Thursday, January 23, 2020

কবিতা: নেতাজী সুভাসচন্দ্র বসু >> মিনহাজউদ্দিন মন্ডল

জন্ম আছে,মৃত্যু তো নেই
অধ‍্যাসীন এই হৃদয় জুড়ে,
দেশের অবচ্ছেদক যারা
গাইবে কদম্ কদম্ সুরে!!

যখন অষ্টবজ্র ধারণ করে
ব্রিটিশরাজের ভিত নড়িয়ে
ওরাই তখন খামচে ধরে
খুশনাম তো নিলো কুড়িয়ে।

বশতাপন্ন-থালা সাজানোর-
জুগুপ্সা-অস্থির হৃদয় জুড়ে,
অনিশ্চিত সেই পথের পথিক
নোঙর পড়লো সিঙ্গাপুরে।

আজাদ হিন্দ্ কি নামই শুধু!
আভিধানিক আবেগ প্রয়োগ!
"দিল্লী চলো"আজকে শুধুই
পার্লামেন্টে আসন-আয়োগ।

বুকে হাত দিয়ে অনুভব শুধু
জানুয়ারি২৩আসে চিরকাল,
দিঙমন্ডলে রক্তাক্ত মেঘের
মহান্ দেশের সর্বনাশা কাল।


No comments:

Post a Comment