আজ আমার প্রিয়তমার জন্মদিন। কিছু দেওয়ার পেলাম না,,, তাই তাকে নিয়ে আমার লেখা এই ছোট্ট কবিতাটি উপহার দিলাম,,,, 😇😇😇
তাং :- ১৮/০৬/২০২১
বলবো না তোমায় আমি অনেক ভালোবাসি,
শুধু বলবো তোমার হতেই আমি পৃথিবীতে এসেছি।
তাজমহল আমি পারবো না তোমার জন্যে গড়তে,
তবে পারবো সারা জীবন তোমার হয়ে থাকতে।
যদি কখনো না পারি তোমার দুঃখ-বেদনা ঘুচাতে,
জানবে সেই সুখের চাবি নেইকো আমার হাতে।
তোমার জন্মদিনে পল্লবিত হোক আমাদের দোজাহান,
কারণ তোমারি সঙ্গে বাঁধলাম আমার ই প্রাণ।
জন্মদিনে জানাই তোমায় পৃথিবীতে ফোঁটা সব ফুলের শুভেচ্ছা,
তোমায় ভালোবেসে দেহত্যাগই শেষ ইচ্ছা।
🎂শুভ জন্মদিন সোনাবাবু🎂