যারা লড়ে ধর্ম নিয়ে
বোঝে তারা 'ধর্ম' মানে ?
তাদের কাছে ধর্মটা কি
মানুষ মারা প্রাণে ?
ধর্ম নিয়ে ওরা কেন
করে এত বড়াই ?
কোন ধর্মে লেখা আছে
করতে হবে লড়াই ?
গীতা-বাইবেল অথবা কোরান
লেখা নেই কোনোখানে,
দেখলে মানুষ পর ধর্মের
মারতে হবে প্রাণে ।
সব ধর্মের মানুষেরই দেখি
শরীরের লাল রক্ত,
কেউ রহীমের, কেউবা রামের
অথবা যীশুর ভক্ত ।
সব ধর্মই শিক্ষা দেয়
মানুষকে ভালোবাসো,
মানবতার পেয়ালা নিয়ে
সবার দ্বারে আসো ।
ধন্যবাদ !! আমি মিনহাজউদ্দিন মন্ডল,, যারা ধর্মের নামে সমগ্র বিশ্বে হত্তালীলা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমার এই কবিতা "ধর্মের লড়াই".. ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না. ..
বোঝে তারা 'ধর্ম' মানে ?
তাদের কাছে ধর্মটা কি
মানুষ মারা প্রাণে ?
ধর্ম নিয়ে ওরা কেন
করে এত বড়াই ?
কোন ধর্মে লেখা আছে
করতে হবে লড়াই ?
গীতা-বাইবেল অথবা কোরান
লেখা নেই কোনোখানে,
দেখলে মানুষ পর ধর্মের
মারতে হবে প্রাণে ।
সব ধর্মের মানুষেরই দেখি
শরীরের লাল রক্ত,
কেউ রহীমের, কেউবা রামের
অথবা যীশুর ভক্ত ।
সব ধর্মই শিক্ষা দেয়
মানুষকে ভালোবাসো,
মানবতার পেয়ালা নিয়ে
সবার দ্বারে আসো ।
ধন্যবাদ !! আমি মিনহাজউদ্দিন মন্ডল,, যারা ধর্মের নামে সমগ্র বিশ্বে হত্তালীলা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমার এই কবিতা "ধর্মের লড়াই".. ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না. ..
No comments:
Post a Comment