Sunday, August 1, 2021

The Sick Rose by William Blake \\Text with Bengali meaning _ Minhajuddin Mondal //

The Sick Rose

William Blake (28 November 1757 – 12 August 1827)

 

William Blake (1757-1827) was a noted poet, painter and engraver. He is a famous figure of the English Romantic Movement. Blake’s poetry O marked by intense spiritual visions. Some of his famous work are Songs of Innocence, Songs of Experience, Marriage of Heaven and Hell.

বাংলা অনুবাদ – উইলিয়াম ব্লেক (1757-1827) একজন প্রখ্যাত কবি, চিত্রশিল্পী এবং খোদাইকার ছিলেন। তিনি ইংরেজি রোম্যান্টিক মুভমেন্টের বিখ্যাত ব্যক্তিত্ব তীব্র আধ্যাত্মিক দর্শন দ্বারা চিহ্নিত ব্লকের কবিতা। তাঁর বিখ্যাত কিছু কাজ হ’ল ইনোসেন্সের গান, অভিজ্ঞতার গান, স্বর্গ ও নরকের বিবাহ।


Summary - Blake wrote two sets of poems Songs of innocence and Songs Experience. The Sick Rose occur as parts of the song of experience. The poet mentions through the symbols of the rose and the worm, how intense experience preys upon unpolluted innocence.

বাংলা অনুবাদ – ব্লেক দু’টি সেট কবিতা লিখেছেন নির্দোষতার গান এবং গানের অভিজ্ঞতা। অসুস্থ গোলাপটি অভিজ্ঞতার গানের অংশ হিসাবে ঘটে। কবি গোলাপ এবং কৃমির প্রতীকগুলির মধ্য দিয়ে উল্লেখ করেছেন, কীভাবে নিবিড় অভিজ্ঞতা অনাবৃত নিরপরাধতার শিকার হয়।




Translation in Bengali - The Sick Rose
বঙ্গানুবাদ 

The Sick Rose Poem Bengali Meaning । By William Blake



The Sick Rose Bengali Meaning by Minhajuddin

O Rose thou art sick

হে গোলাপ তুমি অসুস্থ

The invisible worm

অদৃশ্য পোকামাকড়

That flies in the night,

রাত্রিতে উড়ে বেড়ায়,

In the howling storm

গর্জনশীল ঝড়ের মধ্যে

Has found out thy bed

তোমার বিছানা খুঁজে পেয়েছে

Of Crimson Joy:

গাঢ় লাল আনন্দের:

And his dark secret love

আর তার অন্ধকার গোপন প্রেম

Does thy life destroy.

তোমার জীবন ধ্বংস করে দেয়।


I hope this post will help you to understand the poem "The Sick Rose" easily in Bengali who are the students of Bengali Medium.

Ideal English Institute  July 09, 2022

 

No comments:

Post a Comment