শিক্ষায় বিহার এগিয়ে চলেছে.......
বিহারের সাসারাম ষ্টেশনে প্রতিদিন প্রায় ১২০০ জন শিক্ষার্থী, না ট্রেন ধরতে নয়...... সম্পূর্ণ অন্য কারণে...👇👇👇
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরে প্রকাশ.... বিহারের সাসারাম জংশনে প্রতিদিনই বিকেলের দিকে দলে দলে ছাত্রকে দেখা যায় বইখাতা হাতে নিয়ে হাজিরা দিতে.... মূলত ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মেই ভিড় জমান তাঁরা... উদ্দেশ্য অতি মহৎ— "লেখাপড়া করা"...... 😊
রোহতাস জেলার দূর প্রান্ত থেকেও এখানে সমবেত হন ছাত্ররা... কারণ, এই দুই প্ল্যাটফর্মে চলে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং। ‘কুইজ’ নামে এক সংস্থা এই বিচিত্র কোচিংটি চালায়... ২০০২ সালে এই কোচিং গড়ে ওঠে। এবং আজ তার ছাত্র সংখ্যা ১২০০-রও বেশি..‼️
কিন্তু কেন সাসারাম জংশনকেই বেছে নিল পড়ুয়ারা? এর উত্তর খুবই সাধারণ। গোটা জেলায় এই রেল জংশনই একমাত্র জায়গা, যেখানে সারাদিন কারেন্ট যায় না। রোহতাস জেলার অগণিত গ্রাম আজও বিদ্যুৎ সংযোগবিহীন কিছু সমাজবিরোধীদের কারণে । অন্যত্রও বিদ্যুতের সরবরাহ বেশ গোলমেলে। তাই জেলার বিভিন্ন প্রান্ত থেকে কম্পিটিটিভ পরীক্ষার্থীরা সাড়া দিয়েছে ‘কুইজ’-এর আমন্ত্রণ।
কারেন্ট অ্যাফেয়ার্স, অঙ্ক, রিজনিং, ইংরেজি— সব কিছুর পাঠই চলে প্ল্যাটফর্মে বসে..‼️
No comments:
Post a Comment