Monday, July 20, 2020

২১ শে জুলাই- শহীদ দিবস // মিনহাজউদ্দন মন্ডল

একুশে মানেই ধর্মতলার রক্ত ঝরানো স্মৃতি,

একুশে মানেই শহীদ স্মরণ এটাই মোদের রীতি।

একুশে মানেই নবীন প্রবীণ মিলেমিশে একাকার,

একুশে মানেই মমতার ডাকে প্রবল জনজোয়ার।

একুশে মানেই লক্ষ কোটি বাঙালির বুকে বল,

একুশে মানেই প্রতিবাদীদের মুখরিত কোলাহল।

একুশে মানেই নব অরুনের উদ্ভাসিত আলো,

একুশে মানেই খড়্গহস্তে প্রতিবাদী দীপ জ্বালো।

একুশে মানেই কম্পিত বুক উচ্ছ্বসিত মন,

একুশে মানেই খুঁজে বেড়ানো প্রানের আপনজন।

একুশে মানেই রৌদ্র বৃষ্টি শহীদ নিকেতন,

একুশে মানেই শ্রাবণ মাসে গন আন্দোলন।

একুশে মানেই বরণ মরণ দিদির জীবনরেখা,

একুশে মানেই তেরো শহীদের ইতিহাস ঘেঁটে দেখা।

একুশে মানেই মাটির ভাষা আন্দোলনের আলয়,

একুশে মানেই মানুষের ত্বরে প্রতিবাদীদের প্রলয়।

একুশে মানেই মনের কথা জয়ের অঙ্গীকার,

একুশে মানেই সর্বহারার প্রাপ্য অধিকার।

একুশে মানেই গনদর্পন ফিরে দেখা ইতিহাস,

একুশে মানেই কাঙ্ক্ষিত জয় বাঙালির অভিলাষ।

একুশে মানেই রক্ত বৃষ্টি জেগে ওঠে আজো মনে,

একুশে মানেই বিপ্লবী সুর জাগে গনআলোড়নে।

একুশে মানেই মানবোনা হার আসুক যতোই বাধা,

একুশে মানেই থামবেনা গতি পথ যত হোক কাদা।

একুশে মানেই বুকের পাটা অন্তরেতে শপথ,

একুশে মানেই মিছিলে স্লোগানে প্লাবিত যে রাজপথ।

একুশে মানেই অশ্রুধারায় শহীদের তর্পণ,

একুশে মানেই শহীদ স্মৃতিতে ভারাক্রান্ত মন।

একুশে মানেই হার না মানার নতুন অঙ্গিকার,

একুশে মানেই গর্জে ওঠার আহ্বান দুর্নিবার।

একুশে মানেই হাড় হিম করা হার্মাদীয় ত্রাস,

একুশে মানেই স্বজন হারানো শোকের বহিঃপ্রকাশ।

একুশে মানেই পুত্রহারানো মাতৃযন্ত্রনা,

একুশে মানেই রক্তে রাঙা জমানো বেদনা।

একুশে মানেই বজ্রকঠিন দুর্বার সংগ্ৰাম,

একুশে মানেই হার না মানা মমতাময়ীর নাম।

একুশে মানেই জাগবে প্রানে গজরাজসম শক্তি,

একুশে মানেই বাঁধনহারা সুপ্ত আশার মুক্তি।

একুশে মানেই নেত্রীর ডাকে নতুন আশার আলো,

একুশে মানেই মিলেমিশে যেন থাকতে পারি ভালো।

একুশে মানেই হিন্দু, মুসলিম,শিখ আর খ্রিস্টান,

একুশে মানেই ঐক্যসূত্রে সাম্যবাদের গান।

একুশে মানেই মুছে যাক সব ধনী গরীবের ভেদ,

একুশে মানেই সবার জন্য উন্নয়নের জেদ।

একুশে মানেই ছোট-বড় হাতে অর্জিত সম্মান,

একুশে মানেই বাংলা জুড়ে মানবতা বাঁধা প্রান।

একুশে মানেই বজ্রকন্ঠে প্রতিবাদীদের ভাষা,

একুশে মানেই নেত্রী মমতা ভাঙবে ঘুঘুর বাসা।

একুশে মানেই মমতা মা'কে সশ্রদ্ধ প্রণাম,

একুশে মানেই হৃদয়ে লেখা তেরো শহীদের নাম।

No comments:

Post a Comment