Monday, December 3, 2018

আমার কবিতা : দুঃখের ঈদ

**দুঃখের ঈদ**

✍মিনহাজউদ্দিন মণ্ডল✍


কোথায় ঈদের চাঁদ
কোথায় ঈদের দিন,
মন ছুটে যায় ঐ সুদুরে
মিসর ফিলিস্তিন।
.
ঘরে ঘরে লাশের মিছিল
কাঁদার মানুষ নাই,
বলতে পার কেমন করে
ঈদের গজল গাই?
.
মুসলমানের কান্না শুনি
পাশের মায়ানমারে,
চাঁদটা আজি লুকিয়ে গেল
করুন হাহাকারে।
.
নাই খুশী নাই ঐ সিরিয়ায়
কাশ্মিরেতেও নাই,
ভারতবর্ষে কেমনে বল
ঈদের আমেজ পাই?
.
জুলুম শোষন অত্যাচার
শেষ হবে যেদিন,
ঈদের খুশী আসবে ফিরে
ঈদ হবে সেদিন।।

ভালো লাগলে শেয়ার করে সকল friend দেরও পড়ার সুযোগ করে দিন---

No comments:

Post a Comment