মণের গভীর আকাংক্ষা
✍মিনহাজউদ্দিন মন্ডল
আবার যদি ছোট হতাম
তাহলে কেমন হত?
ফিরে পেতাম আবার সব
হারিয়েছে যত ।
দুঃখ - হাসি - কান্না
আর পাগলামি,
ছোট ছেলেমেয়েদের সাথে
খেলা আর শয়তানি।
যেভাবে খেলতাম কানামাছি
আর পালাপালি,
দোকানদারী করতাম যত
নিয়ে ধুলাবালি।
কাদার পুতুল দিয়ে বানাতাম
বউ আর বর,
হৈ চৈ করে বলতাম সবাই
ধর ওরে ধর।
প্রকাশকাল : ২৮ এ আগস্ট, ২০১৬ ( আমার জন্মদিন)
✍মিনহাজউদ্দিন মন্ডল
আবার যদি ছোট হতাম
তাহলে কেমন হত?
ফিরে পেতাম আবার সব
হারিয়েছে যত ।
দুঃখ - হাসি - কান্না
আর পাগলামি,
ছোট ছেলেমেয়েদের সাথে
খেলা আর শয়তানি।
যেভাবে খেলতাম কানামাছি
আর পালাপালি,
দোকানদারী করতাম যত
নিয়ে ধুলাবালি।
কাদার পুতুল দিয়ে বানাতাম
বউ আর বর,
হৈ চৈ করে বলতাম সবাই
ধর ওরে ধর।
প্রকাশকাল : ২৮ এ আগস্ট, ২০১৬ ( আমার জন্মদিন)