Thursday, January 30, 2020

কবিতা: মায়ের শিক্ষা >>মিনহাজউদ্দিন মন্ডল

ছেলে-বেলায় মা'র আদেশ-
খেলতে কোথাও গেলে,
দূরে কোথাও যাস্'নি যেন-
জলদি ফিরবি খেলে।

করিসনা কিন্তু মারামারি-
কখনো কারো সনে,
বলে দিলাম এই কথাটি-
থাকে যেন মনে।

মিশবিনা কভু, দুষ্টুদের সনে
যদি ওরা ডাকে,
ময়-মুরব্বী সামনে পেলে-
সালাম দিস্ তাঁকে।

সন্ধ্যার আগেই ফিরবি বাড়ী
খুঁজতে যেন না'হয়,
কারো জিনিস ছানিস্'না যেন
কেউ কিছু না'কয়।

কারো গাছে উঠবিনা কভু-
বিচার'না আসে বাড়ী,
আসলে বিচার পড়বে পিঠে-
বেতের শত বাড়ি।

মা' ছিলেন নিরক্ষর তখন
তবু যেন মহাজ্ঞানী,
আমরা কী আজ সন্তানদের-
বুঝাই এতো খানি?

মা'র কাছেই শিক্ষা নেই-আজ
কী শিখবে সন্তানেরা?
তাই'তো আজ উঠতি কিশোর
যাচ্ছে হয়ে বেয়াড়া।

কবিতা: সঠিক শিক্ষা>> মিনহাজউদ্দিন মন্ডল

মাতার শিক্ষা  পিতার শিক্ষা
শিক্ষা  গুরুজনের,
শিক্ষা নয়কো সহজ কথা
শিক্ষিত  হও মনের।

শিক্ষা গুরু শিখায় মোদের
পুথি শাস্ত্রের বুলি,
শিক্ষা পেলে বিধাতার মন্ত্রে
হৃদয় চোখ যাবে খুলি।

প্রভূর মন্ত্রে দীক্ষিত  লোক
হয়েছেন মহাজ্ঞানী,
অনুসরণ  করলে তাঁদের  পদাংক
হবো জ্ঞানীগুণী।

প্রকৃতি রাজ্য শিক্ষা  অনেক
রাখতে হবে চেতনা,
চিন্তাশীল  মনে অবলোকন করলে
বাড়বে মনের সাধনা।

বিজ্ঞানীর মনের বুলি
কুড়িয়েছি নুড়িকনা,
জ্ঞান  কী সহজ কথা
ভাব দেখরে মনা।

পাঠশালাতে শিখে সবাই
গর্ব করে বাজায় সানাই,
সঠিক শিক্ষা  পায়না কেন
ভাবেন বসে গুরু মশাই।

দুধের মধ্যে পড়লে  টক
হয়ে যায় দই,
সুশিক্ষা  না পেলে
পাকা ধানে মই।

ওহে আশরাফুল  মাখলুকাত!
শিক্ষার অর্থ মানবিকতা,
জ্ঞান  চক্ষু  খুললে তোমার
উন্নত  হবে মানসিকতা।

মানুষ মানুষের জন্য
অর্জন  করো এ মানবতা,
সুশিক্ষার পাল্লা  ভারী হবে
আসবে ভবে সফলতা।

Thursday, January 23, 2020

কবিতা: নেতাজী সুভাসচন্দ্র বসু >> মিনহাজউদ্দিন মন্ডল

জন্ম আছে,মৃত্যু তো নেই
অধ‍্যাসীন এই হৃদয় জুড়ে,
দেশের অবচ্ছেদক যারা
গাইবে কদম্ কদম্ সুরে!!

যখন অষ্টবজ্র ধারণ করে
ব্রিটিশরাজের ভিত নড়িয়ে
ওরাই তখন খামচে ধরে
খুশনাম তো নিলো কুড়িয়ে।

বশতাপন্ন-থালা সাজানোর-
জুগুপ্সা-অস্থির হৃদয় জুড়ে,
অনিশ্চিত সেই পথের পথিক
নোঙর পড়লো সিঙ্গাপুরে।

আজাদ হিন্দ্ কি নামই শুধু!
আভিধানিক আবেগ প্রয়োগ!
"দিল্লী চলো"আজকে শুধুই
পার্লামেন্টে আসন-আয়োগ।

বুকে হাত দিয়ে অনুভব শুধু
জানুয়ারি২৩আসে চিরকাল,
দিঙমন্ডলে রক্তাক্ত মেঘের
মহান্ দেশের সর্বনাশা কাল।


Monday, January 6, 2020

কবিতা: হায় দাবানল >> মিনহাজউদ্দিন মন্ডল


হায় দাবানল অষ্ট্রেলিয়ায় 
        জ্বলছে মানুষ প্রাণী,
নেভাতে পারছেনা আগুন
         যতই ঢালুক পানি।

৫০ কোটি প্রাণী মরলো
      এই আগুনে পুড়ে,
দু'মাস বেশী জ্বললো আগুন
          ছড়ায় বহু দূরে।

৬টির মধ্যে ৪টি রাজ্য
     দাবানল কবলে,
প্রার্থনা হয় আকাশ ভেঙে
    বৃষ্টি নামুক বলে।

৩৬ লাখ হেক্টর জমি
    পুড়ে হলো শেষ,
বেলজিয়ামের চেয়ে বড়
     যেন একটা দেশ।

অগ্নিদগ্ধ হয়ে মানুষ 
     মরলো ৩০ জন,
লোকালয়ে ছুটলো প্রাণী
    ভয়ার্ত সব মন।

অসহায় সব পশুগুলো
  জড়িয়ে ধরে লোক,
বোবা মুখে নেইকো ভাষা
   সবার মনে শোক।

এই দাবানল মোকাবেলায়
  চেষ্টায় আছে সরকার,
ভয়াবহ আগুন নেভাতে
আরো লোকের দরকার।

কবিতা: কাশেম সোলেমানি>> মিনহাজউদ্দিন মন্ডল


হে ইরানি কাশেম সোলেমানি
অকুতোভয় যোদ্ধা,
তুমি জ্ঞানী -ধার্মিক- গুণী
নায়ক এবং বোদ্ধা।

শোকে কাতর বুকে পাথর
বইছে চোখে জল,
জলের তোড়ে মুসলিম বিশ্বে
নামছে মাতম ঢল।

তুমি নির্ভীক ছিলে সৈনিক
দেশপ্রেমি ও মহান,
তবুও গেলো যে অকাতরে
শত্রুর গোলায় প্রাণ।

বাজিছে ঝংকার রণ হুংকার
কি জানি কি হয়,
তবে অপরাধীর সঠিক বিচার
হোক পরাজয় নিশ্চয়।

রক্ত-অন্যায়ের বদলা নিতে
ইরানি - মুসলিম লড়বে,
প্রয়োজনে প্রতিরোধ জবাব দিতে
একতার বন্ধন গড়বে।

মৃত্যু যখন দুয়ারে এসে
দিচ্ছে প্রবল হানা,
শুনবেনা আর কোন মুসলিম
ইয়াজিদের  মানা।

Wednesday, January 1, 2020

শুভ নববর্ষ ২০২০

নতুন স্বপ্ন ও নতুন আশা নিয়ে এল একটি নতুন বছর
অর্জন, ব্যার্থতা, সুখ, দুঃখ সবকিছু নিয়ে ইতিহাসের গর্ভে চলে গেল ২০১৯

ভুল-ত্রুটি ও ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে

আরও নতুন নতুন সাফল্য অর্জনের প্রয়াসী হওয়ার সংকল্প নিয়ে

নতুন বছর শুরু করার এই মুহূর্তে

আমি আমার সকল ছাত্র-ছাত্রী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, শিক্ষক-শিক্ষিকা এবং শুভানুধ্যায়ীদের সবাইকে শুভেচ্ছা জানাই।

সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন।

শুভ নববর্ষ ২০২০


IDEAL ENGLISH INSTITUTE এর পক্ষ থেকে মিনহাজউদ্দিন মন্ডল