হে ইরানি কাশেম সোলেমানি
অকুতোভয় যোদ্ধা,
তুমি জ্ঞানী -ধার্মিক- গুণী
নায়ক এবং বোদ্ধা।
শোকে কাতর বুকে পাথর
বইছে চোখে জল,
জলের তোড়ে মুসলিম বিশ্বে
নামছে মাতম ঢল।
তুমি নির্ভীক ছিলে সৈনিক
দেশপ্রেমি ও মহান,
তবুও গেলো যে অকাতরে
শত্রুর গোলায় প্রাণ।
বাজিছে ঝংকার রণ হুংকার
কি জানি কি হয়,
তবে অপরাধীর সঠিক বিচার
হোক পরাজয় নিশ্চয়।
রক্ত-অন্যায়ের বদলা নিতে
ইরানি - মুসলিম লড়বে,
প্রয়োজনে প্রতিরোধ জবাব দিতে
একতার বন্ধন গড়বে।
মৃত্যু যখন দুয়ারে এসে
দিচ্ছে প্রবল হানা,
শুনবেনা আর কোন মুসলিম
ইয়াজিদের মানা।
No comments:
Post a Comment