Friday, October 25, 2019

NOTICE FOR 'ITS' EXAM-2020

*আইটিএস নিয়ে যে সমস্ত সিদ্ধান্তগুলো হল:*
১) রাজ্য টপারদের নিয়ে কোনরকম অনুষ্ঠান করা হচ্ছে না প্রত্যেক জেলায় একটা করে অনুষ্ঠান হবে সেখানে রাজ্য টপারদের ডেকে নিতে হবে।
২) *৩০শে নভেম্বরের* মধ্যে জেলাগুলো থেকে টপারদের নামের তালিকা আসতে হবে রাজ্যকোর কমিটির হাতে।
৩) 2019 এর সার্টিফিকেট তৈরির দায়িত্ব মাহবুবুল ভাইকে দেয়া হয়েছে।
৪) জেলা আইটিএস থেকে রাজ্যে প্রত্যেক পরীক্ষার্থী পিছু *দুই টাকা (₹-২/-)* করে জমা দিতে হবে রাজ্য আইটাকে।
৫) State-level টপারদের কি পুরস্কার দেয়া হবে সেটা *রাজ‍্য কোরকোমিটি* বসে ঠিক করে দেবে।
৬) *আগামী ফেব্রুয়ারি* মাসের প্রথম সপ্তাহের মধ্যে পুরস্কার দেয়া শেষ করতে হবে (সকল স্তরের টপারদের)।

*2020 আইটিএস নিয়ে যে সমস্ত সিদ্ধান্তগুলি হয়েছে:*
১) ২০২০ আইটিএস-এ কোন গাইড বুক করা হচ্ছেনা।
২) লিফলেটে প্রশ্নপত্রের মডেল থাকবে।
৩) উত্তরপত্রে 'ক' 'খ' 'গ' 'ঘ'এর পরিবর্তে 'a' 'b' 'c' 'd' করতে হবে।
৪) OMR Sheet করা যাবে কিনা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে ভাবা হচ্ছে কিভাবে সহজে ওএমআর শিট করা যায়।
৫) Question seter দের মাথায় রাখতে হবে প্রশ্নপত্রে যেন কোনো বিতর্ক মূলক প্রশ্ন না থাকে।
৬) 2020 পরীক্ষাটা সেপ্টেম্বরের শুরুর দিকে নিলে ভালো হয়।
৭) প্রশ্নপত্র সরকারি, বেসরকারি, মাদ্রাসা সমস্ত শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে করতে হবে।
৮) কোশ্চেনের রিপিটেশন, প্রিন্টিং মিসটেক এবং ভুল যথাসম্ভব এড়ানোর চেষ্টা করতে হবে, সর্বোপরি প্রশ্নের মান উন্নত করতে হবে।
৯) 2020 সালের পরীক্ষার জন্য যে সমস্ত জেলাকে প্রশ্ন ভাগ করে দেয়া হয়েছে---
এক) মালদা *অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণী* দুই) মুর্শিদাবাদ *ষষ্ঠ শ্রেণি এবং সপ্তম শ্রেণি* তিন) উত্তর 24 পরগনা *চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী*
চার) হাওড়া *তৃতীয় শ্রেণি*
১০) আগামী এপ্রিলের *প্রথম সপ্তাহের* মধ্যে রাজ্য কোরকমিটির কাছে প্রশ্নপত্র জমা দিতে হবে।

No comments:

Post a Comment