বহুদিন ধরে লকডাউন এ
আছে আমার দেশ,
বন্ধ স্কুল-বন্ধ অফিস
আতংকিত বেশ।
রাস্তাঘাটে চলে না গাড়ী
নাই যে মানুষজন,
মনে হচ্ছে শোক দিবসের
নিরব আয়োজন।
কাছের বন্ধু কাছে আসে না
মেলাতে চাই না হাত,
করোনা যদি ছড়িয়ে পরে
উল্টে যাবে চাঁদ।
নিত্য প্রয়োজনীয় বাজার দেখি
মরিচের মত ঝাল,
বাজারে মানুষ বেহুশ হবে
হাসপাতালে কাল।
করোনা শক্তির দিচ্ছে জানান
কঠোর হচ্ছে আইনকানুন,
সচেতনতার কথা বলে
নষ্ট আইনের গুণাগুণ।
পরামর্শ দিন সঠিক সময়ে
সস্তা রাখুন বাজারঘাট,
মাইকিং করুন অলিগলিতে
ধর্মীয় গ্রন্থ করতে পাঠ।
No comments:
Post a Comment