
দ্রষ্টব্য:
যদি passive voice-টি “It is said that” দিয়ে শুরু হয় তবে একে active রূপে নিতে শুরুতে “People say” ব্যবহার করা হয়।
Note:
If the passive voice is started with “It is said that” while transforming it into active “People say” is used in the beginning.
Example:
  • It is said that Bangladesh is the land of rivers. (Passive)
  • People say that Bangladesh is the land of rivers. (Active)

Rule 9:

সাধারণতঃ intransitive verb-এর passive voice হয় না। কিন্তু যদি intransitive verb-এর পরে preposition যোগ করে একটি group verb তৈরী হয় এবং এটা intransitive verb-এর মত ব্যবহৃত হয়, তবে passive রূপের কাঠামো হবে-
Subject+ Tense অনুযায়ী auxiliary verb+ Verb’s past participle+ preposition+ by+ subject’s object.
একে নিম্নরূপে active রূপে নেয়া হয়-
Object হবে subject+ tense এবং person অনুযায়ী verb-এর রূপ+ preposition+ subject হবে object.
Generally, the intransitive verb doesn’t have any passive voice. But if preposition is added after the intransitive verb it creates a group verb and it is used as an intransitive verb, the structure of the passive form will be-
Subject+ Auxiliary verb according to Tense+ Verb’s past participle+ given preposition+ by+ subject’s object.
It is turned into the active form in the following way-
The object will be subject+ verb’s form according to tense and person+ given preposition+ subject will be the object.
Example:
  • The cats were taken care of by the boy. (Passive)
  • The boy took care of the cats. (Active)

Rule 10:

নিম্নোক্ত কাঠামোযুক্ত passive voice-এরক্ষেত্রে active voice-এর কাঠামো-
Subject+ Tense এবং person অনুযায়ী auxiliary verb+ Verb’s past participle+ by+ the reflexive object (myself, yourself, himself, herself, yourselves, ourselves, themselves, প্রভৃতি):
Subject+ Tense এবং person অনুযায়ী মূল verb-এর রূপ+ the reflexive object
Active voice’s structure in case of passive voice having structure like this-
Subject+ Auxiliary verb according to tense and person+ Verb’s past participle+ by+ the reflexive object (myself, yourself, himself, herself, yourselves, ourselves, themselves, etc.):
Subject+ Main verb’s form according to tense and person+ the reflexive object
Example:
  • He was hurt by himself. (Passive)
  • He hurt himself. (Active)

Rule 11:  

নিম্নোক্ত কাঠামোযুক্ত passive voice-এরক্ষেত্রে active voice-এর কাঠামো-
Subject+ Tense এবং person অনুযায়ী auxiliary verb+ Verb’s past participle+ factitive object+ by+ subject’s object:
Him, her, me, us, you, them, প্রভৃতিকে active রূপে নেয়া হয় এবং subject হিসেবে ব্যবহৃত হয়+ Tense এবং person অনুযায়ী verb-এর রূপ+ subject’s object+ factitive object.
Active voice’s structure in case of passive voice having structure like this-
Subject+ Auxiliary verb according to tense and person+ Verb’s past participle+ factitive object+ by+ subject’s object:
Him, her, me, us, you, them etc. are taken to active form and used as subject+ Verb’s form according to tense and person+ subject’s object+ factitive object.
Example:
  • I was made the leader by them. (Passive)
  • They made me the leader. (Active)
দ্রষ্টব্যযদি একটি বাক্যে একটি transitive verb যেমনঃ call, make, name, nominate, elect, select, প্রভৃতি থাকা সত্ত্বেও একটি পূর্ণ অর্থ প্রকাশ করতে না পারে এবং একটি অতিরিক্ত object ব্যবহার করে পূর্ণ অর্থ প্রকাশ করা হয় তবে এই অতিরিক্ত object-টিকে Factitive object/ Complementary object বলে।
Note: If a sentence has a transitive verb like call, make, name, nominate, elect, select, etc. but still can’t express a full meaning and an extra object is used to have the full meaning. This extra object is called Factitive object/ Complementary object.

Rule 12:  

Cognate object এবং এই কাঠামোযুক্তpassive voice-এর ক্ষেত্রে-
subject+ Tense এবং person অনুযায়ী auxiliary verb+ Verb’s past participle+ by+ Subject’s object-একে নিম্নরূপে active রূপে নেয়া হবে-
Object হবে subject+ Tense এবং person অনুযায়ী মূল verb-এর রূপ+ Cognate object.
Cognate object:
কিছু intransitive verb কিছু সাহায্যকারী object ব্যবহার করে এবং transitive verb-এর মত আচরণ করে। এই সাহায্যকারী object-গুলোকে Cognate object বলে।
Passive voice having cognate object and having structure like this-
subject+ Auxiliary verb according to tense+ Verb’s past participle+ by+ Subject’s object-
will be taken to the active voice form in this way:
Object will be subject+ main verb’s form according to tense and person+ Cognate object
Cognate object: Some intransitive verbs use some supporting object and act as a transitive verb. These supporting objects are called as a Cognate object.
Example:
  • A pizza was made by him. (Passive)
  • He made a pizza. (Active)

Rule 13:

এই কাঠামোযুক্ত passive voice-এর ক্ষেত্রে-
subject+ মূল verb+ object + to be + verb-এর past participle-একে নিম্নরূপে active রূপে নেয়া হবে:
Passive voice-এর subject+ Tense এবং person অনুযায়ী মূল verb+ second person+ infinitive+ object.
Passive voice having structure like this-
subject+ main verb+ object + to be + past participle of the verb - will be taken to the active form in this way:
Passive voice’s subject+ main verb according to tense and person+ second person+ infinitive+ object.
Example:
  • He wants a song to be sung. (Passive)
  • He wants you to sing a song. (Active)

Rule 14:

এই কাঠামোযুক্ত passive voice-এর ক্ষেত্রে-
subject+ main verb (suggest/recommend/advise/propose) + that+ the object + should be+ verb’s past participle-কে এভাবে active রূপে নেয়া হবে:
Passive voice’s subject+ Tense এবং person অনুযায়ী মূল verb + gerund+ object.
Passive voice having structure like this-
subject+ main verb (suggest/recommend/advise/propose) + that+ the object + should be+ verb’s past participle- will be taken to active form in this way:
Passive voice’s subject+ main verb according to tense and person+ gerund+ object.
Example:
  • He proposed that the song should be listened to. (Passive)
  • He proposed listening to the song. (Active)

Rule 15:

এই কাঠামোযুক্ত passive voice-এর ক্ষেত্রে-
subject+ main verb (determine/arrange/be determined/demand/decide/ be anxious, প্রভৃতি) + that+ the object + should be+ verb’s past participle-একে নিম্নরূপে active রূপে নেয়া হয়:
Passive voice’s subject+ Tense এবং person অনুযায়ী মূল verb + infinitive+ object.
 Passive voice having structure like this-
subject+ main verb (determine/arrange/be determined/demand/decide/ be anxious, etc.) + that+ the object + should be+ verb’s past participle- will be taken to active form in this way:
Passive voice’s subject+ main verb according to tense and person+ infinitive+ object.
Example:
  • He decided that the speech should be given. (Passive)
  • He decided to give the speech. (Active)

Rule 16:

এই কাঠামোযুক্ত passive voice-এর ক্ষেত্রে-
Object’s subject+ should be+ Verb’s past participle-একে এইরূপে active রূপে নেয়া হয়:
One+ should+ মূল verb+ object
Passive voice having structure like this-
Object’s subject+ should be+ Verb’s past participle- will be taken to the active form in this way:
One+ should+ main verb+ object
Example:
  • The duty should be performed. (Passive)
  • One should perform the duty. (Active)

Grammar: Voice Change (Active to Passive)

Voice হচ্ছে ক্রিয়ার প্রকাশভঙ্গি যার মাধ্যমে বোঝা যায় যে কোন বাক্যের subject কাজটি করছে/করেছে/করবে নাকি কাজটি subject দ্বারা করা হচ্ছে/হয়েছে/হবে।
Voice is the way of expressing verbs which describes whether the subject does the work or it has been done by the subject.

Types of Voice:

Voice দুই প্রকারঃ
  1. Active voice
  2. Passive voice

Active voice:

যে sentence-এ ‍ subject নিজে সক্রিয়ভাবে কাজটি করে সেই sentence-এ verb-এর active voice হয়।
The sentence in which the subject does the work by himself actively in that sentence the verb has an active voice.
Sentence Structure:
Subject + Verb + Object
Example:
  • I write articles.

Passive voice:

যে sentence-এ ‍ subject নিজে সক্রিয়ভাবে কাজটি করে না বরং object-এর কাজটি তার দ্বারা করা হয় সেই sentence-এ verb-এর passive voice হয়।
The sentence in which the subject does not do the work by himself actively rather the object’s work is done by the subject in that sentence the verb has passive voice.
Sentence Structure:
Object + be verb+ verb’s past participle + by+ subject
Example:
  • Articles are written by me.

Voice-কে active থেকে passive করার নিয়মগুলো নিচে বর্ণিত হল:

Rule 1:

a. Active voice-এর subject passive voice-এর object-এ রূপান্তরিত হয়।
Active voice’s subject is changed to passive voice’s object.
b. Active voice-এর object passive voice-এর subject-এ রূপান্তরিত হয়।
Active voice’s object is changed to passive voice’s subject.
c. মূল verb-এর past participle ব্যবহৃত হয় এবং auxiliary verb/ be verb নির্বাচন করা হয় subject এবং tense অনুযায়ী ।
Main verb’s past participle is used, and auxiliary verb/ be verb is chosen according to subject and tense.
Example:
  • I write poems. (Active)
  • Poems are written by me. (Passive)

Rule 2:

⇒ Indefinite tense-এর ক্ষেত্রে passive voice-এর structure:
a. Present- Object’s subject+ am/is/are+ Verb’s past participle+ by+ subject’s object
Example:
  • She praises me. (Active)
  • I am praised by her. (Passive)
  • I praise her. (Active)
  • She is praised by me. (Passive)
b. Past- Object’s subject+ was/were+ Verb’s past participle+ by+ subject’s object
Example:
  • She praised me. (Active)
  • I was praised by her. (Passive)
  • She praised them. (Active)
  • They were praised by her. (Passive)
c. Future- Object’s subject+ shall be/will be+ Verb’s past participle+ by+ subject’s object
Example:
  • She will praise me. (Active)
  • I shall be praised by her. (Passive)
  • She will praise him. (Active)
  • He will be praised by her. (Passive)
⇒ Continuous tense-এর ক্ষেত্রে passive voice-এর structure:
a. Present- Object’s subject+ am being/is being/are being+ Verb’s past participle+ by+ subject’s object
Example:
  • She is praising me. (Active)
  • I am being praised by her. (Passive)
  • She is praising him. (Active)
  • He is being praised by her. (Passive)
  • She is praising them. (Active)
  • They are being praised by her. (Passive)
b. Past- Object’s subject+ was being/ were being+ Verb’s past participle+ by+ subject’s object
Example:
  • She was praising me. (Active)
  • I was being praised by her. (Passive)
  • She was praising them. (Active)
  • They were being praised by her. (Passive)
c. Future- Object’s subject+ shall be being/will be being+ Verb’s past participle+ by+ subject’s object
Example:
  • She will be praising me. (Active)
  • I shall be being praised by her. (Passive)
  • She will be praising them. (Active)
  • They will be being praised by her. (Passive)
⇒ Perfect tense-এর ক্ষেত্রে passive voice-এর structure:
a. Present- Object’s subject+ has been/ have been+ Verb’s past participle+ by+ subject’s object
Example:
  • She has praised him. (Active)
  • He has been praised by her. (Passive)
  • She has praised me. (Active)
  • I have been praised by her. (Passive)
b. Past- Object’s subject+ had been+ Verb’s past participle+ by+ subject’s object
Example:
  • She had praised me. (Active)
  • I had been praised by her. (Passive)
c. Future- Object’s subject+ shall have been/ will have been+ Verb’s past participle+ by+ subject’s object
Example:
  • She will have praised me. (Active)
  1. I shall have been praised by her. (Passive)
  • She will have praised him. (Active)
  • He will have been praised by her. (Passive)

Rule 3:

May/might/can/could/must/ought to/going to-যুক্ত Sentence-এর ক্ষেত্রেpassive voice-এর structure:
Object’s subject+ may/might/can/could/ must/ought to/going to+ be+ Verb’s past participle+ by+ subject’s object
Example:
  • You must write the poem. (Active)
  • You may be helped by her. (Passive)
  • She may help you. (Active)
  • The poem must be written by you. (Passive)
  • We ought to obey our parents. (Active)
  • Our parents ought to be obeyed by us. (Passive)
  • We are going to organize a party. (Active)
  • A party is going to be organized by us. (Passive)

Rule 4:

Imperative Sentence-এর ক্ষেত্রে passive voice-এর structure:
a. Main verb দিয়ে শুরু হওয়া Sentence-এর ক্ষেত্রে-
Let+ Object’s subject + be+ verb’s past participle
Example:
  • Write the article. (Active)
  • Let the article be written. (Passive)
  • Prepare the assignment. (Active)
  • Let the assignment be prepared. (Passive)
b. “Do not” দিয়ে শুরু হওয়া Sentence-এর ক্ষেত্রে-
Let not + Object’s subject + be+ verb’s past participle
Example:
  • Do not write the article. (Active)
  • Let not the article be written. (Passive)
  • Do not prepare the assignment. (Active)
  • Let not the assignment be prepared. (Passive)
c. Sentence “Let” দিয়ে শুরু হলে এবং এর পর personal object যেমন: me/us/him/her/you/them থাকলে-
Let+ Object’s subject + be + verb’s past participle+ personal object
Example:
  • Let me write the article. (Active)
  • Let the article be written by me. (Passive)
  • Let him write the letter. (Active)
  • Let the letter be written by him. (Passive)
d. “Never” দিয়ে শুরু হওয়া Sentence-এর ক্ষেত্রে-
Let not + Object’s subject + ever be + verb’s past participle
Example:
  • Never deceive anyone. (Active)
  • Let not anyone ever be deceived. (Passive)
  • Never go there. (Active)
  • Let not there ever be gone. (Passive)
e. Sentence main verb দিয়ে শুরু হলে এবং এর পর personal object যেমন: me/us/him/her/you/them থাকলে-
Let+ direct object + be+ verb’s past participle + for + personal object
Example:
  • Give me a pencil. (Active)
  • Let a pencil be given for me. (Passive)
  • Give me an eraser. (Active)
  • Let an eraser be given for me. (Passive)

Rule 5:

Interrogative Sentence-এর ক্ষেত্রে passive voice-এর structure:
a. Interrogative Sentence-কে Assertive Sentence-এ রূপান্তরিত করা হয়+ পরিবর্তিত Assertive sentence-কে passive form-এ নেয়া হয়+ পরিবর্তিত passive voice-এর auxiliary verb-কে sentence-এর শুরুতে বসান হয়+ Object-এর subject+ ……..+ by+ Subject-এর object+ প্রশ্নবোধক চিহ্ন (Tense অনুসারে করা হয়)।
Interrogative Sentence is changed to Assertive Sentence+ Changed Assertive sentence is taken to passive form+ Changed passive voice’s auxiliary verb is put at the starting of sentence+ Object’s subject+…. ……..+ by+ subject’s object+ note of interrogation (Done according to Tense)
Example:
  • Have you written the article? (Active)
  • You have written the article. (Assertive)
  • The article has been written by you. (Passive of Assertive)
  • Has the article been written by you? (Passive of the main sentence)
  • Are you writing the article? (Active)
  • You are writing the article. (Assertive)
  • The article is being written by you. (Passive of Assertive)
  • Is the article being written by you? (Passive of the main sentence)
b. “Who” দিয়ে শুরু হওয়া Sentence-এর ক্ষেত্রে-
Who-এর পরিবর্তে By whom+ Tense এবং person-অনুসারে Auxiliary verb+ object-এর      subject+ কোন কোনসময় tense অনুযায়ী “be/being/been” ব্যবহৃত হয়+ Verb-এর past participle+?
By whom instead of a who+ Auxiliary verb according to tense and person+ object’s subject+ sometimes “be/being/been” is used according to tense+ Verb’s past participle+?
    Example:
  • Who is writing the poem? (Active)
  • By whom is the poem being written? (Passive)
c. “Whom”- দিয়ে শুরু হওয়া Sentence-এর ক্ষেত্রে-
Whom এর পরিবর্তে Who+ Tense এবং person-অনুসারে Auxiliary verb+ Verb-এর past participle+ by+ subject-এর object+?
Who instead of a whom+ Auxiliary verb according to tense and person+ Verb’s past participle+ by+ subject’s object+?
Example:
  • Whom did you recommend? (Active)
  • Who was recommended by you? (Passive)
d. “What”- দিয়ে শুরু হওয়া Sentence-এর ক্ষেত্রে-
What+ Tense এবং person-অনুসারে Auxiliary verb+ Verb-এর past participle+ by+ subject-এর object+? (Tense অনুসারে করা হয়) ।
What+ Auxiliary verb according to tense and person+ Verb’s past participle+ by+ subject’s object+? (Done according to Tense)
Example:
  • What is he doing? (Active)
  • What is being done by him? (Passive)
  • What does he need? (Active)
  • What is needed by him? (Passive)

Rule 6:

Active sentence যার নিম্নরূপ কাঠামো:
Subject + verb + object +present participle-একে নিম্নরূপে passive করা হয়:
Object-এর subject+ Tense এবং person-অনুসারে Auxiliary verb + Verb-এর past participle+ present participle-যুক্ত অংশ+ by + subject-এর object।
The active sentence having structure like this-
Subject + verb + object +present participle is changed into passive in the following way: Object’s subject+ Auxiliary verb according to tense and person+ Verb’s past participle+ the part having present participle+ by + subject’s object.
Example:
  • I saw him performing the dance. (Active)
  • He was seen performing the dance by me. (Passive)

Rule 7:

Active voice-এর double object থাকলে Passive voice-এর কাঠামো:
দুটি object-এর যেকোনটি subject হিসেবে নেয়া হয় (ব্যক্তিবাচক object-টি পরিবর্তন করা ভাল) + Verb-এর past participle+ Tense এবং person-অনুসারে Auxiliary verb + অন্য object+ by+ active voice-এর subject-টি object হিসেবে লেখা হয়।
Passive voice’s structure in case of Active voice having double object-
Anyone of the two object is taken as the subject (Changing the personal object is better) + Verb’s past participle+ Auxiliary verb according to tense and person+ the other object+ by+ active voice’s subject is written as the object.
Example:
  • I gave her a dress. (Active)
  • She was given a dress by me. (Passive)

Rule 8:

Complex এবং compound sentence-যুক্ত Active voice-কে passive-এ পরিণত করার সময় উভয় clause-এর voice পরিবর্তন করা হয়।
In case of transforming active voice with the complex and compound sentence, into passive, the voices of both clauses are changed.
Example:
  • I know that he sang the song. (Active)
  • It is known to me that the song was sung by him. (Passive)
Note:
Active voice যদি “People say” দিয়ে শুরু হয়, তবে একে passive করতে হলে, এর শুরুতে “It is said that” ব্যবহৃত হয়।
If the active voice is started with “People say” while transforming it into passive “It is said that” is used in the beginning.
Example:
  • People say that Dhaka is the city of mosques. (Active)
  • It is said that Dhaka is the city of mosques. (Passive)

Rule 9:

সাধারণত: intransitive verb-এর passive voice হয় না। কিন্তু যদি intransitive verb-এর পরে preposition যুক্ত হয়ে একটি group verb তৈরী করে এবং এটি intransitive verb হিসেবে ব্যবহৃত হয়, তবে passive রূপের structure হবে-
Object হবে subject+ Tense অনুসারে Auxiliary verb + Verb-এর past participle+ প্রদত্ত preposition+ by+ subject-এর object।
Generally, the intransitive verb doesn’t have any passive voice. But if preposition is added after the intransitive verb it creates a group verb, and it is used as an intransitive verb then the structure of the passive form will be-
Object will be subject+ Auxiliary verb according to Tense+ Verb’s past participle+ given preposition+ by+ subject’s object.
Example:
  • The boy took care of the parrots. (Active)
  • The parrots were taken care of by the boy. (Passive)

Rule 10:

Active voice-এ Reflexive objective যেমন: myself, yourself, himself, herself, yourselves, ourselves, themselves, প্রভৃতি থাকলে Passive-এর কাঠামো-
Active voice-এর একই subject passive form-এ ও+ Tense এবং person-অনুসারে Auxiliary verb + Verb-এর past participle+ by+ reflexive object।
Passive voice’s structure in case of active voice having Reflexive objective like myself, yourself, himself, herself, yourselves, ourselves, themselves, etc.-
Same subject of the active voice in passive form + Auxiliary verb according to tense and person+ Verb’s past participle+ by+ the reflexive object.
Example:
  • He mocked himself. (Active)
  • He was mocked by himself. (Passive)

Rule 11:  

Factitive object/ Complementary object-যুক্ত active voice-এর passive কাঠামো-
দ্রষ্টব্য: যদি কোন বাক্যে transitive verb যেমন: call, make, name, nominate, elect, select, প্রভৃতি থাকে কিন্তু একটি পূর্ণ অর্থ প্রকাশ করতে একটি অতিরিক্ত object ব্যবহৃত হয়, তবে এই অতিরিক্ত objectটিকে Factitive object/ Complementary object বলে।
Him, her, me, us, you, them, প্রভৃতিকে active রূপে নেয়া হয় এবং subject হিসেবে ব্যবহৃত হয়+ Tense and person অনুযায়ী Auxiliary verb+ Verb-এর past participle+ factitive object+ by+ subject-এর object.
Passive voice’s structure in case of active voice having Factitive object/ Complementary object-
Note: If a sentence has a transitive verb like call, make, name, nominate, elect, select, etc. but still can’t express a full meaning and an extra object is used to have the full meaning. This extra object is called Factitive object/ Complementary object.
Him, her, me, us, you, them etc. are taken to active form and used as subject+ Auxiliary verb according to tense and person+ Verb’s past participle+ factitive object+ by+ subject’s object.
Example:
  • They made me a moderator. (Active)
  • I was made a moderator by them. (Passive)

Rule 12:  

Cognate object-যুক্ত active voice-এর Passive কাঠামো-
Cognate object: কিছু intransitive verb কিছু সাহায্যকারী object ব্যবহার করে transitive verb-এর মত আচরণ করে। এই সাহায্যকারী object-গুলোকে Cognate object বলে।
Object-টি ‍subject হিসেবে ব্যবহৃত হয়+ Tense অনুসারে Auxiliary verb+ Verb-এর past participle+ by+ Subject-এর object.
Passive voice’s structure in case of active voice having cognate object-
Cognate object: Some intransitive verbs use some supporting object and act as a transitive verb. These supporting objects are called as a Cognate object.
The object is used as subject+ Auxiliary verb according to tense+ Verb’s past participle+ by+ Subject’s object.
Example:
  • He wrote a poem. (Active)
  • A poem was written by him. (Passive)

Rule 13:

Infinitive-যুক্ত active voice-এর passive কাঠামো-
Active voice-এর subject+ tense এবং person অনুযায়ী মূল verb+ infinitive-এর পরের object (যদি থাকে) + to be + infinitive-এর পরের verb-এর past participle
Passive voice’s structure in case of active voice having infinitive-
Active voice’s subject+ main verb according to tense and person + object situated after infinitive (if there is) + to be + past participle of the verb after infinitive.
Example:
  • He wants you to give a speech. (Active)
  • He wants a speech to be given. (Passive)

Rule 14:

Gerund combinations যেমন: suggest/recommend/advise/propose+ gerund+ object-যুক্ত active voice-এর passive কাঠামো-
Active voice-এর subject+ মূল verb+ that+ gerund-এর পরের object+ should be+ gerund-কে verb-এ পরিণত করে তার past participle.
Passive voice’s structure in case of active voice having gerund combinations, i.e., suggest/recommend/advise/propose+ gerund+ object-
Given active voice’s subject+ main verb+ that+ the object after the gerund+ should be+ the gerund is converted into a verb and its past participle.
Example:
  • He proposed watching the movie. (Active)
  • He proposed that the movie should be watched. (Passive)

Rule 15:

Determine/arrange/be determined/demand/decide/ be anxious, etc.+ infinitive + object-যুক্ত active voice-এর passive কাঠামো:
Active voice-এর subject+ মূল verb+ that+ infinitive -এর পরের object+ should be+ infinitive-কে verb-এ পরিণত করে তার past participle.
Passive voice’s structure in case of active voice having determine/arrange/be determined/demand/decide/ be anxious, etc.+ infinitive + object-
Given active voice’s subject+ main verb+ that+ the object after the infinitive+ should be+ the infinitive is converted into a verb and its past participle.
Example:
  • He decided to prepare the proposal. (Active)
  • He decided that the proposal should be prepared. (Passive)

Rule 16:

One+ should-যুক্ত active voice-এর Passive কাঠামো-
Object-এর subject+ should be+ Verb-এর past participle.  
Passive voice’s structure in case of active voice having One+ should-
Object’s subject+ should be+ Verb’s past participle.  
Example:
  • One should perform one’s prayers. (Active)
  • Prayers should be performed. (Passive)

Monday, September 16, 2019

Grammar: Future Tense

যে tense ভবিষ্যতের কোন ঘটনাকে বোঝায় তাকে future tense বলে।
The tense that expresses any future event is called future tense.
Example:
  • I shall/ will do this work - আমি এই কাজটি করবো।
  • She will go to the office - সে অফিসে যাবে।

Classification:

Future tense can be classified into four types:
  1. Simple Future Tense
  2. Future Continuous Tense
  3. Future Perfect Tense
  4. Future Perfect Continuous Tense

Simple Future Tense:

Simple Future Tense ভবিষ্যতে ঘটবে এমন কোন কাজকে বোঝায়।
Simple Future Tense denotes to an action which will happen in the future.
Example:
  • I will go to the varsity - আমি বিশ্ববিদ্যালয়ে যাবো।
  • I will sing the song - আমি গানটি গাইবো।
  • He will help you - সে তোমাকে সাহায্য করবে।
Structure of the sentence:
Positive sentence:
Subject+ shall/will+ simple form of verb+ object.
Example:
  • I will/ shall write the poem - আমি কবিতাটি লিখবো।
  • You will do the work - তুমি কাজটি করবে।
  • They will go shopping - তারা কেনাকাটা করতে যাবে।
Note: First person-এর পরে সাধারণত: shall বসতে পারে তবে আজকাল সবক্ষেত্রেই will ব্যবহৃত হয়।
Negative sentence:
Subject+ will not/ won’t + simple form of verb+ object.
Example:
  • I will not/ won’t write the poem - আমি কবিতাটি লিখবো না।
  • You will not/ won’t do the work - তুমি কাজটি করবে না।
  • They will not/ won’t go shopping - তারা কেনাকাটা করতে যাবে না।
Interrogative sentence:
Will+ Subject+ simple form of verb+ object+note of interrogation (?)
Example:
  • Will I write the poem? - আমি কি কবিতাটি লিখবো?
  • Will you do the work? - তুমি কি কাজটি করবে?
  • Will they go shopping? - তারা কি কেনাকাটা করতে যাবে?

Future Continuous Tense:

Future Continuous Tense ভবিষ্যতে ঘটতে থাকবে এমন কোন চলমান কাজকে বোঝায়।
Future Continuous Tense denotes to an on-going action which will happen in the future.
Example:
  • I will be writing the poem - আমি কবিতাটি লিখতে থাকবো।
  • You will be doing the work - তুমি কাজটি করতে থাকবে।
  • They will be going shopping - তারা কেনাকাটা করতে যেতে থাকবে।
Structure of the sentence:
Positive sentence:
Subject+ will+ be+ simple form of verb+ ing + object.
Example:
  • We will be going to the fair - আমরা মেলায় যেতে থাকবো।
  • You will be going to the office - তুমি অফিসে যেতে থাকবে।
  • He will be helping you - সে তোমাকে সাহায্য করতে থাকবে।
Negative sentence:
Subject+ will not/ won’t + be+ simple form of verb+ ing + object.
Example:
  • We will not/ won’t be going to the fair - আমরা মেলায় যেতে থাকবো না।
  • You will not/ won’t be going to the office - তুমি অফিসে যেতে থাকবে না।
  • He will not/ won’t be helping you - সে তোমাকে সাহায্য করতে থাকবে না।
Interrogative sentence:
Will+ Subject+ be+ simple form of verb+ ing+ object +note of interrogation (?)
Example:
  • Will we be going to the fair? - আমরা কি মেলায় যেতে থাকবো?
  • Will you be going to the office? - তুমি কি অফিসে যেতে থাকবে?
  • Will he be helping you? - সে কি তোমাকে সাহায্য করতে থাকবে?

Future Perfect Tense:

Future Perfect Tense এমন কোন কাজকে বোঝায় যা ভবিষ্যতে কোন সময়ে ঘটে থাকবে।
ভবিষ্যতে দুটি কাজ হলে যে কাজটি আগে হয় সেটা Future Perfect Tense হয় এবং যেটা পরে হয় সেটা ‍Simple Present tense হয়।
Future Perfect Tense denotes to an action which will have been occurred at some time in the future. If two actions take place in the future, the first one is Future Perfect Tense and the second one is Simple Present Tense.
Example:
  • I will have written the poem - আমি কবিতাটি লিখে থাকবো।
  • By the time you reach, we will have started our journey - তুমি এসে পৌঁছোতে পৌঁছোতে আমরা আমাদের যাত্রা শুরু করে ফেলবো।
  • He will have helped you - সে তোমাকে সাহায্য করে থাকবে।
Structure of the sentence:
Positive sentence:
Subject+ will have+ past participle form of verb+ object. or
1st Subject+ will have+ past participle form of verb+ 1st object+ before+ 2ndSubject+ main verb + 2nd object.
Example:
  • I will have given the speech before you come - তুমি আসার আগে আমি বক্তব্যটা দিয়ে থাকবো।
  • You will have gone to the office before I reach - আমি পৌঁছানোর আগে তুমি অফিসে গিয়ে থাকবে।
  • They will have done the work - তারা কাজটি করে থাকবে।
Negative sentence:
Subject+ will not/ won’t have+ past participle form of verb+ object.
1st Subject+ will not/ won’t have+ past participle form of verb+ 1st object+ before+ 2nd Subject+ main verb + 2ndobject.
Example:
  • I will not/ won’t have given the speech before you come - তুমি আসার আগে আমি বক্তব্যটা দিয়ে থাকবো না।
  • You will not/ won’t have gone to the office before I reach - আমি পৌঁছানোর আগে তুমি অফিসে গিয়ে থাকবে না।
  • They will not / won’t have done the work. - তারা কাজটি করে থাকবে না।
Interrogative sentence:
Will+ Subject+ have+ past participle form of verb+ object+ note of interrogation (?) or
Will+ 1st Subject + have+ past participle form of verb+ 1st object+ before+2ndsubject+ main verb + 2nd object + note of interrogation (?)
Example:
  • Will I have given the speech before you come? - তুমি আসার আগে আমি কি বক্তব্যটি দিয়ে থাকবো?
  • Will you have gone to the office before I reach? - আমি পৌঁছানোর আগে তুমি কি অফিসে গিয়ে থাকবে?
  • Will they have done the work? - তারা কি কাজটি করে থাকবে?

Future Perfect Continuous Tense:

Future Perfect Continuous Tense চলমান কোন কাজকে বোঝায় যা ভবিষ্যতের কোন নির্দিষ্ট সময় ধরে ঘটতে থাকবে।
ভবিষ্যতে দুটি কাজ হলে যে কাজটি আগে চলতে থাকবে সেটা Future Perfect Continuous Tense হয় এবং যেটা পরে হয় সেটা ‍Simple Present tense হয়।
Future Perfect Continuous Tense denotes to an on-going action which will be done at a certain time in the future. If two actions take place in the future, the first one which will be continued is Future Perfect Continuous Tense and the second one is Simple Present Tense.
Example:
  • I will have been doing the work until you return. - তুমি ফিরে না আসা পর্যন্ত আমি কাজটি করতে থাকবো।
  • The students will have been doing the class until the bell rings. - ঘন্টা না বাজা পর্যন্ত ছাত্ররা ক্লাস করতে থাকবে।
Structure of the sentence:
Positive sentence:
Subject+ will have been+ simple form of verb+ ing + object. or
1st Subject+ will have been+ simple form of verb+ ing + 1st object+ before/ until + 2nd Subject+ main verb + 2nd object.
Example:
  • We will have been doing the work. - আমরা কাজটি করতে থাকবো।
  • The student will have been doing the math before the teacher comes. - শিক্ষক আসার পূর্ব পর্যন্ত ছাত্রটি অংকটি করতে থাকবে।
  • They will have been watching the movie before you come. - তুমি আসার পূর্ব পর্যন্ত তারা ছায়াছবিটি দেখতে থাকবে।
Negative sentence:
Subject+ will not/ won’t have+ been+ simple form of verb+ ing + object. or
1st Subject+ will not/ won’t have+ been+ simple form of verb+ ing + 1st object+ before/until+ 2nd Subject+ main verb + 2ndobject.
Example:
  • We will not have been doing the work. - আমরা কাজটি করতে থাকবো না।
  • The student will not/ won’t have been doing the math before the teacher comes. - শিক্ষক আসার পূর্ব পর্যন্ত ছাত্রটি অংকটি করতে থাকবে না।
  • They will not / won’t have been watching the movie before you come. - তুমি আসার পূর্ব পর্যন্ত তারা ছায়াছবিটি দেখতে থাকবে না।
Interrogative sentence:
Will+ Subject+ have+ been + simple form of verb+ ing + object + note of interrogation (?)
or
Will+ 1st Subject + have+ been + simple form of verb+ ing + 1st object+ before+2ndsubject+ main verb + 2nd object + note of interrogation (?)
Example:
  • Will I have been giving the speech before you come? - তুমি আসার আগে আমি কি বক্তব্যটি দিতে থাকবো?
  • Will you have been going to the office before I reach? - আমি পৌঁছানোর আগে তুমি কি অফিসে যেতে থাকবে?
  • Will they have been doing the work? - তারা কি কাজটি করতে থাকবে?