সেক্সপিয়রীয় সনেট
( অষ্টক ABAB CDCD
ষষ্টক EFEFGG ছন্দে )
তাং- ২৭/০৩/২০২০
সর্বদা জাতীয় স্বার্থে ভারতীয় এ সেনাবাহিনী
মুগ্ধ সাহসিকতার অবদানে চির নিবেদিত ।
আপন বীরত্বে আর কর্তব্যেই কতনা যামিনী
প্রতিহত করে তারা ভাস্করেই হয়েছে উদিত !
অম্লান অমিয় ধারা জাগরিত শোনিত যৌবনে
স্বদেশের প্রেরণায় সকলেরে করেছে মোহিত ,
অমলিন আত্মত্যাগ চূর্ণ অশনিসংকেত ক্ষণে
এই ভারত ভূখণ্ডে সগৌরবে চির প্রশংসিত !
অবর্চণীয় দৃষ্টান্তে বীর-যোদ্ধা ভারতীয় সেনা
নিপুন যুদ্ধকৌশলে এখন যে অনেক এগিয়ে ,
শত্রু দমনে যায় সেনাদের সফলতা চেনা --
তাই বিমান যুদ্ধেই আজ এই বিশ্বকে ছাড়িয়ে !
তবুও শান্তির বার্তা দিয়ে যাবো এই পৃথিবীতে
সকল বিপর্যয়েই এ বীর যোদ্ধার সুখ্যাতিতে !
No comments:
Post a Comment