Friday, March 27, 2020

কবিতা: ভারতীয় সেনাবাহিনী // মিনহাজউদ্দিন মন্ডল//

সেক্সপিয়রীয় সনেট
   ( অষ্টক ABAB CDCD 
           ষষ্টক  EFEFGG ছন্দে )
      তাং- ২৭/০৩/২০২০

সর্বদা জাতীয় স্বার্থে ভারতীয় এ সেনাবাহিনী
মুগ্ধ সাহসিকতার অবদানে চির নিবেদিত ।
আপন বীরত্বে আর কর্তব্যেই কতনা যামিনী
প্রতিহত করে তারা ভাস্করেই হয়েছে উদিত !
অম্লান অমিয় ধারা জাগরিত শোনিত যৌবনে
স্বদেশের প্রেরণায় সকলেরে করেছে মোহিত ,
অমলিন আত্মত্যাগ চূর্ণ অশনিসংকেত ক্ষণে 
এই ভারত ভূখণ্ডে সগৌরবে চির প্রশংসিত !

অবর্চণীয় দৃষ্টান্তে বীর-যোদ্ধা ভারতীয় সেনা 
নিপুন যুদ্ধকৌশলে এখন যে অনেক এগিয়ে ,
শত্রু দমনে যায় সেনাদের সফলতা চেনা --
তাই বিমান যুদ্ধেই আজ এই বিশ্বকে ছাড়িয়ে !
তবুও শান্তির বার্তা দিয়ে যাবো এই পৃথিবীতে 
সকল বিপর্যয়েই এ বীর যোদ্ধার সুখ্যাতিতে  !

কবিতা: লকডাউন //মিনহাজউদ্দিন মন্ডল//

বহুদিন ধরে লকডাউন এ
আছে আমার দেশ,
বন্ধ স্কুল-বন্ধ অফিস 
আতংকিত বেশ। 

রাস্তাঘাটে চলে না গাড়ী 
নাই যে মানুষজন, 
মনে হচ্ছে শোক দিবসের 
নিরব আয়োজন। 

কাছের বন্ধু কাছে আসে না
মেলাতে চাই না হাত,
করোনা যদি ছড়িয়ে পরে
উল্টে যাবে চাঁদ।

নিত্য প্রয়োজনীয় বাজার দেখি
মরিচের মত ঝাল, 
বাজারে মানুষ বেহুশ হবে
হাসপাতালে কাল।

করোনা শক্তির দিচ্ছে জানান 
কঠোর হচ্ছে আইনকানুন, 
 সচেতনতার কথা বলে
 নষ্ট আইনের গুণাগুণ। 

পরামর্শ দিন সঠিক সময়ে
সস্তা রাখুন বাজারঘাট, 
মাইকিং করুন অলিগলিতে 
ধর্মীয় গ্রন্থ করতে পাঠ।

কবিতা: করোণা ভাইরাস //মিনহাজউদ্দিন মন্ডল//

কেউ যায়না কারোর বাড়ি, 
করোনা মমরণঘাতী। 
ভয়ে আতঙ্কে বন্দী জীবন, 
কবে পাবো অব্যাহতি। 

স্কুল কলেজ অফিস যেনো, 
সব কিছুই বন্দ।
অনাহারী গরীব দুখীর আজ,
বেঁধেছে মনে দন্ধ।

কাজ কর্ম সব বন্দ করে, 
দিনমজুর ঘরে বসে।
যারা দিনান্তে দিন খায়,
যাবে কি উপবাসে। 

করোনা নাকি চিনের তৈরি, 
মরোণাস্ত্র ভাইরাস। 
গোটা বিশ্ব আজ বন্দী ঘরে, 
নেয়না মুক্ত নিশ্বাস। 

কেমন করে জীবন বাঁচে, 
এতিম অনাথ শিশুর। 
না খেয়ে যদি মারা যায়,
বড়ই বেদনা বিধুর। 

রক্ষা করো তুমি দয়াময়, 
ধরায় সকল মানুষ।
মানবতার পথে চলবে সবে,
হারাবে না আর হুশ।

করোনা তুমি যাওনা চলে,
মনেতে ভয় লাগে।
শুনি  আসছে নাকি পঙ্গপাল, 
যা আসেনি  আগে। 

এখন মহাসংকটে গোটা বিশ্ব,
কি জানি কি  হবে।
মানুষ যেন মুক্তির জন্য আজ,
চলে মানবতায় সবে।

কেমন জানি তোমার চলা,
হাছি কাশি গলা ব্যথা।
ছেলে হয়ে বাবার পাশেতে,
বলতে পারেনা কথা।

এমনি করে নিওনা কেড়ে,
আর কারোর জীবন। 
কত স্বপ্ন সবার মনে,
করোনা করো নিধন। 

করোনা একটা কথা বলো,
এলে কেন এই ভবে।
আমারা বেশি পাপ করেছি!
ধংশ করবে তবে।

কথা দিচ্ছি আমারা মানুষ,
মিলেমিশে থাকব সবে।
ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই,
যার ধর্ম সেই করবে। 

যাও তুমি এবার চলে যাও,
এই চৈত্রের খরতাপে।
সুখের নিশ্বাস নেব মোরা-
বাঁচব না অভিশাপে।

*করোনা ভাইরাস বিষয়ক জি.কে* (সংগ্রহ-মিনহাজউদ্দিন)

১) করোনা ভাইরাস সর্বপ্রথম কত সালে আবিষ্কৃত হয়েছিল? 
উত্তরঃ ১৯৬০ সালে।
২) করোনা ভাইরাস ১ম কোথায় আবিষ্কৃত হয়েছিল? 
উত্তরঃ মালেশিয়া। 
৩) Corona শব্দটি কোন ধরনের? 
উত্তরঃ লাতিন।
৪) করোনা শব্দের অর্থ কি? 
উত্তরঃ পুষ্পমাল্য বা পুষ্পমুকুট।
৫) সম্প্রতি কোথায় থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পরেছে? 
উত্তরঃ চীনের হুবেই প্রদেশের উহান থেকে।
৬) কত তারিখে উহানে ভাইরাস টি সনাক্ত করা হয়?
উত্তরঃ ৩১ শে ডিসেম্বর ২০১৯।
৭) এ পর্যন্ত কতটি দেশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে? 
উত্তরঃ ১৫৯ টি।
৮) করোনা ভাইরাসের নাম কি? 
উত্তরঃ কোভিড-১৯ ( Covid-19) যা নভেল করোনা ভাইরাস নামে পরিচিত। 
৯) এ পর্যন্ত করোনা ভাইরাসের কতটি টাইপ সনাক্ত হয়েছে?
উত্তরঃ ৭ টি।
১০) সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কোন কোন দেশ?
উত্তরঃ চীন এবং ইতালি। 
১১) কোন সংস্থা করোনা ভাইরাসকে প্যানডেমিক বা মহামারি হিসেবে ঘোষণা করেছে?
উত্তরঃ (WHO) World health organisation. 
১২) আজকে পর্যন্ত চীন ও ইতালিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা -
১০০০০০+,২৭৯৮০ এবং ৩০০০+,২১৫৮ জন।
১৩) কত তারিখে (Who) করোনা ভাইরাসকে প্যানডেমিক বা মহামারী হিসেবে ঘোষণা করেছে?
উত্তরঃ ১১ ই মার্চ ২০২০

#Copied Post# @minhajuddin@

Wednesday, March 25, 2020

*করোনার ভালো দিক* ! ✍মিনহাজউদ্দিন মন্ডল

সব খারাপেরই কিছু না কিছু ভালো দিক থাকে, চলুন এই খারাপ সময়ের মধ্যেও করোনা আক্রান্ত মানবসভ্যতার ভালো দিক গুলো দেখে নিই।।

👉বিজ্ঞানীরা বলছেন এই কদিনে বিভিন্ন জায়গায় আংশিক বা পূর্ণ লকডাউনে পরিবেশ দূষণের মাত্রা মাত্রাতিরিক্ত ভাবে কমেছে, আকাশের দৃশ্যমানতা বেড়েছে, মুম্বাইয়ের সমুদ্রের ধারে অনেক দিন পর আবার ডলফিন দেখা গেছে, পরিযায়ী পাখিরা আবার ফিরে আসছে, হিমবাহের বরফের গলন কমেছে। প্রকৃতি আবার একটু শ্বাস নিতে পারছে।

👉কর্মব্যস্ততা, বন্ধু বান্ধব, পার্টি এসবের জন্য যারা পরিবারের লোকজনকে সময় দিতে ভুলে যাচ্ছিল তারা বহু দিন পর একে অপরকে সময় দিতে পারছে।

👉বহুদিন পরে অনেকে আলমারির ধুলো ঘেটে তার নাপড়া বইটা বা ভালোলাগার গল্পগুলো নিয়ে পড়তে বসতে পারছে।

👉পারমাণবিক বোমা, মিগ বা রাফায়েল বিমান দিয়ে  যুদ্ধ যুদ্ধ খেলে মানুষের প্রাণ নেওয়া যে অনেক সোজা কাজ কিন্তু মানুষের প্রাণ বাঁচানো যে অনেক কঠিন কাজ সেটা আজ অনেক রাষ্ট্রনায়করাও বুঝতে পারছেন।

👉নানা আদর্শে অনুপ্রাণিত আত্মঘাতী জঙ্গি রাও আজ প্রাণ ভয়ে ডেরায় সেঁধিয়ে গেছে।

👉কাশ্মীর আজ সত্যিই শান্ত, কাশ্মীরের মানুষের আজ সেনাবাহিনী আর সরকারকেই দরকার।

👉নাগরিকত্বের প্রমাণ ছাড়াই আজ দেশজুড়ে লোকজন প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে নিজেদের নাগরিকত্বের কর্তব্য পালন করল, কোন সরকারী দপ্তর থেকে আজ তাদের নাগরিকত্বের প্রমাণ দিয়ে তারপর নাগরিকের দায়িত্ব পালন করতে গেজেট নোটিফিকেশন করেনি।

👉অনেক সংশোধনাগারের জেল বন্দীরা বাইরের মুক্ত মানুষদের জন্য লক্ষ লক্ষ মাস্ক তৈরী তে আজ ব্যস্ত।

👉ঈশ্বরাল্লাগডের ঠিকা নেওয়া ধর্মগুরুরা আজ নিজেদের মুখ লুকিয়েছে, পুরীর মন্দির, শ্রীনগরের হজরতবল দর্গা,মক্কা,মদিনা,রোমের ভ্যাটিকান আজ বন্ধ, আজ সবার সামনের সারিতে  চিকিৎসক, স্বাস্থ্যকর্মী,  বিজ্ঞানী,আর গবেষকেরা  |

👉সারাবছর প্ররোচনা জোগানো নেতারা আজ সেল্ফ কোয়ারান্টাইন্ড, প্রকৃত জননেতারা আজ মানুষের নেতৃত্বে।

 👉সো কল্ড ঘুষখোর ভূরিওয়ালা পুলিশ আজ পথে নেমে নিজের দায়িত্ব পালন করছে জীবনের পরোয়া না করে।

👉কেউ আর ডাক্তার মারার কথা বলছেনা, ডাক্তারের সুস্হতা কামনা করছে।

👉দেশে হঠাৎ করে চুরি ডাকাতি বন্ধ। খুন জখম  কোনো খবর নেই। 

👉নারীরা আজ অনেক বেশী সুরক্ষিত, ধর্ষন শূন্য আজ আমার দেশ।

👉যে মিনিমাম হাইজিনটা এতবছর কাউকে দিয়ে মানানো যায়নি সেটা আজ বেশীরভাগ লোকজন ই মানছে।

👉দুহাতে পয়সা অপচয় করা লোকজন আজ মিনিমাম জিনিস দিয়ে জীবনযাপন করেই খুশি।

👉বিলেতফেরত স্ট্যাটাস আজ গ্রামের বাড়ি থেকে ফিরলাম হয়ে যাচ্ছে।

👉জ্যোতিষীদের আজ বিপদের মোকাবিলায় স্টোন গছাতে দেখা যাচ্ছেনা।উল্টে তারা স্বাস্থ্য বিধি মানছেন।

👉দিদি মোদীর ছবি আজকাল একসঙ্গে দেখা যাচ্ছে। তারা এখন মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয়া মুখ্যমন্ত্রী। 

👉ঘৃনার বদলে ভালোবাসা রাজ করছে চারদিকে। জাতপাত বলে যেন কোনো বিদ্বেষ নেই।

মৃত্যুভয় ভীষন নিষ্ঠুর, জীবনের থেকে প্রিয় আর কিছু নেই। তাই আজ পৃথিবীটা খুব অচেনা লাগছে। কোভিড ১৯ পরবর্তী পৃথিবী এক নতুন পৃথিবী হবে এই যুদ্ধে জয়ী হওয়া মানুষদের জন্য।

সম্পুর্ণ পড়ার জন্য ধন্যবাদ।

Tuesday, March 24, 2020

করোনা ভাইরাস একটি চক্রান্ত* : মিনহাজউদ্দিন মন্ডল

*
www.ieinstitute.blogspot.com

বাদুড়িয়া, ২৫ শে মার্চ, ২০২০ :

চীনের বিরুদ্ধে আন্তর্জাতিক মামলা করবে ৮৫টি 
দেশ। বর্তমানে প্রায় ১৩৫টির বেশি দেশে করোনা 
ভাইরাস ছরিয়েছে। করোনা বাদুর কিংবা 
খাদ্যঅভ্যাস থেকে ছড়ায়নি, এটা চীনের জৈব 
রাসায়নিক অস্ত্র। চীনের রাসায়নিক ল্যাবরেটরি 
থেকে ইচ্ছা করে চীন সমগ্র পৃথিবীতে ছড়িয়েছে 
এই ভাইরাস, এমনি চীনের কাছে এর 
প্রতিষোধকও রয়েছে। বিষয়টি আন্তর্জাতিক 
অপরাধে মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক 
আইনের পরিপন্থী এবং বিশ্বব্যাপী গনহত্যা। জৈব 
রাসায়নিক অস্ত্রের নেতিবাচক ব্যাবহার হিসাবে 
চীনের বিরুদ্ধে মোট ৮৫টি দেশ মামলা করার 
ঘোষনা দিয়েছে।

সূত্র: রয়টার্স

চীন চাচ্ছে আগামী ২০৩০ সাল থেকে সারাবিশ্বে 
তারা নেতৃত্ব দেবে, সেজন্যই তারা জৈব রাসায়নিক 
অস্ত্র হিসাবে বিভিন্ন ভাইরাসের চাষ করে 
আসছিলো তাদের ল্যাবে। করোনা তার ভিতরে 
অন্যতম। চীন করোনা ভাইরাসের ধংশলীলার 
পরিক্ষা নিলো এবং পরিপূর্ণ ভাবে সফল হল। 
একমাত্র উত্তর কোরিয়া ছাড়া কোনো দেশই 
চীনদের ষড়যন্ত্র বুঝতে পারলো না।

উত্তর কোরিয়া আক্রন্ত ১১জনকে গুলি করে হত্যা 
করে দেশ করোনা মুক্ত রাখছে, এবং বিশেষ 
গবেষনা করে জানতে পারলো এটা খাদ্যঅভ্যাসের 
কারনে হয়নি তাই কিম জং উন প্রথমেই চীনের 
বিরুদ্ধে মামলার ঘোষনা দিয়েছে এরপর ৮৪টি 
দেশ তাদের সাথে যুক্ত হয়েছে। চীন খুব দ্রুত 
করোনা ভাইরাস থেকে মুক্তি পাচ্ছে। একের পর
এক অস্থায়ী হাসপাতাল বন্ধ করছে। উহানে নতুন 
করে মাত্র একজনের সংক্রমণ ঘটেছে। গোটা চিনে 
মাত্র ১৩ জন..বেশ অবাক লাগছে না ভাবতে?? 
মনে হচ্ছে না এটা কি ভাবে সম্ভব?? আর একটু 
অবাক হবেন এটা জানলে যে একের পর এক 
বিদেশী মিডিয়া ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক 
টাইমস, দা গার্ডিয়ান সহ আরো অনেক দেশের 
মিডিয়াকে দেশ থেকে বেড় করে দিচ্ছে
যাতে তারা চীনের কোনো খবরই না করতে পারে।

অন্যদিকে ইতালি, ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, ইরান 
ক্রমশঃ ভয়াবহ স্টেজে পৌঁছাচ্ছে। আমেরিকা, 
ইউরোপের স্টক মার্কেট ও ক্র্যাশ করে গেছে। বিশ্ব 
জুড়ে এক ভয়াবহ পরিস্থিতি। অথচ একটু চাইনিজ 
মিডিয়াগুলো ফলো করুন দেখবেন কি দারুন দৃশ্য। সবাই মাস্ক খুলে ফেলছে, একে অপরকে 
জড়িয়ে ধরছে, হিরোদের মতো ওয়েলকাম হচ্ছে 
সবার সাথে। বেশ অবাক লাগছে না দেখে??

এত বড়ো ক্রাইসিস অথচ এত ফাস্ট রিকভারি? 
শেয়ার মার্কেট থেকে কার্রেনসি ড্রপ কোনো 
কিছুতেই আঘাত লাগলো না। এতোই উন্নত ষোলো 
খানা হাসপাতাল রাতারাতি তৈরী হয়ে গেলো? 
আপনি বিশ্বাস করেন এসবের জন্য কোনো 
প্রিপারেশন ছিলো না তাদের কাছে?? ২০০০০০ করোনা ভাইরাস ইনফেক্টেড থেকে ০ ইনফেক্টেড। সব হাসপাতাল রাতারাতি উবে গেলো। সবাই 
আনন্দে মাতোয়ারা। প্রেসিডেন্ট কি সুন্দর মৌনব্রত 
পালন করলো, দারুন লাগছে না শুনতে??

পুরো যেন সিনেমার মতো সাজানো। সন্দেহ জাগে 
সবটা সত্যি সাজানো নয় তো? নিজের ঘর কিছুটা 
পুড়িয়ে বিশ্ব কে জ্বালিয়ে দেওয়ার চক্রান্ত নয় 
তো?? বিশ্বকে ভয়ানক বিপদের মুখে ঠেলে দিয়ে 
নিজে অধীশ্বর হবার চক্রান্ত নয় তো??

শুনেছিলাম লংকা পোড়াতে গিয়ে হনুমান নিজের 
ল্যাজে আগুন লাগিয়ে ছিলো। উহান হনুমানের 
ল্যাজের মতো ব্যবহার হলো না তো?? যদি চীনাদের লাইফ স্টাইল বা খাদ্যাভ্যাস দেখা যায় 
তাহলে বোঝা যায় খুব সহজেই যে তারা কতটা 
নিষ্ঠুর, কতটা হিংস্র তারা?

তারা পারে না এমন কোনো কাজ নেই। যদি সত্যিই 
বিশ্বের অধীশ্বর হবার জন্য এই ভাইরাসকে চীন 
হাতিয়ার করে থাকে তাহলে অবাক হবার কিছু 
থাকবে না। সত্যিটা হয়তো খুব তাড়াতাড়ি 
বেরোবে, কিন্তু তখন বিশ্বের মেরুদন্ড থাকবে তো 
চীনের সামনে দাঁড়ানোর জন্য??

এখনই উচিত গোটা বিশ্বের এক হওয়া, চীনকে 
বিশ্ব জুড়ে বয়কট করা। বিশ্বের সমস্ত দেশের 
আর্থিক ক্ষতির ক্ষতিপূরণ উসুল করার জন্য চীন 
কে অর্থনৈতিক অবরোধ এর আওতায় আনা।। 😓

ধন্যবাদ,,, শেয়ার, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না প্লিজ👏