Friday, March 27, 2020

কবিতা: করোণা ভাইরাস //মিনহাজউদ্দিন মন্ডল//

কেউ যায়না কারোর বাড়ি, 
করোনা মমরণঘাতী। 
ভয়ে আতঙ্কে বন্দী জীবন, 
কবে পাবো অব্যাহতি। 

স্কুল কলেজ অফিস যেনো, 
সব কিছুই বন্দ।
অনাহারী গরীব দুখীর আজ,
বেঁধেছে মনে দন্ধ।

কাজ কর্ম সব বন্দ করে, 
দিনমজুর ঘরে বসে।
যারা দিনান্তে দিন খায়,
যাবে কি উপবাসে। 

করোনা নাকি চিনের তৈরি, 
মরোণাস্ত্র ভাইরাস। 
গোটা বিশ্ব আজ বন্দী ঘরে, 
নেয়না মুক্ত নিশ্বাস। 

কেমন করে জীবন বাঁচে, 
এতিম অনাথ শিশুর। 
না খেয়ে যদি মারা যায়,
বড়ই বেদনা বিধুর। 

রক্ষা করো তুমি দয়াময়, 
ধরায় সকল মানুষ।
মানবতার পথে চলবে সবে,
হারাবে না আর হুশ।

করোনা তুমি যাওনা চলে,
মনেতে ভয় লাগে।
শুনি  আসছে নাকি পঙ্গপাল, 
যা আসেনি  আগে। 

এখন মহাসংকটে গোটা বিশ্ব,
কি জানি কি  হবে।
মানুষ যেন মুক্তির জন্য আজ,
চলে মানবতায় সবে।

কেমন জানি তোমার চলা,
হাছি কাশি গলা ব্যথা।
ছেলে হয়ে বাবার পাশেতে,
বলতে পারেনা কথা।

এমনি করে নিওনা কেড়ে,
আর কারোর জীবন। 
কত স্বপ্ন সবার মনে,
করোনা করো নিধন। 

করোনা একটা কথা বলো,
এলে কেন এই ভবে।
আমারা বেশি পাপ করেছি!
ধংশ করবে তবে।

কথা দিচ্ছি আমারা মানুষ,
মিলেমিশে থাকব সবে।
ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই,
যার ধর্ম সেই করবে। 

যাও তুমি এবার চলে যাও,
এই চৈত্রের খরতাপে।
সুখের নিশ্বাস নেব মোরা-
বাঁচব না অভিশাপে।

No comments:

Post a Comment