সব খারাপেরই কিছু না কিছু ভালো দিক থাকে, চলুন এই খারাপ সময়ের মধ্যেও করোনা আক্রান্ত মানবসভ্যতার ভালো দিক গুলো দেখে নিই।।
👉বিজ্ঞানীরা বলছেন এই কদিনে বিভিন্ন জায়গায় আংশিক বা পূর্ণ লকডাউনে পরিবেশ দূষণের মাত্রা মাত্রাতিরিক্ত ভাবে কমেছে, আকাশের দৃশ্যমানতা বেড়েছে, মুম্বাইয়ের সমুদ্রের ধারে অনেক দিন পর আবার ডলফিন দেখা গেছে, পরিযায়ী পাখিরা আবার ফিরে আসছে, হিমবাহের বরফের গলন কমেছে। প্রকৃতি আবার একটু শ্বাস নিতে পারছে।
👉কর্মব্যস্ততা, বন্ধু বান্ধব, পার্টি এসবের জন্য যারা পরিবারের লোকজনকে সময় দিতে ভুলে যাচ্ছিল তারা বহু দিন পর একে অপরকে সময় দিতে পারছে।
👉বহুদিন পরে অনেকে আলমারির ধুলো ঘেটে তার নাপড়া বইটা বা ভালোলাগার গল্পগুলো নিয়ে পড়তে বসতে পারছে।
👉পারমাণবিক বোমা, মিগ বা রাফায়েল বিমান দিয়ে যুদ্ধ যুদ্ধ খেলে মানুষের প্রাণ নেওয়া যে অনেক সোজা কাজ কিন্তু মানুষের প্রাণ বাঁচানো যে অনেক কঠিন কাজ সেটা আজ অনেক রাষ্ট্রনায়করাও বুঝতে পারছেন।
👉নানা আদর্শে অনুপ্রাণিত আত্মঘাতী জঙ্গি রাও আজ প্রাণ ভয়ে ডেরায় সেঁধিয়ে গেছে।
👉কাশ্মীর আজ সত্যিই শান্ত, কাশ্মীরের মানুষের আজ সেনাবাহিনী আর সরকারকেই দরকার।
👉নাগরিকত্বের প্রমাণ ছাড়াই আজ দেশজুড়ে লোকজন প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে নিজেদের নাগরিকত্বের কর্তব্য পালন করল, কোন সরকারী দপ্তর থেকে আজ তাদের নাগরিকত্বের প্রমাণ দিয়ে তারপর নাগরিকের দায়িত্ব পালন করতে গেজেট নোটিফিকেশন করেনি।
👉অনেক সংশোধনাগারের জেল বন্দীরা বাইরের মুক্ত মানুষদের জন্য লক্ষ লক্ষ মাস্ক তৈরী তে আজ ব্যস্ত।
👉ঈশ্বরাল্লাগডের ঠিকা নেওয়া ধর্মগুরুরা আজ নিজেদের মুখ লুকিয়েছে, পুরীর মন্দির, শ্রীনগরের হজরতবল দর্গা,মক্কা,মদিনা,রোমের ভ্যাটিকান আজ বন্ধ, আজ সবার সামনের সারিতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিজ্ঞানী,আর গবেষকেরা |
👉সারাবছর প্ররোচনা জোগানো নেতারা আজ সেল্ফ কোয়ারান্টাইন্ড, প্রকৃত জননেতারা আজ মানুষের নেতৃত্বে।
👉সো কল্ড ঘুষখোর ভূরিওয়ালা পুলিশ আজ পথে নেমে নিজের দায়িত্ব পালন করছে জীবনের পরোয়া না করে।
👉কেউ আর ডাক্তার মারার কথা বলছেনা, ডাক্তারের সুস্হতা কামনা করছে।
👉দেশে হঠাৎ করে চুরি ডাকাতি বন্ধ। খুন জখম কোনো খবর নেই।
👉নারীরা আজ অনেক বেশী সুরক্ষিত, ধর্ষন শূন্য আজ আমার দেশ।
👉যে মিনিমাম হাইজিনটা এতবছর কাউকে দিয়ে মানানো যায়নি সেটা আজ বেশীরভাগ লোকজন ই মানছে।
👉দুহাতে পয়সা অপচয় করা লোকজন আজ মিনিমাম জিনিস দিয়ে জীবনযাপন করেই খুশি।
👉বিলেতফেরত স্ট্যাটাস আজ গ্রামের বাড়ি থেকে ফিরলাম হয়ে যাচ্ছে।
👉জ্যোতিষীদের আজ বিপদের মোকাবিলায় স্টোন গছাতে দেখা যাচ্ছেনা।উল্টে তারা স্বাস্থ্য বিধি মানছেন।
👉দিদি মোদীর ছবি আজকাল একসঙ্গে দেখা যাচ্ছে। তারা এখন মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয়া মুখ্যমন্ত্রী।
👉ঘৃনার বদলে ভালোবাসা রাজ করছে চারদিকে। জাতপাত বলে যেন কোনো বিদ্বেষ নেই।
মৃত্যুভয় ভীষন নিষ্ঠুর, জীবনের থেকে প্রিয় আর কিছু নেই। তাই আজ পৃথিবীটা খুব অচেনা লাগছে। কোভিড ১৯ পরবর্তী পৃথিবী এক নতুন পৃথিবী হবে এই যুদ্ধে জয়ী হওয়া মানুষদের জন্য।
সম্পুর্ণ পড়ার জন্য ধন্যবাদ।
Osombhob sundar laglo.....
ReplyDeleteKhuv sundor laglo...?
ReplyDelete