Thursday, January 30, 2020

কবিতা: সঠিক শিক্ষা>> মিনহাজউদ্দিন মন্ডল

মাতার শিক্ষা  পিতার শিক্ষা
শিক্ষা  গুরুজনের,
শিক্ষা নয়কো সহজ কথা
শিক্ষিত  হও মনের।

শিক্ষা গুরু শিখায় মোদের
পুথি শাস্ত্রের বুলি,
শিক্ষা পেলে বিধাতার মন্ত্রে
হৃদয় চোখ যাবে খুলি।

প্রভূর মন্ত্রে দীক্ষিত  লোক
হয়েছেন মহাজ্ঞানী,
অনুসরণ  করলে তাঁদের  পদাংক
হবো জ্ঞানীগুণী।

প্রকৃতি রাজ্য শিক্ষা  অনেক
রাখতে হবে চেতনা,
চিন্তাশীল  মনে অবলোকন করলে
বাড়বে মনের সাধনা।

বিজ্ঞানীর মনের বুলি
কুড়িয়েছি নুড়িকনা,
জ্ঞান  কী সহজ কথা
ভাব দেখরে মনা।

পাঠশালাতে শিখে সবাই
গর্ব করে বাজায় সানাই,
সঠিক শিক্ষা  পায়না কেন
ভাবেন বসে গুরু মশাই।

দুধের মধ্যে পড়লে  টক
হয়ে যায় দই,
সুশিক্ষা  না পেলে
পাকা ধানে মই।

ওহে আশরাফুল  মাখলুকাত!
শিক্ষার অর্থ মানবিকতা,
জ্ঞান  চক্ষু  খুললে তোমার
উন্নত  হবে মানসিকতা।

মানুষ মানুষের জন্য
অর্জন  করো এ মানবতা,
সুশিক্ষার পাল্লা  ভারী হবে
আসবে ভবে সফলতা।

No comments:

Post a Comment