আইডিয়াল ইংলিশ ইন্সটিটিউট (IDEAL ENGLISH INSTITUTE)
বিদায় সম্বর্ধনা-২০২০ (Farewell -2020)
অগ্রজ,,
তোমার বুকের মাঝে মন কেমন করা
হু হু বাতাস শুধু গান গায়
ফেলে আসা বসন্ত-বর্ষা-শরতের গান--
মেঘ হয়ে পরাগ ঝরায় স্মৃতি
না না চোখে হাত নয়!
সবই তোমার, তোমারই অখন্ড অধিকার!
এক বুকে যতখানি ধরে,
নিয়ে যাও--
শুধু ক্ষনিকের অবকাশে
জীবনের কোনো এক প্রান্তে বসে --
স্মরিয়া গনিয়া দেখো
কোনো কিছু ফেলে গেলে কি না !!
অনুজ
তারিখ : ০৬/০২/২০২০ (বৃহস্পতিবার) মিনহাজউদ্দিন মন্ডল
স্থান : সন্নিয়া (আইডিয়াল ইংলিশ ইন্সটিটিউট) এবং সকল ছাত্র-ছাত্রীবৃন্দ
বিদায়ী ছাত্র-ছাত্রীবৃন্দ
১. রাহান মোল্লা
২. সোনিয়া খাতুন
৩. সামিম ইরফান সর্দার
৪. সাহিন মন্ডল
৫. ইমরান হুসায়েন
৬. ফাইজ আহামেদ
৭. সুমনা পারভীন
৮. সুমানা পারভীন
৯. মনিদিপা মন্ডল
১০. সিমা মন্ডল
১১. সোহানা আক্তার
১২. রুপালী খাতুন
১৩. সুস্মিতা বৈদ্য
১৪. রিম্পা মন্ডল
১৫. সোহেলী নাসরিন
১৬. জান্নাতুন ফেরদৌস
১৭. স্নেহা বিশ্বাস, এবং
১৮. হাবিব তাহিরা
ছাত্রীরা
ছাত্ররা
পুরষ্কার দিচ্ছে সুমনা পারভীন
পুরষ্কার দিচ্ছে রুপালী খাতুন
পুরষ্কার দিচ্ছে রাহান মোল্লা
আজকের উপহার ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে আমার জন্য
আজকের উপহার আমার পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের জন্য
No comments:
Post a Comment