Friday, March 27, 2020

*করোনা ভাইরাস বিষয়ক জি.কে* (সংগ্রহ-মিনহাজউদ্দিন)

১) করোনা ভাইরাস সর্বপ্রথম কত সালে আবিষ্কৃত হয়েছিল? 
উত্তরঃ ১৯৬০ সালে।
২) করোনা ভাইরাস ১ম কোথায় আবিষ্কৃত হয়েছিল? 
উত্তরঃ মালেশিয়া। 
৩) Corona শব্দটি কোন ধরনের? 
উত্তরঃ লাতিন।
৪) করোনা শব্দের অর্থ কি? 
উত্তরঃ পুষ্পমাল্য বা পুষ্পমুকুট।
৫) সম্প্রতি কোথায় থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পরেছে? 
উত্তরঃ চীনের হুবেই প্রদেশের উহান থেকে।
৬) কত তারিখে উহানে ভাইরাস টি সনাক্ত করা হয়?
উত্তরঃ ৩১ শে ডিসেম্বর ২০১৯।
৭) এ পর্যন্ত কতটি দেশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে? 
উত্তরঃ ১৫৯ টি।
৮) করোনা ভাইরাসের নাম কি? 
উত্তরঃ কোভিড-১৯ ( Covid-19) যা নভেল করোনা ভাইরাস নামে পরিচিত। 
৯) এ পর্যন্ত করোনা ভাইরাসের কতটি টাইপ সনাক্ত হয়েছে?
উত্তরঃ ৭ টি।
১০) সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কোন কোন দেশ?
উত্তরঃ চীন এবং ইতালি। 
১১) কোন সংস্থা করোনা ভাইরাসকে প্যানডেমিক বা মহামারি হিসেবে ঘোষণা করেছে?
উত্তরঃ (WHO) World health organisation. 
১২) আজকে পর্যন্ত চীন ও ইতালিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা -
১০০০০০+,২৭৯৮০ এবং ৩০০০+,২১৫৮ জন।
১৩) কত তারিখে (Who) করোনা ভাইরাসকে প্যানডেমিক বা মহামারী হিসেবে ঘোষণা করেছে?
উত্তরঃ ১১ ই মার্চ ২০২০

#Copied Post# @minhajuddin@

No comments:

Post a Comment