১৪ই ফেব্রুয়ারি করি সবে
প্রেম নিবেদন,
এরসঙ্গে জড়িয়ে আছে
করুণ আবেদন।
হৃদয়হীন পাশবিক এক
রাজা ক্লোরিয়াস,
মহানন্দে মহাসুখে রোমে
করতো বসবাস।
রাজার নির্দেশ ছিল
করবে না কেউ বিয়ে,
অন্ধ মেয়ে হয়ে উঠে
ভ্যালেন্টাইনের প্রিয়ে।
অন্ধ মেয়ে ফিরে পেয়েছিল
তার সুন্দর দৃষ্টি,
প্রেম যে অনুপম স্বর্গীয়
মহান ঈশ্বরের সৃষ্টি।
রোমের মহান সাধু
চিরস্মরনীয় ভ্যালেন্টাইন,
গর্জে বলেছিলেন --বাতিল
কর কালাআইন।
ভ্যালেন্টাইন মানেন নি
নিষ্ঠুর রাজার আদেশ,
হাসিমুখে পেলেছিলেন
নির্দয় ফাঁসির নির্দেশ ।
মৃত্যুর আগে পাঠিয়েছিলেন
একটি গোলাপ ফুল ,
প্রিয়ার তাইতো প্রিয়তম চিনতে
হয়নি এতটুকু ভুল।
সেই হতে ভ্যালেন্টাইন ডে তে
চালু প্রেম নিবেদন,
প্রেমিক-প্রেমিকা গোলাপ দিয়ে
করে আত্মসমর্পণ।
No comments:
Post a Comment