রচনা: ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০
---- ---- --- --- --- --- ---
১৪ তারিখ জাতির কাছে
সবচেয়ে কালো দিন
অসভ্য সব ছেলে মেয়ে
বাঁজায় প্রেমের বীণ।
নিষিদ্ধ কাজ অবৈধ প্রেম
দেয় না বাধা কেউ
মানুষ রূপী পশু দেখে
কুকুর করে ঘেউ।
নদীর ধারে পার্কে বসে
আপত্তিকর কাজ
বাবার মায়ের চোখে পানি
মাথায় পড়ে বাজ।
মিষ্টি কথা মুখে হাসি
চলে অনেক ভাব
আসল কথা কেউ হাসে না
এটাই নাকি লাভ।
নারী হারায় নারীত্বটা
পুরুষ হারায় মান
সমাজ তাদের ঘৃণা করে
পুলিশ ধরায় কান।
প্রেমিকরা সব ১৪ তারিখ
থাকে দারুণ মুডে
সারাটা দিন পার্কে ঘোরে
খাওয়াটা ফাস্ট ফুডে।
ইচ্ছে মতো এ দিনে তে
ব্যায় করে সব টাকা।
প্রেমিকাকে করবে খুশি
হোকনা পকেট ফাঁকা।
ভেঁজাল প্রেমিক ব্যস্ত প্রেমে
কাটায় সারা দিন
প্রেমাকাকে দিতে থাকে
একেরপর এক গিফট।
ছ্যাকা খাওয়া প্রেমিকরা সব
এ দিন টাতে জ্বলে।
যখন দেখে কেও কাওকে
"আই লাভ ইউ" বলে।
প্রেমিকরা সব এমনি করে
ভ্যালেন্টাইন'স ডে তে
পাগল হয়ে বেড়ায় ঘুরে
ভালবাসা পেতে।
ভালোবাসায় ভুবন ভরুক
ভ্যালেন্টাইন ডে তে,
মানব কুলের জন্য মোদের
হৃদয় দেব পেতে।
হিংসা ভুলে মিষ্টি কথায়
ভরিয়ে দেব মন,
দুঃখ সবার ভুলিয়ে দিতে
মাতবো সারাক্ষন।
যুদ্ধ ভুলে উঠি সবাই
শান্তি নিয়ে মেতে,
ভালোবাসায় ভুবন ভরুক
ভ্যালেন্টাইন ডে তে।
বাহুডোরে বাঁধি এসো
শান্তি ছেয়ে যাক,
বিশ্ব জুড়ে সবার মনে
মধুর মিলন থাক।
আর কখনো দেইনা আঘাত
ভালোবাসা পেতে,
ভালোবাসায় ভুবন ভরুক
ভ্যালেন্টাইন ডে তে।
প্রেমিকরা সব ১৪ তারিখ
থাকে দারুণ মুডে
সারাটা দিন পার্কে ঘোরে
খাওয়াটা ফাস্ট ফুডে।
ইচ্ছে মতো এ দিনে তে
ব্যায় করে সব টাকা।
প্রেমিকাকে করবে খুশি
হোকনা পকেট ফাঁকা।
ভেঁজাল প্রেমিক ব্যস্ত প্রেমে
কাটায় সারা দিন
প্রেমাকাকে দিতে থাকে
একেরপর এক গিফট।
ছ্যাকা খাওয়া প্রেমিকরা সব
এ দিন টাতে জ্বলে।
যখন দেখে কেও কাওকে
"আই লাভ ইউ" বলে।
প্রেমিকরা সব এমনি করে
ভ্যালেন্টাইন'স ডে তে
পাগল হয়ে বেড়ায় ঘুরে
ভালবাসা পেতে।
ভালোবাসায় ভুবন ভরুক
ভ্যালেন্টাইন ডে তে,
মানব কুলের জন্য মোদের
হৃদয় দেব পেতে।
হিংসা ভুলে মিষ্টি কথায়
ভরিয়ে দেব মন,
দুঃখ সবার ভুলিয়ে দিতে
মাতবো সারাক্ষন।
যুদ্ধ ভুলে উঠি সবাই
শান্তি নিয়ে মেতে,
ভালোবাসায় ভুবন ভরুক
ভ্যালেন্টাইন ডে তে।
বাহুডোরে বাঁধি এসো
শান্তি ছেয়ে যাক,
বিশ্ব জুড়ে সবার মনে
মধুর মিলন থাক।
আর কখনো দেইনা আঘাত
ভালোবাসা পেতে,
ভালোবাসায় ভুবন ভরুক
ভ্যালেন্টাইন ডে তে।
বাজে কাজে দিবস পালন
কেউ হাসে না যে
এটাই নাকি মজার দিবস
No comments:
Post a Comment