Sunday, January 31, 2021

বিদায় বেলায় এক নজরে প্রাক্তন রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায় // ✍️ Minhajuddin Mondal //

1. জন্ম=11ই মে.1935
2. মৃত্যু = 31শে আগস্ট 2020
3. জন্মস্থান=মিরাটি.জেলা বীরভূম.পঃবঙ্গ
4. ধর্ম===হিন্দু
5. শিক্ষা=রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসে M.A.এবং L.L.B.(কঃবিঃ)
6. কর্মজীবন শুরু=ডাক ও তার বিভাগের U.D.C.পরে বিদ্যানগর কলেজে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক
7. নির্দল প্রার্থীর হয়ে প্রচার করতে গিয়ে রাজনীতিতে প্রবেশ=1969
8. ইন্দিরা গান্ধীর হাত ধরে কংগ্রেসে যোগদান=1969
9. কংগ্রেস দল থেকে প্রথম রাজ্যসভার সদস্য=1969
10. মোট পাঁচবার রাজ্যসভার সদস্য=1969,75,81,93,99.
11. পশ্চিমবঙ্গ থেকে কতবার রাজ্যসভার সদস্য=চারবার(গুজরাট একবার)
12. সর্বপ্রথম কেন্দ্রে শিল্পোন্নয়ন দপ্তরের প্রতি মন্ত্রী হন=1973
13. জাহাজ ও পরিবহন দপ্তরের মন্ত্রী হন=1974
14. কেন্দ্রে অর্থ দপ্তরের রাষ্ট্র মন্ত্রী হন=1974
15. কেন্দ্রে রাজস্ব ও ব্যাঙ্কিং দপ্তরের মন্ত্রী হন=1975
15. কংগ্রেস দলের/AICC-র(All India Congress committee) কোষাধ্যক্ষ/সদস্য হন=1978
17. রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা হন=1980
18. কেন্দ্রীয় বানিজ্য এবং খনি ও ইস্পাত মন্ত্রী হন=1980
19. কেন্দ্রীয় অর্থ মন্ত্রী হন=1982***
20. আন্তর্জাতিক অর্থ ভান্ডারের(IMF) বোর্ড অফ গভর্নরস হন=1982
21. বিশ্ব ব্যাঙ্কের(World Bank) বোর্ড অফ গভর্নরস হন=1982
22. এশীয় উন্নয়ন ব্যাঙ্কের(ADB) বোর্ড অফ গভর্নরস হন=1982
23. আফ্রিকান উন্নয়ন ব্যাঙ্কের(ADB) বোর্ড অফ গভর্নরস হন=1982
24. কেন্দ্রীয় বানিজ্য ও সরবরাহ মন্ত্রী হন=1984
25. G-24 এর সভাপতি নিযুক্ত হন=1984
26. পঃবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি হন তিন বার=1985,2000,2001.
27. রাজীবের সঙ্গে মনোমালিন্যের জন্য নতুন দল রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস(RSC) গঠন করেন=1986
28. AICC-এর অর্থনৈতিক উপদেষ্টা সেলের সভাপতি হন=1987
29. পুনরায় রাজীবের হাত ধরে কংগ্রেসে যোগদান করেন=1989
30. প্রধানমন্ত্রী নরসিমা রাও কর্তৃক পরিকল্পনা কমিশনের সহ-সভাপতি নিযুক্ত হন=1991
31. কেন্দ্রীয় বানিজ্য মন্ত্রী হন=1993
32. কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী নিযুক্ত হন দুবার=1995 এবং 2006.***
33. SAARC এর মন্ত্রী পরিষদের সম্মেলনের সভাপতি হন=1995
34. AICC(All India Congress Committee)এর সাধারন সম্পাদক হন=1998
35. কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী সমন্বয় কমিটির সভাপতি হন=1999
36. সর্বপ্রথম চতুর্দশ* লোকসভা নির্বাচনে জয়লাভ করেন=2004.(কেন্দ্র-জঙ্গীপুর,মুর্শিদাবাদ,পঃবঙ্গ)
37. লোকসভায় কংগ্রেসের দলনেতা হন=2004
38. কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নিযুক্ত হন=2004
39. পুনরায় কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী নিযুক্ত হন=2006
40. দ্বিতীয়বার পঞ্চদশ* লোকসভা নির্বাচনে জয়লাভ করেন=2009.(কেন্দ্র-জঙ্গীপুর,মুর্শিদাবাদ,পঃবঙ্গ)
41. পুনরায় কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নিযুক্ত হন=2009
42. পুনরায় G-24 এর সভাপতি নিযুক্ত হন=2009
43. সর্বপ্রথম বাঙালী রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন=2012(22শে জুলাই)**
44. ত্রয়োদশতম রাষ্ট্রপতি হিসাবে শপত গ্রহন করেন=2012.25শে জুলাই***
45. রাষ্ট্রপতি হিসাবে প্রনববাবুকে শপতবাক্য পাঠ করান=S.H.কাবাডিয়া(সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি)
46. কোন রাজনৈতিক জোটের প্রার্থী হিসাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন=UPA(United Progressive Alliance)
47. NDA জোটের যে প্রার্থীকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন=P.A.সাংমা(লোকসভার প্রাক্তন স্পীকার ছিলেন)
48. রাষ্ট্রপতি হিসাবে প্রনববাবু পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করেন=24/07/2017
49. রাষ্ট্রপতি হিসাবে প্রনববাবু বেতন পেতেন=5 লক্ষ টাকা
50. প্রাক্তন রাষ্ট্রপতি হিসাবে প্রনববাবু পেনশন পেতেন=75 হাজার টাকা.

*প্রনববাবুর উপাধি ও সম্মান*

1. পৃথিবীর শ্রেষ্ঠ অর্থমন্ত্রী সম্মান=1984
2. ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষন=2008***
3. ভারতের শ্রেষ্ঠ প্রশাসকের সম্মান=2011**
4. বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট উপাধি=8টি(2011-2015)
5. আসাম বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডি.লিট উপাধি=2012
6. বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্মান=2013
7. আইভরি কোস্ট সরকারের গ্রান্ড ক্রস সম্মান=2016
8. আবাইজান রাষ্ট্রের সাম্মানিক নাগরিকত্বের সম্মান=2016


*প্রনববাবুর গ্রন্থ সমূহ*

1. Midterm Poll
2. Beyond Survival
3. Off the Track
4. Saga of Struggle and Sacrifice
5. Challenges before the Nations
6. A Centenary History of the INC
7. Congress and the Making of the Indian Nation 
8. Thought and Reflections
9. The Dramatic decade:The indira Gandhi years
10. Selected Speeches
11. The Turbulent Years


*Ideal English Institute ~ "সবার জন্য , সবসময় সবার পাশে"*


Thursday, January 28, 2021

কবিতা: //শীতের মজা পিকনিকে // ✍মিনহাজউদ্দিন মণ্ডল

তারিখ - ২৭/০১/২০২১
পিকনিক স্থান : চন্ডিপুর গ্যাস অফিস সন্নিকট 


শীতের দিনে আর এক মজা
পিকনিক ফিস্ট বা চড়ুইভাতি, 
আনন্দে আর খুশিতে মাতে
একসাথে মিলে সকল জাতি। 

পিকনিক মানেই  স্বাদ বদল
আনন্দ তো একটু  অন্যরকম,
সবাই  মিলেই বাড়ির বাইরে
মনের খুশিতেই  বনভোজন।

সকাল থেকে সব সাজগোজ
হাজার মজা ও  হাজার খুশি, 
আনন্দে মাতা সকলে মিলেই
সে আট হোক  অথবা আশি।

সারাদিন খেলা-ঘোরা-খাওয়া
নাচ ও হয় গানের তালে ছন্দে, 
আশ মিটিয়েই ঘুরে বেড়ানো
বাঁধভাঙা খুশি আর আনন্দে।

দিনের শেষে  বাড়িতে ফেরা
মনেতে  নিয়ে অনেক খুশি,
ব্যথা আর  দুঃখ সব ভুলেই
সবার মুখেতে ফোটে হাসি।