Saturday, August 14, 2021

১৫ অগাস্ট ভারত ছাড়াও আরও পাঁচ দেশের স্বাধীনতা দিবস// সংগ্রহ: মিনহাজউদ্দিন মন্ডল

১৫ অগাস্ট দিনটি শুধু ভারতের নয়, বিশ্বের অন্য পাঁচটি দেশেরও স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। 

১৯৪৭ সালের ১৫ অগাস্ট ব্রিটিশদের দুশো বছরের পরাধীনতার অবসান ঘটিয়ে স্বাধীন হয়েছিল ভারত। প্রতি বছর এই দিনটি ভারতে স্বাধীনতা দিবস হিসেবে মহা সমারোহে উদযাপিত হয়ে আসছে। তবে ১৫ অগাস্ট দিনটি শুধু ভারতের নয়, বিশ্বের অন্য পাঁচটি দেশেরও স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। আগামী রবিবার ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস। ওই দিন আরও পাঁচটি দেশে উদযাপিত হবে স্বাধীনতা দিবস।

গণপ্রজাতন্ত্রী কঙ্গো, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, বাহরিন ও লিশটেনস্টেইন-এই পাঁচ দেশেরও স্বাধীনতা দিবস ১৫ অগাস্ট।


ওই দেশগুলি সম্পর্কে আরও কিছু তথ্য



বাহরিন


১৯৭১-এর ১৫ অগাস্ট ব্রিটিশ অধীনতা থেকে স্বাধীনতার ঘোষণা করেছিল বাহরিন। রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে বাহরিনের নাগরিকদের ভোটের পর স্বাধীনতা ঘোষণা করে বাহরিন। এরপর দুই পক্ষের মধ্যে বন্ধুত্বের সমঝোতা হয় এবং আগের সমঝোতার অবসান ঘটে। বাস্তবে ১৪ অগাস্ট স্বাধীনতা দিবস হলেও তা পালিত হয় ১৫ অগাস্ট।


উত্তর ও দক্ষিণ কোরিয়া


উত্তর ও দক্ষিণ কোরিয়া-উভয় দেশই ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস হিসেবে পালন করে। ১৯৪৫-এর ১৫ অগাস্ট কোরিয় উপদ্বীপে জাপানের ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে। ওই দিন জাপান আত্মসমর্পণ করেছিল। আর এর সঙ্গে সঙ্গেই অবসান ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের। ১৯৪৫-এর ১৫ অগাস্ট জাপানের আত্মসমর্পণের তিন বছর পর কোরিয়ার প্রথম স্বাধীন প্রশাসন গড়ে উঠেছিল।


গণপ্রজাতন্ত্রী কঙ্গো


গণপ্রজাতন্ত্রী কঙ্গোও তাদের স্বাধীনতা দিবস ১৫ অগাস্ট পালন করে। এই দিনটি কঙ্গোবাসীদের জাতীয় দিবস হিসেবে উদযাপিত হয়ে থাকে। ১৯৬০- ফরাসি অধীনতা থেকে পূর্ণ স্বাধীনতা পেয়েছিল কঙ্গো। এর আগে এই দেশ ৮০ বছর ফরাসি শাসনাধীন ছিল।


লিশটেনস্টেইন

বিশ্বের ষষ্ঠ ক্ষুদ্রতম দেশ লিশটেনস্টেইন। জার্মানির নিয়ন্ত্রণ থেকে মুক্তির দিন হিসেবে এই দেশ ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস পালন করে থাকে। ১৮৬৬ থেকে তে এই দিনটি এই দেশে স্বাধীনতা দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে।

No comments:

Post a Comment