রক্ত দানে নাহি ভীতি
নাহি কোনো ভয়,
রক্ত দানে হতে পারে
মানবতার জয়।
একের রক্তে অন্যের জীবন
প্রাণ ফিরে পায়,
রক্ত দাতার সম্মান যেনো
অারো বেড়ে যায়।
সর্বশ্রেষ্ঠ মহৎ সেবা
স্বেচ্ছায় রক্তদান,
কয়েক ফোঁটা রক্ত পারে
বাঁচাতে হাজার প্রাণ।
রক্তদানে নাহি ঝুঁকি
নাহি দেহের ক্ষয়,
রক্তদানে হতে পারে
মানবতার জয়।
দেহের রক্ত দেহে থাকে
হয়না কভু শেষ,
রক্তদানে গড়ে ওঠে
প্রীতির পরিবেশ।
অাসুন সবাই নিয়মিত
রক্ত করি দান,
মহৎ সেবায় শামিল হয়ে
বাঁচাই হাজার প্রাণ।
রক্তদানে হয়না ক্ষতি
নেই তো কোন ভয়
বহু রুগীর হবে গতি
মরন করিব জয়।
মুমূর্ষু রোগী যদি থাকে
রক্ত দিয়ে যাবে,
তোমার দেওয়া রক্ত তাকে
জীবন দেখাবে।
মানব সেবা করা ভালো
জীবনের তরে,
হৃদয় থেকে মুছে যাবে
পাপগুলো ঝরে।
আসো মোদের রক্ত দিয়ে
একটি প্রাণকে বাঁচাই,
গরীব দুঃখীর জীবনটাকে
নতুন করে সাজাই।
রক্ত কেনার মতো যাদের
অর্থ কড়ি নাই,
আসুন তাদের স্বার্থে মোরা
রক্ত দিয়ে যাই।
তোমার আমার রক্ত দিয়ে
বাঁচতে পারেও সে,
রক্ত ছাড়া মৃত্যুর সাথে
লড়াই করছে যে।
তোমার রক্তে বাঁচতে পারে
অপর জনের প্রাণ,
তাইতো বলি আসুন সবাই
রক্ত করি দান।
শিরায় শিরায় রক্ত বহে
প্রভুর দেয়া দান,
অল্প দানে বাঁচে জীবন
কতো মূল্যবান।
কেটে গেলে শরীর থেকে
রক্তক্ষরণ হয়,
বেশি রক্ত ঝরলে পরে
থাকে মৃত্যু ভয়।
মৃত্যুর পরে থাকবে রক্ত
যদি করো দান,
তোমার রক্তে চলবে দেহ
রাখবে অবদান।
একই রক্তের গড়া দেহ
থাকি আকাশ তল,
অল্পদিনের দুনিয়াতেই
কেনো দেখাই বল।
সবাই আসুন রক্ত দিয়ে
বাঁচাই রোগীর প্রাণ,
মানবতার কল্যাণে আজ
করি জীবন দান।
No comments:
Post a Comment