Saturday, September 5, 2020

কবিতা: শিক্ষক দিবস //কবিঃ মিনহাজউদ্দিন মন্ডল

জীবনের প্রথম শিক্ষক "মা "
তাঁর হাতেই আমাদের প্রথম হাতে খড়ি ,
শিক্ষক হলেন জ্ঞানের ভাণ্ডার 
আমার জ্ঞান দাতা গুরু আপনাকে প্রণাম করি ।।

শিক্ষক মানে জ্যোতির্ময়
যার ছোঁয়ায় দূর হয় মনের কালিমা ,
শিক্ষক মানে সমাজ গড়ার কারিগর
যার হাতের ছোঁয়ায় ছাত্রের বাড়ে গরিমা ।

শিক্ষক মানে একটু শাসন, একটু চোখরাঙানি
ছাত্র ভুল করলে যিনি দেন স্নেহ মাখা বকুনি ,
শিক্ষক মানে যিনি দেখান পথের দিশা
যার দানে পূর্ণ হয় জীবন পাত্র খানি ।

শিক্ষক মানে শিক্ষা গুরু --------
জ্ঞান সাগরে ভাসছি ---- তুমি ,আমি 
শিক্ষক মানে সদা পবিত্র সাদা নিশান 
আজ সকল শিক্ষকের পাদপদ্মে নমি ।

বদলেছে আজ শিক্ষকের সংজ্ঞা
আমূল বদলেছে শিক্ষার নীতি ,
শিক্ষক হলেন ছাত্রের বন্ধু
শিক্ষাক্ষেত্রে নেই কোনো ভীতি ।

শিক্ষকতা এক মহান ব্রত
ভবিষ্যতের কাণ্ডারী গড়ার দায়িত্ব তাঁর কাঁধে ,
কিছু শিক্ষকের ব্যক্তিগত ভুলের জন্য 
চুনকালি পড়ছে আজ শিক্ষক সমাজে ।

শিক্ষকতা এক আকাশ ভর্তি উদারতা 
দান‌ই মহান শিক্ষকের জীবনের আদর্শ ,,,
ডাক্তার , উকিল , ইঞ্জিনিয়ার তাঁরই হাতে গড়া
তাঁদের দেখলে দূর হয় শিক্ষকের মনের যত কষ্ট ।

শিক্ষক দিবস আসে আর যায় 
শিক্ষকের কর্মযজ্ঞ চলতে থাকে ,
নতুন মুখের আদলে ঢাকা পড়ে যায় পুরাতন মুখ
শিক্ষক দিবসে পুরাতন স্মৃতি যেন পিছু ডাকে ।

ওহে মহান শিক্ষক রাধাকৃষ্ণন 
আজ স্বর্গ হতে করো দুহাত ভরে আশীর্বাদ,
গড়ে উঠুক কলুষমুক্ত এক নতুন সমাজ 
শিক্ষকের হাত ধরে জাগ্ৰত হোক মানবতাবাদ।।