Sunday, March 10, 2019

লোকসভা নির্বাচন :২০১৯

নির্বাচন কমিশন জানিয়েছেন, পশ্চিম বঙ্গে মোট ৭ দফায় ভোট সংঘটিত হবে ꫰

১১ এপ্রিল :
প্রথম দফায় পশ্চিমবঙ্গের লোকসভা কেন্দ্রে ভোট হবে কোচবিহার ও আলিপুরদুয়ারে।


১৮ এপ্রিল :
দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে আসনে জলপাইগুড়ি, দার্জিলিং ও রায়গঞ্জে।


২৩ এপ্রিল :
তৃতীয় দফায় ভোট গ্রহণ হবে পাঁচটি আসনে। সেগুলি হল,- বালুরঘাট, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ।


২৯ এপ্রিল :
চতুর্থ দফায় আটটি আসনে ভোট হবে বাংলায়। সেগুলি হল,-বহরমপুর, কৃষ্ণনগর, রাণাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূম।


৬ মে:
পঞ্চম দফায় যে সাতটি আসনে ভোট নেওয়া হবে সেগুলি হল, বনগাঁ, বারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ।



১২ মে:
ষষ্ঠ দফায় বাংলার আরও আটটি আসনে ভোট হবে। ওই আসনগুলি হল, তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুর ও পুরুলিয়া।



১৯ মে:
সপ্তম ও শেষ দফায় পশ্চিমবঙ্গে ৯ টি আসনে ভোট নেওয়া হবে। ওই ৯ টি লোকসভা কেন্দ্র হল,---দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ডহারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তর।

ফল প্রকাশ: ২৩ শে মে

মিনহাজউদ্দিন মন্ডল:+917797243129

No comments:

Post a Comment