Thursday, January 30, 2020

কবিতা: মায়ের শিক্ষা >>মিনহাজউদ্দিন মন্ডল

ছেলে-বেলায় মা'র আদেশ-
খেলতে কোথাও গেলে,
দূরে কোথাও যাস্'নি যেন-
জলদি ফিরবি খেলে।

করিসনা কিন্তু মারামারি-
কখনো কারো সনে,
বলে দিলাম এই কথাটি-
থাকে যেন মনে।

মিশবিনা কভু, দুষ্টুদের সনে
যদি ওরা ডাকে,
ময়-মুরব্বী সামনে পেলে-
সালাম দিস্ তাঁকে।

সন্ধ্যার আগেই ফিরবি বাড়ী
খুঁজতে যেন না'হয়,
কারো জিনিস ছানিস্'না যেন
কেউ কিছু না'কয়।

কারো গাছে উঠবিনা কভু-
বিচার'না আসে বাড়ী,
আসলে বিচার পড়বে পিঠে-
বেতের শত বাড়ি।

মা' ছিলেন নিরক্ষর তখন
তবু যেন মহাজ্ঞানী,
আমরা কী আজ সন্তানদের-
বুঝাই এতো খানি?

মা'র কাছেই শিক্ষা নেই-আজ
কী শিখবে সন্তানেরা?
তাই'তো আজ উঠতি কিশোর
যাচ্ছে হয়ে বেয়াড়া।

No comments:

Post a Comment