Thursday, December 31, 2020

কবিতা: শান্তির আহ্বায়ক/ /মিনহাজউদ্দিন মন্ডল

বিভাগ -কবিতা 
   #শান্তির আহ্বায়ক#
      #মিনহাজউদ্দিন মন্ডল# 
          #(৩১.১২.২০২০)#

সব্বাইকে Happy New Year. Welcome-2021.

   শান্তির আহ্বায়ক

দিনে দিনে শেষ যে হলো
            বছর বিদায় আলো,
সুখে দুঃখে বছর ভরা
            সাদা মনে কালো ।

ভালো মন্দ দুই-ই ছিল
            দু'হাজার যে বিশ,
নতুন বছর একুশের পালা
            শক্তি যোগায় ঐশীশ ।

সবার মনে হাসি ভরা
            নয়নের যে মনি,
নতুন দিনে নতুন রেখা
            আশা তুলে ধ্বনী ।

পুরানো কে বিদায় দিয়ে
                নতুন করে বরণ,
আশা ভরা খুশীর আলো
                করে নতুন স্মরণ ।

 নতুন বছর এলো  আবার 
            খুশির ডালা নিয়ে, 
 আনন্দেতে মাতলো সবাই 
              দুঃখ ভুলে গিয়ে। 

মায়ের  কোলে  হাসবে  শিশু 
              ঘুঁচবে  আঁধার  রাতি, 
 নতুন বছর  জ্বালবে মনে 
             হাজার আশার  বাতি। 

যা পারিনি পারবো এবার
       করবো এবার আদায়
পাপ মুছে দিলাম দেখো ভাই
       দিলাম তারে বিদায় ।

সব মনে নেই বছর ভরা
        কত দুঃখ ব‍্যাথা;
আনন্দ তো নিমিত্ত মাত্র
        শুধু কথার কথা।

ছেলের হাতে মুয়ো দিয়ে
         রাখতো শুধু ভুলিয়ে;
আদায় করতো জন সমর্থন
         কেলোর কীর্তি চালিয়ে।

উন্নয়নের নাম শুনেছি শুধু
       বছরভর তা দেখিনি!
যা দেখলাম অবাক হয়েছি
      অভিযোগ স্বীকার করেনি।

করোনা তে লক্ষ মানুষ 
     কত মা কেঁদেছে;
আমফান ও চুপছিল না
    অনেক ঘর উজাড় করেছে। 

NRC তে ঘরছাড়া
      ১৯লক্ষ আসাম বাসী;
১৯-,এর চরম সাফল্য-এ
      CAA আর NRC  । 

নতুন বছর নতুন ভাবে 
             মোদের  যেন  গড়ে 
প্রীতির দানে  মিলবো  সবাই 
            হিংসা  যাবে হেরে। 

বাঙালির বিশ্বজয় নোবেলে
          গর্ব অভিজিৎ বিনায়ক;
স্বাগতম স্বাগতম ২০২১
       হোক শান্তির আহ্বায়ক।
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻