হায় দাবানল অষ্ট্রেলিয়ায়
জ্বলছে মানুষ প্রাণী,
নেভাতে পারছেনা আগুন
যতই ঢালুক পানি।
৫০ কোটি প্রাণী মরলো
এই আগুনে পুড়ে,
দু'মাস বেশী জ্বললো আগুন
ছড়ায় বহু দূরে।
৬টির মধ্যে ৪টি রাজ্য
দাবানল কবলে,
প্রার্থনা হয় আকাশ ভেঙে
বৃষ্টি নামুক বলে।
৩৬ লাখ হেক্টর জমি
পুড়ে হলো শেষ,
বেলজিয়ামের চেয়ে বড়
যেন একটা দেশ।
অগ্নিদগ্ধ হয়ে মানুষ
মরলো ৩০ জন,
লোকালয়ে ছুটলো প্রাণী
ভয়ার্ত সব মন।
অসহায় সব পশুগুলো
জড়িয়ে ধরে লোক,
বোবা মুখে নেইকো ভাষা
সবার মনে শোক।
এই দাবানল মোকাবেলায়
চেষ্টায় আছে সরকার,
ভয়াবহ আগুন নেভাতে
আরো লোকের দরকার।
No comments:
Post a Comment