Saturday, February 2, 2019

✳✳ বই পড়ার উপকারিতা ✳✳

বই পড়লে আমাদের বিবেক বুদ্ধি বাড়ে, আমরা যা কিছু পড়ি সেটা আমাদের ব্রেনে এবং জীবনে গেঁথে যায়, আতপর সেটাই আমাদের কাজ কর্মের দ্বারা প্রকাশ পায়।

বই পড়ার আভ্যাস মানুষ কে আনেক লাভহীন ও মূল্যহীন কর্ম হতে বাচায়, সময় কে মূল্যবান করে তোলে।

বই পড়ার মাধ্যমে মানুষ শিক্ষা অর্জন করতে পারে, যেটা দুনিয়া ও আখেরতে সফল হওয়ার মাধ্যম।

বই পড়া ! এটা মানুষের স্বরণশক্তি কে বৃদ্ধি করে, এবং ব্রেন কে আধিক জায়গা প্রদান করে।

বই পড়া ... শিক্ষা অর্জন করার একটি সুন্দর মাধ্যম, আর শিক্ষা একটি মূল্যবান সম্পদ।

গবেষণার গুণ বৃদ্ধি করে।

বই পড়ার মাধ্যমে আমরা ইতিহাস কে এবং ইতিহাসের বৃহত মানুষদের শিক্ষা, গবেষণা থেকে লাভবান হতে পারি।

বই পড়ার মাধ্যমে আমরা বর্তমান ও আতীতের গুণবান ও পন্ডিতদের খেয়াল ও বিচারের সঙ্গে সফর করতে পারি।

বই পড়ার মাধ্যমে চুপচাপ ও খামোশ থাকার আভ্যাস হয়ে যায়, যেটা নিজেই অনেক গুণবান।

বই পড়া ! মানুষের সৃষ্টিজগৎ কে বৃদ্ধি করায় সাহায্য করে।

বই পড়ার মাধ্যমে অপরকে অনুভব করা যায় এবং অপরের উপরে প্রভাব ও ফেলা যায়।

বই পড়া... দুঃখ কষ্ট কে ভুলানোর উত্তম মাধ্যম।

No comments:

Post a Comment