Sunday, February 14, 2021

কবিতাঃ ভালোবাসার বিশেষ দিন //কলমে: মিনহাজউদ্দিন মন্ডল

     দিনপঞ্জীর পাতায় ১৪ই ফেব্রুয়ারি দিনে
     বিখ্যাত বিশ্বে--- প্রেম নিবেদন পালনে ।

     কেন এত আদিখ্যেতা --- বুঝতে পারি না
     অন্য দিন কি কেউ প্রেম নিবেদন করে না?

     প্রেমিক প্রেমিকাকে গোলাপ দিল সকালে
     সেই আবার অন্যজনের ফুল দেয় বিকেলে,

     রাতে ফুল পায় অন্য একজনা
     নতুন বন্ধু পেয়ে প্রথমা আনমনা।
    
     তবে এ প্রেমের মূল্য কোথা?
     হৃদয় যখন বলেনি হৃদয়ের কথা।

     অফুরান কাব্যকথা, অন্তরের যত ব্যথা
     সব নিয়ে যুগে যুগে কবিদের কবিতা।

     রাধা-কৃষ্ণ লাইলা-মজনু রোমিও-জুলিয়েট নানা
    এদের প্রকৃত ভালবাসার বিশেষ দিন ছিল না ।

     ম্যারী-পিয়েরে সেলিম- আনারকলি প্যারিস-হেলেনা
     ক্লিয়পেট্রা-অ্যান্টনি সাজাহান-মমতাজকে কেউ ভোলে না।

    প্রেম ছিল-আছে - থাকবে সে যে চিরন্তনী
    বিশ্ব সাহিত্যে উজ্জ্বল প্রেমিক-প্রেমিকার জীবনী।

    আসলেই নেই কোন মানুষ নিখাদ ভালবাসাহীন
    কাঙাল একটু ভালবাসার- অপেক্ষায় থাকে অন্তহীন। 

No comments:

Post a Comment