Thursday, May 27, 2021

জুলাইয়ে উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিক অগাস্টে : মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাইয়ে উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিক অগাস্টে। বৃহস্পতিবার নবান্নে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, কোভিড বিধি মেনে আবশ্যিক বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে। বাকি বিষয়গুলির মূল্যায়ন হবে বিদ্যালয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। ৩ ঘণ্টার পরিবর্তে পরীক্ষা হবে দেড় ঘণ্টায়।   

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন,''জুলাইয়ের শেষ সপ্তাহে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পড়ুয়ারা যাতে সর্বভারতীয় ও আন্তর্জাতিক পরীক্ষায় অংশ নিতে পারেন, সেজন্য উচ্চমাধ্যমিক আগে হচ্ছে।'' উচ্চ মাধ্যমিক সাড়ে ৮ লক্ষের কিছু বেশি পরীক্ষার্থী।

অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে বলে জানালেন মমতা। তাঁর কথায়,''১২ লক্ষের বেশি পরীক্ষার্থী। আবশ্যিক বিষয়টি ৭টি। সেই বিষয়গুলির উপরে পরীক্ষা হবে। অতিরিক্ত বিষয় ৩৮ থেকে ৫৮টি। বিদ্যালয়ের নম্বরের ভিত্তিতেই সেগুলির মূল্যায়ন হবে। স্বাস্থ্যবিধি মেনে নিজ বিদ্যালয়ে বা নিকটবর্তী বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হবে। ৩ ঘণ্টার পরিবর্তে দেড় ঘণ্টার পরীক্ষা। প্রশ্নপত্র তৈরি হয়ে গিয়েছে। তাই ১০টার জায়গায় ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের।


তথ্যসূত্র- 24 ঘন্টা

No comments:

Post a Comment