Thursday, December 31, 2020

কবিতা: শান্তির আহ্বায়ক/ /মিনহাজউদ্দিন মন্ডল

বিভাগ -কবিতা 
   #শান্তির আহ্বায়ক#
      #মিনহাজউদ্দিন মন্ডল# 
          #(৩১.১২.২০২০)#

সব্বাইকে Happy New Year. Welcome-2021.

   শান্তির আহ্বায়ক

দিনে দিনে শেষ যে হলো
            বছর বিদায় আলো,
সুখে দুঃখে বছর ভরা
            সাদা মনে কালো ।

ভালো মন্দ দুই-ই ছিল
            দু'হাজার যে বিশ,
নতুন বছর একুশের পালা
            শক্তি যোগায় ঐশীশ ।

সবার মনে হাসি ভরা
            নয়নের যে মনি,
নতুন দিনে নতুন রেখা
            আশা তুলে ধ্বনী ।

পুরানো কে বিদায় দিয়ে
                নতুন করে বরণ,
আশা ভরা খুশীর আলো
                করে নতুন স্মরণ ।

 নতুন বছর এলো  আবার 
            খুশির ডালা নিয়ে, 
 আনন্দেতে মাতলো সবাই 
              দুঃখ ভুলে গিয়ে। 

মায়ের  কোলে  হাসবে  শিশু 
              ঘুঁচবে  আঁধার  রাতি, 
 নতুন বছর  জ্বালবে মনে 
             হাজার আশার  বাতি। 

যা পারিনি পারবো এবার
       করবো এবার আদায়
পাপ মুছে দিলাম দেখো ভাই
       দিলাম তারে বিদায় ।

সব মনে নেই বছর ভরা
        কত দুঃখ ব‍্যাথা;
আনন্দ তো নিমিত্ত মাত্র
        শুধু কথার কথা।

ছেলের হাতে মুয়ো দিয়ে
         রাখতো শুধু ভুলিয়ে;
আদায় করতো জন সমর্থন
         কেলোর কীর্তি চালিয়ে।

উন্নয়নের নাম শুনেছি শুধু
       বছরভর তা দেখিনি!
যা দেখলাম অবাক হয়েছি
      অভিযোগ স্বীকার করেনি।

করোনা তে লক্ষ মানুষ 
     কত মা কেঁদেছে;
আমফান ও চুপছিল না
    অনেক ঘর উজাড় করেছে। 

NRC তে ঘরছাড়া
      ১৯লক্ষ আসাম বাসী;
১৯-,এর চরম সাফল্য-এ
      CAA আর NRC  । 

নতুন বছর নতুন ভাবে 
             মোদের  যেন  গড়ে 
প্রীতির দানে  মিলবো  সবাই 
            হিংসা  যাবে হেরে। 

বাঙালির বিশ্বজয় নোবেলে
          গর্ব অভিজিৎ বিনায়ক;
স্বাগতম স্বাগতম ২০২১
       হোক শান্তির আহ্বায়ক।
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

Saturday, November 21, 2020

Correct Form of the Verb //✍Minhajuddin Mondal

1. Lest দ্বারা দুটি clause যুক্ত থাকলে lest-এর পরবর্তী subject-এর সঙ্গে auxiliary verb ‘should’/‘might’ বসে।

যেমন: Read attentively lest you (fail) in the examination.
Ans.: Read attentively lest you should fail in the examination.

Walk fast lest you (be) late in your class.
Ans.: Walk fast lest you might be late in your class.

Minhajuddin Mondal
📱+917797243129
Ideal English Institute

2. Would that দ্বারা sentence শুরু হলে subject-এর পরে could বসে এবং মূল verb-এর Present form হয়। 

যেমন: Would that I (be) a bird! 
Ans.: Would that I could be a bird!

Would that I (visit) Cox’s Bazar .
Ans.: Would that I could visit Cox’s Bazar.

Minhajuddin Mondal
📱+917797243129
Ideal English Institute

3. সাধারণত each, one of, every, either, neither ইত্যাদি দ্বারা কোনো subject গঠিত হলে সেটি third person singular number হয়। তাই এদের পরের verbটিও singular number হয়। 

যেমন: Each boy (come) here. 
Ans.: Each boy comes here.

Everybody (wish) to be happy. 
Ans.: Everybody wishes to be happy.

Minhajuddin Mondal
📱+917797243129
Ideal English Institute

4. Adjective-এর আগে the বসলে subjectটি plural হয় এবং তদনুযায়ী verb বসে।

যেমন: The virtuous (to be) blessed.
Ans.: The virtuous are blessed.

The poor (live) from hand to mouth.
Ans.: The poor live from hand to mouth.

Minhajuddin Mondal
📱+917797243129
Ideal English Institute

5. Titles, names, phrase of measurement দেখতে plural হলেও singular verb হয়।

যেমন: Thirty miles (to be) a long way.
Ans.: Thirty miles is a long way.

Star Wars (to be) an excellent movie.
Ans.: Star Wars is an excellent movie.

Eight hours (to be) a long time to work.
Ans.: Eight hours is a long time to work.

Minhajuddin Mondal
📱+917797243129
Ideal English Institute

6. কোনো sentence ‘It’ দ্বারা শুরু হলে পরবর্তী verb singular হয়।

যেমন: It (to be) difficult to do.
Ans.: It is difficult to do.

It (to be) you who have done this.
Ans.: It is you who have done this.

Minhajuddin Mondal
📱+917797243129
Ideal English Institute

7. কোনো sentence যদি introductory there দ্বারা শুরু হয় এবং তারপর singular number থাকে, there-এর singular verb হয়। আর যদি there-এর পরে plural number থাকে তবে plural verb হয়।

যেমন: There (to be) a big river beside our village.
Ans.: There was a big river beside our village.

There (to be) a lot of work left for us.
Ans.: There were a lot of work left for us.

Minhajuddin Mondal
📱+917797243129
Ideal English Institute

8. Let, had better, had rather, would better, would rather ইত্যাদি থাকলে present form বসে।

যেমন: I would rather die than (beg) .
Ans.: I would rather die than beg.

Would you let me (go) there?
Ans.: Would you let me go there?

Minhajuddin Mondal
📱+917797243129
Ideal English Institute


9. If যুক্ত clause-এর প্রথম অংশ Present indefinite tense হলে পরের অংশ Future indefinite হয়, অর্থাৎ structureটি হয় ‘If + Present + Future’.

যেমন: If you work hard, you (prosper) in life.
Ans.: If you work hard, you will prosper in life.

If he reads more he (pass) in the examination.
Ans.: If he reads more, he will pass in the examination.

Minhajuddin Mondal
📱+917797243129
Ideal English Institute

10. If-যুক্ত clause-এর প্রথম অংশ Indefinite tense হলে পরের অংশে subject-এর পরে would/could/might বসে এবং verb-এর Present form হয়। অর্থাৎ, structureটি হয় ‘If + Past indefinite’—(Subject + would/could/might + verb-এর Present form)

যেমন: If he agreed, I (give) the money.
Ans.: If he agreed, I would give the money.

If you studied, you (get) a good result.
Ans.: If you studied, you would get a good result.

If they tried, they (succeed).
Ans.: If they tried, they would succeed.

Minhajuddin Mondal
📱+917797243129
Ideal English Institute


11. If-যুক্ত clause-এর প্রথম অংশ Past perfect tense হলে পরের অংশে subject-এর পরে would have/could have/might have বসে এবং verb-এর Past participle form হয়।

যেমন: If you had finished it sincerely, you (get) a profit. 
Ans.: If you had finished it sincerely, you would have got a profit.

If I had possessed vast wealth, I (help) the poor people.
Ans.: If I had possessed vast wealth, I would have helped the poor people.

Minhajuddin Mondal
📱+917797243129
Ideal English Institute

12. To ব্যাতিত preposition-এর পরের verb-এর সঙ্গে ing যুক্ত হয়।

যেমন: He is now engaged in (read).
Ans.: He is now engaged in reading.

One can gather knowledge by (travel).
Ans.: One can gather knowledge by traveling.

Minhajuddin Mondal
📱+917797243129
Ideal English Institute


13. Can not help, could not help, look forward to, with a view to, get used to, mind ইত্যাদির পরে verb-এর সঙ্গে ing যুক্ত হয়।

যেমন: He came to Dhaka with a view to (find) a job.
Ans.: He came to Dhaka with a view to finding a job.

I cannot help (laugh).
Ans.: I cannot help laughing.

Minhajuddin Mondal
📱+917797243129
Ideal English Institute

14. কোনো sentence-এর শুরুতে subject-এর স্থানে verb থাকলে verb-এর সঙ্গে ing যোগ হয়।

যেমন: (To swim) is a good exercise.
Ans.: Swimming is a good exercise.

(To speak) is an art.
Ans.: Speaking is an art.

Minhajuddin Mondal
📱+917797243129
Ideal English Institute

15. If-যুক্ত clause-এর প্রথমটিতে subject-এর পর were থাকলে দ্বিতীয় অংশে subject-এর পরে would/could/ might বসে এবং verb-এর Present from বসে। আবার, would have/could have/would have-ও বসতে পারে। সে ক্ষেত্রে verb-এর Past participle form বসে

যেমন: If I were an artist, I (draw) a nice picture.
Ans: If I were a artist, I would draw a nice picture.

If I were a billionaire, I (establish) a hospital for the poor.
Ans.: If I were a billionaire, I would establish a hospital for the poor.

Minhajuddin Mondal
📱+917797243129
Ideal English Institute

16. Had-এর পরে subject এবং verb-এর Past participle থাকলে পরবর্তী clause-এর subject-এর পরে would have/could have/might have + verb-এর Past participle form বসে।

যেমন: Had I been a teacher, I (talk) the real story to my students.
Ans.: Had I been a teacher, I would have talked the real story to my students.

Minhajuddin Mondal
📱+917797243129
Ideal English Institute


17. Verb ‘to be’-বিহীন sentence-কে negative বা interrogative করতে হলে tense ও subject-এর number ও person অনুসারে do, does, did ব্যবহার করতে হবে।

যেমন: We not (play) Ha-du-du.
Ans.: We do not play Ha-du-du.

She not (play) football.
Ans.: She does not play football.

Minhajuddin Mondal
📱+917797243129
Ideal English Institute

18. সাধারণত preposition—on, in of, for, from, by, after at, beyond, upon, against, with, without, before ইত্যাদি—এর পরে verb-এর সঙ্গে ing যোগ হয়।

Rina is busy in (do) her homework.
Ans.: Rina is busy in doing her homework.

Keep on (try) hard.
Ans.: Keep on trying hard.

Minhajuddin Mondal
📱+917797243129
Ideal English Institute

19. Interrogative sentence যদি who, what, why, which, when, where, whose, how ইত্যাদি question word দ্বারা শুরু হয়, তাহলে subject-এর আগে tense ও person অনুযায়ী auxiliary verb ব্যবহার করতে হবে।

Why he (look) so happy?
Ans.: Why does he look so happy?

When father (come)?
Ans.: When will father come?

Minhajuddin Mondal
📱+917797243129
Ideal English Institute

20. সাধারণত নিচে লিখিত verb-গুলোর পরে gerund বসে। যেমন: admit, enjoy, report, appreciate, finish, recent, avoid, mind, resist, miss, resume, consider, postpone, risk, delay, practice, suggest, escape, imagine, save, recall, prevent, propose, stop, deny, quit ইত্যাদি।

We enjoy (watch) TV.
Ans.: We enjoy watching TV.

I have finished (writing).
Ans.: I have finished writing.

Minhajuddin Mondal
📱+917797243129
Ideal English Institute



এ ছাড়াও যেগুলি ভীষণ ভাবে মনে রাখতে হবে ✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍


1. Present Indefinite Tense এর subject যদি third person singular number হয় তাহলে verb এর শেষে s, es যোগ হবে। কিন্তু অন্য কোন tense এর ক্ষেত্রে হবে না।
  • He eats rice.
  • He plays football.
Present Indefinite Tense এর subject যদি plural number হয় তাহলে verb এর শেষে s/es যোগ হবে না।
  • They play football.
  • They eat rice.
2. Present Indefinite Tense এর subject, third person singular number হলেও সেটি যদি negative sentence হয় তাহলে does not ব্যবহৃত হবে। তখন verb এর শেষে s/es যোগ হবেনা।
  • He does not go to school.
  • Ashish does not eat rice.
3. Past tense or future tense হলে verb এর শেষে s/es যোগ হবে না। তখন সেই tense এর structure অনুযায়ী verb বসবে।
  • He went to school.
  • He will go to school.
Minhajuddin Mondal
📱+917797243129
Ideal English Institute

4. Modal Auxiliary verb (যেমন: can, could, may, might, shall, should, will, would, ought to, need, dare, have to, must etc.) এর পরে verb এর present form বসে এবং verb এর সাথে কোন কিছু যোগ হয় না।
  • He can do the work.
  • shall go to the school.
  • You must come home.
  • He should study hard.
5. বাক্যটি যদি universal truth (চিরন্তন সত্য) হয়, habitual fact (অভ্যাসগত কাজ) বোঝায় তাহলে present indefinite tense হবে।
  • The sun rises in the east.
  • Ice floats on water.
Minhajuddin Mondal
📱+917797243129
Ideal English Institute

6. Sentence টি passive voice হলে এবং modal auxiliary verb (can, could, may, might, shall, should, will, would, ought to, need, dare, have to, must etc.) এর পরে be + past participle form of verb বসে।
  • It can be done by you.
  • All the fruits could be taken.
7. Had, rather, let, would better, had better, need not, do not, does not, did not, did never, ইত্যাদি এর পর present form of verb বসে।
  • let them use my shoes.
  • I had better go to the market by this time.
  • I need not do the work.
8. বাক্যে have/has থাকলে সেটি present perfect tense হবে।
  • He has done the work.
  • They have eaten rice.
9. Sentence এ yet, just, just now, recently, already, lately, ever ইত্যাদি থাকলে present perfect tense হবে।
  • He has taken his lunch just now.
  • They have already come home.
  • I have met him recently.
Minhajuddin Mondal
📱+917797243129
Ideal English Institute

10. Sentence এ yesterday, ago, long ago, last year, last week, last month, that day, day before, ইত্যাদি থাকলে past indefinite tense হবে।
  • He came home
  • went to Cox's Bazar last month.
  • A long time ago, there lived a poor farmer.
Minhajuddin Mondal
📱+917797243129
Ideal English Institute

11. To এর পরে সবসময় verb এর present form বসে।
  • You need to do the work in time.
  • He went to the market to buy a shirt.
12. Since বা for এর পর সময়ের উল্লেখ থাকলে সেটি present perfect continuous tense হবে।
  • He has been doing the work since the morning.
  • It has been raining for two hours.
13. If দ্বারা যুক্ত clause টি যদি present indefinite tense হয় তাহলে পরের clause টি future indefinite tense হবে।
  • If he comes, I’ll go.
  • If you work hard, you’ll shine in life.
Minhajuddin Mondal
📱+917797243129
Ideal English Institute

14. With a view to/look forward to এর পর verb এর সাথে ing যোগ হবে।
  • I’m looking forward to getting a job.
  • I went shopping with a view to buying a shirt.
15. By এর পর verb এর সাথে ing যোগ হবে।
  • She expressed her feelings by crying.
  • By digging the land, she planted trees.
Minhajuddin Mondal
📱+917797243129
Ideal English Institute

16. For, of, in, without, with, before, after ইত্যাদি preposition এর পরে verb এর সাথে ing যোগ হয়।
  • I’ve never been tired of going there.
  • She can’t go without waiting for me.
17. Mind, would you mind, past, worth, could not help, cannot help এর পরে verb এর সাথে ing যোগ হয়।
  • Would you mind giving me the book?
  • He cannot help doing the assignment.
18. Sentence এর শুরুতে যদি would that থাকে তাহলে subject এর পর could বসে এবং এরপর verb এর present form বসে।
  • Would that I could be a writer like Humayun Ahmed.
  • Would that I could buy a Toyota car.
Minhajuddin Mondal
📱+917797243129
Ideal English Institute

19. To be/having/got থাকলে verb এর past participle form হয়।
  • The assignment is to be completedimmediately.
  • The thief ran away having seen the police.
  • got the certificates sent by the Headmaster.
20. ব্র্যাকেটে (be) থাকলে person, number এবং tense অনুযায়ী am/is/are/was/were/been হবে।
  • It (be) two years ago.
  • It was two years ago.
  • Allah (be) everywhere.
  • Allah is everywhere.
  • One of my friends (be) an honest person.
  • One of my friends is/was an honest person.
Minhajuddin Mondal
📱+917797243129
Ideal English Institute

21. বর্তমান কালে চলছে এমন কোন কাজ বোঝালে present continuous tense হয়। (এসব ক্ষেত্রে সাধারণত at present/now/at the moment ইত্যাদি adverb ব্যবহৃত হয়।)
  • He is watching the Television at this moment.
  • They are playing football.
  • Now, they are doing their assignment.
22. If + Present Indefinite + Future Indefinite (if যুক্ত clause টি present indefinite tense হলে পরের clause টি হবে future indefinite)
  • If you comeI’ll go.
  • If you drink milk, you will be healthy.
Minhajuddin Mondal
📱+917797243129
Ideal English Institute

23. যদি had/if যুক্ত clause টি past indefinite tense হয় তাহলে পরের clause টি তে subject এর পর would/could/might বসে এবং verb এর present form হয়।
  • If he cameI would go to the market.
  • If I were rich enough, I would help the poor.
যদি had/if যুক্ত clause টি past perfect tense হয় তাহলে পরের clause টি তে subject এর পর would have/could have/might have বসে এবং verb এর past participle form হয়।
  • If he had come, I would have gone to the market.
  • If you had walked fast, you could have reached the station.
24. Wish/fancy/it is time/it is high time ইত্যাদি থাকলে verb এর past tense হবে।
  • wish I won the first prize.
  • It is high time you changed your bad habits.
  • I fancy I flew in the sky.
Minhajuddin Mondal
📱+917797243129
Ideal English Institute

25. As if/as though থাকলে were বসে।
  • He speaks as if he were the leader.
  • He acts as though he were a hero.
26. Each, every, everyone, any, anyone, many a, everybody, everything, anybody, nobody, no one, nothing, anything, someone, something, one of, either, neither ইত্যাদি থাকলে verb এর singular number ব্যবহৃত হয়।
  • Each of the students was present.
  • Every father dedicates his life to his children.
  • One of the students was very talented.
  • Neither of the two brothers waspresent in the class.
Minhajuddin Mondal
📱+917797243129
Ideal English Institute

27. While এর পর verb থাকলে সেটির সাথে ing যোগ হয়। কিন্তু while এর পর subject থাকলে এর অংশটি past continuous tense হয়।
  • While walking through the zoo, I saw a
  • While it was raining, I was watching a movie.
28. অনেক সময় একই স্থান, দৈর্ঘ্য বা পরিমাপ বোঝালে subject দেখতে plural মনে হলেও verb টি singular form হয়।
  • Twenty miles was a long way.
  • Two hundred miles is not a long distance in this modern era.
Minhajuddin Mondal
📱+917797243129
Ideal English Institute

29. Main clause এর verb টি past tense হলে ও পরের অংশে next day, next week, next month, next year ইত্যাদি উল্লেখ থাকলে subject এর পরে should/would বসে।
  • He told that he would go home the next week.
  • She said that she would buy land next year.
30. After এর পরের এবং before এর আগের clause টি past perfect tense হবে এবং অন্য clause টি past indefinite tense হবে।
  • The train had left the station before we reached.
  • The doctor came after the patient had died.
Minhajuddin Mondal
📱+917797243129
Ideal English Institute

31. Passive voice এর সময় tense ও person অনুযায়ী auxiliary verb ও verb এর past participle form বসে।
  • English is spoken all over the world.
  • We are taught English by Minhaj da. 
32. ব্যতিক্রমগুলো ছাড়া Principle clause এর verb যদি past tense হয় তাহলে subordinate clause এর verb ও past tense হবে এবং একটি present tense হলে অন্যটিও present tense হবে।
  • Parvez was so ill that he would not go to the school.
  • They understood that he would not come.
Minhajuddin Mondal
📱+917797243129
Ideal English Institute

Wednesday, November 18, 2020

Grammar: IDOMS & PHRASES// Minhajuddin Mondal

আজ আমি IDIOMS & PHRASES অংশ থেকে Meaning of phrase এবং Kinds of Phrases নিয়ে আলোচনা করেছি এখন আমরা Identifying of Phrases নিয়ে আলোচনা করব। তাহলে আসা যাক আজকের মূল আলোচনায়™____

IDENTIFYING PHRASES®
Phrase কে identify করতে মূলত Phrase টির কাজের উপর নির্ভর করতে হয়। তবে বোঝার জন্যে বিভিন্ন ধরণের Phrase এর গঠনও জানা প্রয়োজন।

বিভিন্ন Phrase এর কাজ ও গঠন:

1. #NOUN_PHRASE 

গঠন: Determiner + Adverb + Adjective + Noun Adjective + Noun (Head Word)

যেমন: A very beautiful gold ring

তবে Noun (Head Word)এর পূর্বে যে কোন প্রকারের (Determiner / Adverb / Adjective / Noun Adjective )কমপক্ষে একটি শব্দও থাকতে পারে। যেমন: The boy একটি Noun Phrase
Phrase identify করতে হলে আমাদের Determiner সম্পর্কে জানতে হবে। তাই আমাদের সম্পূর্ন সিলেবাস শেষ করতে হলে আগে থেকে Determiner নিয়ে আলোচনা করতে হবে। তাহলে এখন Determiner কি এবং কত প্রকার। 
Note: Determiners হল ৫ প্রকার যথা:

a) Articles: a, an, the.

b) Demonstrative  (ইঙ্গিত বাচক শব্দ):  This, that, These, Those,

c) Possessive (র/এর বাচক শব্দ):  My, his, her, your, our, its, their.

d) Numerals (সংখ্যাবাচক শব্দ):  Two, three, four, five, etc.

e) Quantifiers   (পরিমানবাচক শব্দ):  Some, many, much, a lot, all, few, enough, either, neither, a great deal of, a lot of, plenty of, several, a great number of.

2. #ADJECTIVE_PHRASE 

গঠন: Adjective + এক বা একাধিক Phrase : He is fond of music. / I am glad to meet you.

Adjective Phrase বাক্যে ব্যবহৃত হয়ে Adjective  এর মত অন্য কোন Noun, Pronoun বা Noun Phrase  এর দোষ, গুণ, অবস্থা বৈশিষ্ট ইত্যাদি প্রকাশ করে । যেমন:
(a) The girl in the left is my sister.         
(b) The fox without a tail called a meeting.
(c) The man with the dog came here.    
(d) Mr. Chowdhury was a leader second to none.

3. #ADVERB_PHRASE 

এর কোন আলাদা গঠন নেই। এই ধরণের Phrase গুলো Verb  কোথায়,  কেন, কখন, কিভাবে সম্পন্ন হয়- এসব প্রশ্নের উত্তর দেয়। যেমন:
(a) He beat the dog   black and blue. 
(b) You tried heart and soul to succeed.
(c) He left the village for ever or for good.    
(d) The two sisters sat under the tree.

4. #PREPOSITIONAL_PHRASE 

Noun এর আগে একটি Preposition এবং পরে একটি Preposition যুক্ত হলে তাকে Prepositional Phrase বলে । অথবা prepositional phrase এমন একটি group of words, যা একটি Preposition  দ্বারা শুরু হয় । যেমন:
(a) There is a garden in front of my house.   
(b) She is at the point of death.
(c) He took history in lieu of mathematics.  
(d) I will not come on account of his illness.

5. #CONJUNCTIONAL_PHRASE 

এর কোন আলাদা গঠন নেই। এ Phrase বাক্যে conjunction এর কাজ করে অর্থাৎ কোন phrase / clause কে যুক্ত করে ।
যথা: (a) I shall come back as soon as I can.         (b) Not only he but also his father went there. (c) No sooner had he reached home than I left. (d) Fahim as well as his friends has decided to visit London .

6. #INTERJECTIONAL_PHRASE 

এর কোন আলাদা গঠন নেই।যে Phrase দ্বারা বাক্যে আবেগ, অনুভূতি ও বিষ্ময় প্রকাশ পায় তাকে  Interjectional phrase বলে।
যথা:
(a) Oh dear me! What shall I do?
b) What a pity! He is undone.

7. #PHRASAL_VERB 

গঠন: Principal Verb + preposition / prepositional phrase

যথা: (a) She looked at the moon.      
(b) We looked for a smart boy.
(c) Mina looks after her goats.  
(d)  Put on your shirt.               
(e) He gave up smoking.

8. #VERB_PHRASE 

গঠন: এক বা একাধিক Auxiliary verb + Principal Verb. যথা: The boy can climb a tree. / He will have done this work.

Identifying phrases  (as per British council) 
A group of words, which makes sense, but not complete sense, is called a Phrase. It is a group of related words without a Subject and a Verb.A Phrase consists of two or more words lacking a complete sense and a complete verb. It may consist of one or more incomplete verbs - the Infinitives or the Participles standing on their own.
Words/group of words in italics are phrases in examples below:

Example
The sun rises in the east
Humpty Dumpty sat on a wall.
She wore a hat with blue trimming.
The accident on the bridge was not serious.
The girl with red hair is an artist.
Sasha took a long leave.
Holding the toy, the child slept.

Thanking you dear all..#minhaj da 

Friday, November 13, 2020

Admission Form & Rules of IEI - 2022


My dear students,, Please fill up the form to enroll your name in IDEAL ENGLISH INSTITUTE...
To fill up the form, click on the "Click Here" button given below---

আমার প্রিয় ছাত্র-ছাত্রীগণ,, তোমরা IDEAL ENGLISH INSTITUTE এ নাম নথীভুক্ত করার জন্য ফর্ম ফিলাপ করো,,, ফর্ম ফিলাপ করার জন্য নীচে দেওয়া Click Here অপশনে ক্লিক করো।
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

             ★Click Here






         . --:Rules of the institute:--

1. The students will have to submit their monthly fees (Rs 270/-) within two days after complete the month.

2. They must maintain the regularity, otherwise they will have to submit Rs 20/- or Rs 70/-(Exam Date)  as fine per date of absent. In case of physically unfitness, it must be informed by their guardians before starting time.

Hope, all the students must maintain the disciplines  of the institute. Active co-operation of all is highly solicited...
                        ----Minhajuddin Mondal.


Saturday, September 5, 2020

কবিতা: শিক্ষক দিবস //কবিঃ মিনহাজউদ্দিন মন্ডল

জীবনের প্রথম শিক্ষক "মা "
তাঁর হাতেই আমাদের প্রথম হাতে খড়ি ,
শিক্ষক হলেন জ্ঞানের ভাণ্ডার 
আমার জ্ঞান দাতা গুরু আপনাকে প্রণাম করি ।।

শিক্ষক মানে জ্যোতির্ময়
যার ছোঁয়ায় দূর হয় মনের কালিমা ,
শিক্ষক মানে সমাজ গড়ার কারিগর
যার হাতের ছোঁয়ায় ছাত্রের বাড়ে গরিমা ।

শিক্ষক মানে একটু শাসন, একটু চোখরাঙানি
ছাত্র ভুল করলে যিনি দেন স্নেহ মাখা বকুনি ,
শিক্ষক মানে যিনি দেখান পথের দিশা
যার দানে পূর্ণ হয় জীবন পাত্র খানি ।

শিক্ষক মানে শিক্ষা গুরু --------
জ্ঞান সাগরে ভাসছি ---- তুমি ,আমি 
শিক্ষক মানে সদা পবিত্র সাদা নিশান 
আজ সকল শিক্ষকের পাদপদ্মে নমি ।

বদলেছে আজ শিক্ষকের সংজ্ঞা
আমূল বদলেছে শিক্ষার নীতি ,
শিক্ষক হলেন ছাত্রের বন্ধু
শিক্ষাক্ষেত্রে নেই কোনো ভীতি ।

শিক্ষকতা এক মহান ব্রত
ভবিষ্যতের কাণ্ডারী গড়ার দায়িত্ব তাঁর কাঁধে ,
কিছু শিক্ষকের ব্যক্তিগত ভুলের জন্য 
চুনকালি পড়ছে আজ শিক্ষক সমাজে ।

শিক্ষকতা এক আকাশ ভর্তি উদারতা 
দান‌ই মহান শিক্ষকের জীবনের আদর্শ ,,,
ডাক্তার , উকিল , ইঞ্জিনিয়ার তাঁরই হাতে গড়া
তাঁদের দেখলে দূর হয় শিক্ষকের মনের যত কষ্ট ।

শিক্ষক দিবস আসে আর যায় 
শিক্ষকের কর্মযজ্ঞ চলতে থাকে ,
নতুন মুখের আদলে ঢাকা পড়ে যায় পুরাতন মুখ
শিক্ষক দিবসে পুরাতন স্মৃতি যেন পিছু ডাকে ।

ওহে মহান শিক্ষক রাধাকৃষ্ণন 
আজ স্বর্গ হতে করো দুহাত ভরে আশীর্বাদ,
গড়ে উঠুক কলুষমুক্ত এক নতুন সমাজ 
শিক্ষকের হাত ধরে জাগ্ৰত হোক মানবতাবাদ।।

Friday, August 28, 2020

ভিন্ন ধর্মের দম্পতি

✍️মিনহাজউদ্দিন মন্ডল

দলিত নেতা ও তাদের ব্রাহ্মণ স্ত্রী-

১) রামনাথ কোবিন্দ (বর্তমান রাষ্ট্রপতি) 
👉 ব্রাহ্মণ স্ত্রী
২) রামবিলাস পাসোয়ান 
👉 ব্রাহ্মণ স্ত্রী
৩) প্রকাশ আম্বেদকর 
👉 ব্রাহ্মণ স্ত্রী
৪) সাংসদ উদিত রাজ 
👉 ব্রাহ্মণ স্ত্রী
৫) রামদাস আঠওয়ালে 
👉 ব্রাহ্মণ স্ত্রী
৬) বামন মেশারাম 
👉 ব্রাহ্মণ স্ত্রী

ব্রাহ্মণ রাজনেতা ও তাদের  মুসলিম জামাই-

১) অশোক সিংঘল, মেয়ে সিমা সিংঘল 
👉 মুক্তার আব্বাস নাকভী

২) মুরলী মনোহর যোশীর মেয়ে রেনু যোশী 
👉 শাহনেওয়াজ হুসেইন
৩) লালকৃষ্ণ আদভানির মেয়ে রোশন আদবানির দ্বিতীয় স্বামী 
👉 সালীম

৪) লালকৃষ্ণ আদভানির ভাইঝি প্রতিভা আদবানির স্বামী 
👉 আলতাফ হোসেন

৫) সুব্রহ্মণ্যম স্বামীর মেয়ে সুহাসিনী হায়দারের স্বামী 
👉 নাদিম হায়দার
৬) বালাসাহেব ঠাকরের পোতির স্বামী 
👉 সাহজাদ
৭) প্রবীণ তোগড়িয়ার মেয়ের স্বামী 
👉 আসফাক মীর

৮) মোহন ভগবতের ভাইঝি উর্মিলা মাতন্ডকরের স্বামী 
👉 মোহসিন আক্তার

৯) শীলা দীক্ষিতের (দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী) মেয়ে লতিকা দিক্ষিতের স্বামী 
👉 সৈয়দ মোহাম্মদ ইমরান
১০) অশোক মণীর মেয়ে অখিলা মণীর স্বামী 
👉 শাফীন জাহান
মনিকা বেদি 
👉 আবু সালেম
১১) সঙ্গীতা বিজলানির স্বামী 
👉 মোহাম্মদ আজহারুদ্দিন

মুসলিম অভিনেতা ও রাজনেতা ও তাদের হিন্দু স্ত্রী

১) উমর আব্দুল্লাহর স্ত্রী 
👉 পায়ল নাথ, ব্রাহ্মণ
২) শাহরুখ খানের স্ত্রী 
👉 গৌরী ছিব্বর খান, ব্রাহ্মণ
৩) আমির খানের প্রথম স্ত্রী 
👉 কিরণ রাও, ব্রাহ্মণ
৪) সৈফ আলি খানের বাবা নবাব মানসুর আলি পাটৌদীর  স্ত্রী 
👉 শর্মিলা ঠাকুর, ব্রাহ্মণ
৫) অভিনেতা সৈফ আলি খানের স্ত্রী 
👉 কারিনা কাপুর, ব্রাহ্মণ
৬) অভিনেতা ফারহান আক্তারের স্ত্রী 
👉 অধুনা ভবানী, ব্রাহ্মণ
৭) ফারহান আজমির অভিনেত্রী স্ত্রী 
👉 আয়েশা টাকিয়া, ব্রাহ্মণ
৮) শাকীল লাদাখের অভিনেত্রী স্ত্রী 
👉 অমৃতা আরোরা, ব্রাহ্মণ
৯) অভিনেতা সালমান খানের ভাই আরবাজ খানের স্ত্রী 
👉 মালাইকা অরোরা, ব্রাহ্মণ
১০) অভিনেতা সালমান খানের ভাই সোহেল খানের স্ত্রী 
👉 সিমা সচদেবা, ব্রাহ্মণ
১১) আমির খানের ভাগ্নে ইমরান খানের স্ত্রী 
👉 অবন্তিকা, ব্রাহ্মণ
১২) সঞ্জয় খানের অভিনেতা ছেলে জায়েদ খানের স্ত্রী 
👉 মালিক পারেখ, ব্রাহ্মণ 
১৩) ফিরোজ খানের ছেলে ফারদিন খানের স্ত্রী 
👉 নাতাশা পান্ডে, ব্রাহ্মণ
১৪)  অভিনেতা ইরফান খানের স্ত্রী 
👉 সুতপা, ব্রাহ্মণ
১৫) অভিনেতা নাসিরুদ্দিন শাহ এর স্ত্রী 
👉 রত্না পাঠক, ব্রাহ্মণ


✍️মিনহাজউদ্দিন মন্ডল

Thursday, August 13, 2020

*একটি মুরগির দেশ ভক্তির কথা*:-- ✍ মিনহাজউদ্দিন মন্ডল

একটি মুরগি প্রতিদিন ডিম পাড়তো, আর মালিক বিক্রি করে দিতো। 

মুরগি দেশহিতে ডিম পাড়তো।

👍

মালিক বললো -"দেশের স্বার্থে তোমার ডিমের ভীষণ প্রয়োজন। তোমাকে সোনার ঘর বানিয়ে দেওয়া হবে। 

তুমি লাগাতার ডিম পেড়ে যাও।

এতোদিন শুধু ডিম পেড়ে গেলে, বলো কি পেয়েছো ,, বিনিময়ে ??

সব মনিব তোমাকে ঠকিয়ে গেছে,, 

বিশ্বাস করো, আমিই বানিয়ে দেবো, তোমার সোনার ঘর।,"

👍

মুরগি খুশী হয়ে গেলো, দেশভক্তি বলে কথা,, দেশের প্রয়োজনে কাজে লাগা ,ভীষণ সৌভাগ্যের ব্যাপার।

পরের দিন থেকে মুরগি ২ টো করে ডিম দিতে লাগলো। দেশের জন্য এটুকু ত্যাগ স্বীকার করতেই হবে।

👍

মালিক খুশি হয়ে গেলো। ইনকাম ডবল। বেশি লাভের লোভে মালিক মুরগির খাদ্যের পরিমাণ কম করে দিলো। মুরগি অবাক হয়ে মালিককে 
জিজ্ঞেস করলো -" আজকে আমার খাবার কমিয়ে দেওয়া হলো কেন ?
কোনো সমস্যা আছে নাকি ?"

মালিক বললো -" দেশ আজ সঙ্কটে, বহু মুরগি খেতে পাচ্ছে না। আমাদের লক্ষ্য হলো, প্রত্যেক মুরগির মুখে আহার তুলে দেওয়া। যতদিন না সব মুরগি খেতে পাচ্ছে, একটু কম 
খেয়েই তোমাকে থাকতে হবে। 

দেশের জন্য , দেশকে ভালোবাসার জন্য ,এটুকু ত্যাগ স্বীকার করতেই হবে। "

👍

মুরগি খুশী হয়ে গেলো।দেশভক্তি বলে কথা, কোনো আপস চলবে না। আধপেটা খেয়ে মুরগি ডিম দিতে লাগলো। এদিকে মালিক ডিম বিক্রির মুনাফা নিয়ে, নিজের 
অট্টালিকা বানিয়ে নিলো। মুরগির সোনার ঘর তো দুরের কথা, যে ঘরটা ছিলো, সেটাও মেরামত করা হলো না। মালিক তখন মুনাফার নেশায় বুদ। বর্ষাকাল এসে গেছে, মুরগির ঝড়জলে ভেজা ছাড়া 
কোনো উপায় ছিলোনা। তবুও অসুবিধা নেই, দেশভক্তি বলে কথা।

👍

এভাবে আধপেটা খেয়ে , ডবল ডিম দিয়ে, জলে ভিজে, একদিন মুরগি জ্বরে পড়ে গেলো । মালিককে বললো-
"আমার পরিশ্রম ডবল করিয়ে দেওয়া হলো, খাদ্য অর্ধেক করিয়ে দেওয়া হলো, সোনার ঘর বানিয়ে দেওয়ার কথা ছিলো, সেটাও দেওয়া হলো না। এখন এই বর্ষায় ভীষণ অসুবিধা হচ্ছে। অন্তত আমার ভাঙা ঘরটা মেরামত করে দেওয়া হোক।"

মালিক সহানুভূতি-র সুরে বললো -
"জানো, এই দেশে বহু মুরগি রয়েছে, যাদের মাথায় ছাদ-টুকুও নেই ? কতো মুরগি সারারাত অসহায়ের মতো 
ফুটপাতে ঘুমিয়ে পড়ে ?সরারাত কতো মুরগি বহুকষ্টে কাটিয়ে থাকে ? তোমার শুধু নিজের চিন্তা, একটু দেশের কথা ভাবলে না ?"

মুরগি চুপ করে গেলো। দেশভক্তি বলে কথা। 

👍


লাগাতার অমানবিক পরিশ্রম, অপুষ্টি, এবং জ্বরের কারণে মুরগি দূর্বল হয়ে পড়লো। মুরগি মনে বিদ্রোহ দেখা দিলো, মাঝে মাঝে ভাবতো, মালিকের কাছে জবাব চাইতে হবে, ডিম বিক্রি করে এতো মুনাফা করলেন, আপনি দামি  কাপড় পরলেন, দামি খাবার খেলেন, এদিক সেদিক ভ্রমণ করলেন।

আর আমাদের -- না হলো সোনার ঘর, না পেলাম পর্যাপ্ত আহার । 

👍

কিন্তু ততোদিনে মুরগি মালিকের আন্ধভক্ত হয়ে গেছে। প্রশ্ন করার সাহসটুকুও হারিয়ে ফেলেছে। 

অন্য কোনো মুরগি প্রশ্ন তুললেই, তাকে দেশদ্রোহী বলে দেওয়া হয়েছে।

মুরগির ডিম পড়ার শক্তি নেই, মালিক এসে বললো-" মেরে পিয়ারে মুরগি,, দেশ এখন বলিদান চাইছে, বহু মুরগির জীবন রক্ষা করার জন্য, তোমাকে প্রাণ দিতে হবে। তুমি রেডি হয়ে যাও।"

👍

মুরগির ব্যাপারটা বুঝতে অসুবিধা হলো না। একবার শেষ চেষ্টা করে দেখা যাক।

মুরগি বললো -"কিন্তু মালিক, আমিতো দেশের জন্য এতো কিছু করলাম, বিনিময়ে কি 
পেলাম ? আপনি তো কিছুই দিলেন না!'

👍

মালিক হেসে বললো -"অনেক করেছো, আমি অস্বীকার করছিনা। এবার তোমাকে 
দেশের জন্য "কোরবানি" হতে হবে।

👍

মালিক মুরগিকে বাজারে বিক্রি করে আরো একবার মুনাফা করে নিলো। 

মুরগি দেশের জন্য শহীদ হয়ে গেলো।😀😀😀😀😀😀


আজকের এই সঙ্কটময় পরিস্থিতিতে এমন মুরগির সংখ্যা প্রচুর,,, নিজেদের বিবেক কে প্রশ্ন করুন আর নিজেকে মুরগির জাইগাতে দাড় করান,,, অনেক কিছু বুঝতে পারবেন। 

ভালো লাগলে শেয়ার করুন।

ধন্যবাদ

Thursday, July 30, 2020

শিক্ষা ব্যবস্থায় বিরাট পরিবর্তন : ✍মিনহাজউদ্দিন মন্ডল

নতুন শিক্ষা নীতিতে বাদ পড়লো এম ফিল।  বোর্ড পরীক্ষা দিতে হবে পঞ্চম এবং অষ্টম শ্রেণিতিই..

☆☆:-  কেন্দ্রীয় মন্ত্রী সভায় পাশ হল নতুন শিক্ষা নীতি। গতবছর জুন মাসে শিক্ষানীতির খসড়া প্রকাশিত হয়, যেখানে নানা মহলের মতামত চাওয়া হয়েছিল।  সেই মতামত চাওয়ার শেষ তারিখ ছিল ২০১৯ সালের ৩১শে জুলাই। 

উচ্চ শিক্ষা মন্ত্রকের সচিব অমিত খারে জানিয়েছেন ৩৪ বছর বাদে নতুন শিক্ষানীতি চালু হচ্ছে দেশে। ১৯৮৬ সালে চালু হওয়া ১৯৯২ সালে সংশোধিত হয়, জানা গিয়েছে বিভিন্ন রাজ্য সরকারের কর্তা ও শিক্ষাবিদের মতামত নিয়েই তৈরী করা হয়েছে নয়া শিক্ষানীতি ।

** নয়া শিক্ষানীতিতে জাতীয় একাডেমিক ক্রেডিট ব্যাঙ্কের ( এন এসি বি ) প্রস্তাব কে মান্যতা দেওয়া হয়েছে । যার মারফত কোনো কোর্স শেষ করার ক্ষেত্রে শিক্ষার্থীরা ওই ক্রেডিট ব্যাঙ্ক মারফত টাকা জমা করতে পারবে। এটি একটি কোর্স বা ইন্সটিটিউট থেকে সহজেই অন্য কোর্সে স্থানান্তর করতে পারবে। 

* নতুন শিক্ষানীতিতে একাধিক ভাষাগত শিক্ষা ব্যবস্থার দিকে মনোনিবেশ করা হবে। শিক্ষকরা কেবল ইংরেজিতেই নয়, ভারতীয় সমস্ত আঞ্চলিক ভাষাতেও  শিক্ষাদান করতে হবে তাদের। এম এইচ আর ডি ইতিমধ্যেই অনান্য রাজ্যে শিক্ষার্থীদের আঞ্চলিক ভাষা শেখানোর জন্য পর্যালোচনা মূলক  ব্যবস্থা গ্রহণ করেছে। 

* নতুন শিক্ষানীতিতে থাকছে ২২টি ভাষা। পাশাপাশি থাকছে অডিও বই ও।

* বন্ধ করা হচ্ছে এম ফিল, স্নাতক স্নাতকোত্তর এর পর থাকছে পি এইচ ডি।

* ভারতে মোট তালিকাভুক্ত পড়ুয়ার অনুপাত ২০৩৫ সালের মধ্যে ৫০ শতাংশ করতে হবে। 

* শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ফি নেওয়া যাবে না। কেন্দ্রীয় সরকারের নিয়মাবলি মেনেই তৈরী করতে হবে বেতনের পরিকাঠামো। 

* আঞ্চলিক ভাষায় ই- কোর্সের ব্যবস্থা থাকবে। শিক্ষাদান, মূল্যায়ন, এবং শিক্ষার্থীদের প্রশিক্ষণের মধ্যে থাকবে প্রযুক্তির ব্যবহার। ই- কোর্সের ব্যবহার  অনুযায়ী পঠন পাঠন আঞ্চলিক ভাষায় উপলভ্য থাকবে।  হিন্দি এবং ইংলিশ ভাষার পাশাপাশি  প্রথম পর্যায়ে প্রধান ভাষা যেমন কন্নাডা, ওড়িয়া, বাংলা , ভাষা কোর্সের ব্যবস্থা থাকবে। 

* জাতীয় শিক্ষানীতি অনুযায়ী স্কুল স্তরের যাবতীয়  পরীক্ষা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন ( এম এইচ আর ডি) মন্ত্রক । নতুন পদ্ধতিতে ৫+৩+৩+৪ শ্রেনী ভিত্তিক মূল্যায়ন চালু হবে। বোর্ড গুলির এবং শিক্ষাবিদদের সুপারিশ পাওয়ার পরই ১০+২ কাঠামো বাতিল করা হবে। এবং ২০২১ সাল থেকেই নয়া মূল্যায়ন ব্যবস্থা চালু হবে। 

* শিক্ষা ব্যবস্থার একদম গোড়া থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষন কালকে মোট চার ভাগে ভাগ করা হয়েছে। প্রাক প্রাথমিকের তিন বছর এবং প্রথম- দ্বিতীয় শ্রেণীকে নিয়ে পাঁচ বছরের ভিত্তি শিক্ষাকালকে চিহ্নিত করা হয়েছে প্রথমে। এরপর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সময় কালকে প্রস্তুতি পর্ব হিসেবে সুপারিশ করা হয়েছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সময়কালকে মধ্যবর্তী সময়কাল ধরা হয়েছে। এবং নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট চার বছরকে 'সেকেন্ডারী'  স্তর রূপে সুপারিশ করা হয়েছে। 
জানা গেছে ক্লাস ফাইভ ও এইটে থাকছে বোর্ডের পরীক্ষা । 

* শিক্ষার্থীরা পড়াশোনার মাঝে লম্বা ছুটি নিতেও পারবে। এই ধরনের ছুটিকে বলা হয় "স্যাবাটিকাল" । কতদিনের ছুটি নিতে পারবে তা স্থির করবে উচ্চ শিক্ষা কমিশন। শিক্ষার্থীরা নিজের পছন্দমতো মেজর ও মাইনর সাবজেক্ট বাছতে পারবে। কলেজ গুলোকে দেওয়া হবে স্বশাসন ।

* ষষ্ঠ শ্রেণি থেকেই কোডিং শিখতে পারবে পড়ুয়ারা । 

* বোর্ড পরীক্ষার পদ্ধতি বদলাতে হবে। সি বি এস ই-র জন্য সমস্ত কোর্স দুটি ভাগে ভাগ করা হবে। প্রতিটি বিষয়ের পরীক্ষা হবে অবজেক্টিভ ও বর্ণনা মূলক প্রশ্নের উপর। 

* স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্য শুধুমাত্র একটি পরীক্ষা দিতে হবে। তবে এটি এখনই বাধ্যতামূলক নয়। 

* ভাষা, সাহিত্য, সংগীত, দর্শন, শিল্প, নৃত্য, থিয়েটার, গণিত, পরিসংখ্যান, বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, অর্থনীতি, ক্রীড়া, ইত্যাদি বিভাগে উচ্চ শিক্ষাকে প্রতিষ্ঠিত ও জোরদার করা হবে ইন্সটিটিউট গুলোতে। 

* ১০০টি বিদেশি বিশ্ব বিদ্যালয় ভারতে তাদের ক্যাম্পাস খুলতে চলেছে। 

* সংস্কৃত ভাষাকে মূল ভাষা হিসেবে অন্তর্ভূক্ত করা হবে স্কুল স্তরে ।

#মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম বদলে হল শিক্ষামন্ত্রক। স্বাধীনতার পর থেকে এই নামেই পরিচিত ছিল সংশ্লিষ্ট মন্ত্রক। পরে ১৯৮৫ সালে বদল করা হয়। 

#নতুন শিক্ষানীতিতে সকলের জন্য শিক্ষার অধিকার। এর আওতায় আনা হয়েছে ৩ থেকে ১৮ বছরের পড়ুয়াদের।

#নতুন জাতীয় শিক্ষানীতিতে গুরুত্বহীন দশম বা দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা। এই পরীক্ষায় পড়ুয়াদের  মুখস্থ বিদ্যার বদলে হাতেকলমে শিক্ষায় জোর দেওয়া হবে ।

#প্রতিবছরের বদলে তৃতীয়, পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পরীক্ষা নেওয়ার সুপারিশ। 

#দশম শ্রেণির পর কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ বা বাণিজ্য বিভাগের তফাৎ উঠে যাচ্ছে।
পদার্থবিদ্যা নিয়ে পড়লেও, থাকতে পারে সংগীত । পদার্থবিদ্যা, রসায়ন নিয়ে পড়লেও, ফ্যাশন ডিজাইনিং পড়ার সুযোগ।

#পঞ্চম শ্রেণি পর্যন্ত মাতৃভাষা/আঞ্চলিক ভাষায় শিক্ষা বাধ্যতামূলক। কারোর উপর জোর করে কোনও ভাষা চাপিয়ে দেওয়া চলবে না।

#অষ্টম শ্রেণি পর্যন্ত মাতৃভাষা/আঞ্চলিক ভাষায় শিক্ষায় ঐচ্ছিক।
#দ্বাদশ শ্রণিতে বোর্ডের পরীক্ষায় ৮টি সেমিস্টারের প্রস্তাব।
#৫+৩+৩+৪ ভাগে ১৫ বছরের স্কুল স্তরে পড়াশোনা। এর মধ্যে তিন বছর প্রি স্কুল পড়াশোনার সুপারিশ।

#উচ্চশিক্ষার তত্ত্বাবধানে একটিই নিয়ন্ত্রক সংস্থা, হায়ার এডুকেশন কাউন্সিল (HECI)। তবে তার আওতায় থাকবে না মেডিক্যাল ও আইনি শিক্ষা। 

#স্নাতক স্তরে অনার্স কোর্স ৪ বছর পর্যন্ত হতে পারে। তবে প্রতি বছরের শেষে পড়ুয়ারা পাবেন সার্টিফিকেট। কোর্স শুরুর ১২ মাসের মধ্যে পড়াশোনা ছেড়ে দিলে পড়ুয়া পাবেন ভোকেশনাল কোর্সের সার্টিফিকেট। দুবছর বা ২৪ মাস পর ছাড়লে মিলবে ডিপ্লোমার সার্টিফিকেট। আর চার বছরের কোর্স করলে পাওয়া যাবে ডিগ্রি কোর্সের সার্টিফিকেট। ফলে চাকরির ক্ষেত্রে সুবিধা হবে।
#১ অথবা ২ বছরে স্নাতকোত্তরের সুপারিশ।

#উঠে যাচ্ছে এমফিল।

Shortcut Details:---
 নতুন শিক্ষা নীতি ঘোষণা 
5+3+3+4=15 বছরের school life

Pre nurseri to class 2 (বয়স 3-7)
Class 3 to 5  (বয়স 8-10)
Class 6 to 8 (বয়স 11-13)
Class 9 to 12 (বয়স 14-17)

Graduation 3 বছর পরিবর্তে 4 বছর

M.phil উঠিয়ে দিয়ে  শুধু PHD

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার গুরুত্বহীন

Class 9 থেকে বিষয় বাছার সুবিধা 

Class 9 to 12 total 4 year(10+10+10+10=40) বিষয়ে পড়তে হবে

এছাড়াও মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক নাম থেকে পুনরায় Education ministry নাম করন করা হচ্ছে।

তথ্য সংগ্রহ :--- মিনহাজউদ্দিন মন্ডল  

Monday, July 20, 2020

২১ শে জুলাই- শহীদ দিবস // মিনহাজউদ্দন মন্ডল

একুশে মানেই ধর্মতলার রক্ত ঝরানো স্মৃতি,

একুশে মানেই শহীদ স্মরণ এটাই মোদের রীতি।

একুশে মানেই নবীন প্রবীণ মিলেমিশে একাকার,

একুশে মানেই মমতার ডাকে প্রবল জনজোয়ার।

একুশে মানেই লক্ষ কোটি বাঙালির বুকে বল,

একুশে মানেই প্রতিবাদীদের মুখরিত কোলাহল।

একুশে মানেই নব অরুনের উদ্ভাসিত আলো,

একুশে মানেই খড়্গহস্তে প্রতিবাদী দীপ জ্বালো।

একুশে মানেই কম্পিত বুক উচ্ছ্বসিত মন,

একুশে মানেই খুঁজে বেড়ানো প্রানের আপনজন।

একুশে মানেই রৌদ্র বৃষ্টি শহীদ নিকেতন,

একুশে মানেই শ্রাবণ মাসে গন আন্দোলন।

একুশে মানেই বরণ মরণ দিদির জীবনরেখা,

একুশে মানেই তেরো শহীদের ইতিহাস ঘেঁটে দেখা।

একুশে মানেই মাটির ভাষা আন্দোলনের আলয়,

একুশে মানেই মানুষের ত্বরে প্রতিবাদীদের প্রলয়।

একুশে মানেই মনের কথা জয়ের অঙ্গীকার,

একুশে মানেই সর্বহারার প্রাপ্য অধিকার।

একুশে মানেই গনদর্পন ফিরে দেখা ইতিহাস,

একুশে মানেই কাঙ্ক্ষিত জয় বাঙালির অভিলাষ।

একুশে মানেই রক্ত বৃষ্টি জেগে ওঠে আজো মনে,

একুশে মানেই বিপ্লবী সুর জাগে গনআলোড়নে।

একুশে মানেই মানবোনা হার আসুক যতোই বাধা,

একুশে মানেই থামবেনা গতি পথ যত হোক কাদা।

একুশে মানেই বুকের পাটা অন্তরেতে শপথ,

একুশে মানেই মিছিলে স্লোগানে প্লাবিত যে রাজপথ।

একুশে মানেই অশ্রুধারায় শহীদের তর্পণ,

একুশে মানেই শহীদ স্মৃতিতে ভারাক্রান্ত মন।

একুশে মানেই হার না মানার নতুন অঙ্গিকার,

একুশে মানেই গর্জে ওঠার আহ্বান দুর্নিবার।

একুশে মানেই হাড় হিম করা হার্মাদীয় ত্রাস,

একুশে মানেই স্বজন হারানো শোকের বহিঃপ্রকাশ।

একুশে মানেই পুত্রহারানো মাতৃযন্ত্রনা,

একুশে মানেই রক্তে রাঙা জমানো বেদনা।

একুশে মানেই বজ্রকঠিন দুর্বার সংগ্ৰাম,

একুশে মানেই হার না মানা মমতাময়ীর নাম।

একুশে মানেই জাগবে প্রানে গজরাজসম শক্তি,

একুশে মানেই বাঁধনহারা সুপ্ত আশার মুক্তি।

একুশে মানেই নেত্রীর ডাকে নতুন আশার আলো,

একুশে মানেই মিলেমিশে যেন থাকতে পারি ভালো।

একুশে মানেই হিন্দু, মুসলিম,শিখ আর খ্রিস্টান,

একুশে মানেই ঐক্যসূত্রে সাম্যবাদের গান।

একুশে মানেই মুছে যাক সব ধনী গরীবের ভেদ,

একুশে মানেই সবার জন্য উন্নয়নের জেদ।

একুশে মানেই ছোট-বড় হাতে অর্জিত সম্মান,

একুশে মানেই বাংলা জুড়ে মানবতা বাঁধা প্রান।

একুশে মানেই বজ্রকন্ঠে প্রতিবাদীদের ভাষা,

একুশে মানেই নেত্রী মমতা ভাঙবে ঘুঘুর বাসা।

একুশে মানেই মমতা মা'কে সশ্রদ্ধ প্রণাম,

একুশে মানেই হৃদয়ে লেখা তেরো শহীদের নাম।

Monday, April 6, 2020

Online e ENGLISH class

IDEAL ENGLISH INSTITUTE is inviting you to a scheduled Zoom meeting.

আজ থেকেই সকাল ১১ টা থেকে ১১:৫৯ মিনিট পর্যন্ত ইংরাজী ক্লাস হবে IDEAL ENGLISH INSTITUTE এ,,, ক্লাস এ যোগদান করতে নীচে দেওয়া লিঙ্ক এ ক্লিক করতে হবে... আগ্রহী সকল ছাত্র-ছাত্রীরা ১১ টার সময় ক্লাস এ যোগদান করবে,,,
STAY HOME//STAY SAFE
@minhaj da(7797243129)

Join Zoom Meeting


Meeting ID: 904 183 1262

Class on TV (APB ANANDA) during Lock Down

Class on TV (class x)

7-> English
8->Life Science
9->Mathematics
10->Bengali
11->Physical Science
12->History
13->Geography

Class on TV (class xii)

7-> English
8->Accountancy
9->Mathematics
10->Bengali
11->Physics
12->History
13->Economics

Friday, April 3, 2020

Corona Update Live // Minhajuddin


If you want to know the current updates of Corona Cases, You may click on the link given below.  Then touch on any country map showed on the globe.. 


 পৃথিবীর যেকোন দেশের মানচিত্র ছুঁলেই সে দেশের করোনা আপডেট জানা যাবে

Friday, March 27, 2020

কবিতা: ভারতীয় সেনাবাহিনী // মিনহাজউদ্দিন মন্ডল//

সেক্সপিয়রীয় সনেট
   ( অষ্টক ABAB CDCD 
           ষষ্টক  EFEFGG ছন্দে )
      তাং- ২৭/০৩/২০২০

সর্বদা জাতীয় স্বার্থে ভারতীয় এ সেনাবাহিনী
মুগ্ধ সাহসিকতার অবদানে চির নিবেদিত ।
আপন বীরত্বে আর কর্তব্যেই কতনা যামিনী
প্রতিহত করে তারা ভাস্করেই হয়েছে উদিত !
অম্লান অমিয় ধারা জাগরিত শোনিত যৌবনে
স্বদেশের প্রেরণায় সকলেরে করেছে মোহিত ,
অমলিন আত্মত্যাগ চূর্ণ অশনিসংকেত ক্ষণে 
এই ভারত ভূখণ্ডে সগৌরবে চির প্রশংসিত !

অবর্চণীয় দৃষ্টান্তে বীর-যোদ্ধা ভারতীয় সেনা 
নিপুন যুদ্ধকৌশলে এখন যে অনেক এগিয়ে ,
শত্রু দমনে যায় সেনাদের সফলতা চেনা --
তাই বিমান যুদ্ধেই আজ এই বিশ্বকে ছাড়িয়ে !
তবুও শান্তির বার্তা দিয়ে যাবো এই পৃথিবীতে 
সকল বিপর্যয়েই এ বীর যোদ্ধার সুখ্যাতিতে  !

কবিতা: লকডাউন //মিনহাজউদ্দিন মন্ডল//

বহুদিন ধরে লকডাউন এ
আছে আমার দেশ,
বন্ধ স্কুল-বন্ধ অফিস 
আতংকিত বেশ। 

রাস্তাঘাটে চলে না গাড়ী 
নাই যে মানুষজন, 
মনে হচ্ছে শোক দিবসের 
নিরব আয়োজন। 

কাছের বন্ধু কাছে আসে না
মেলাতে চাই না হাত,
করোনা যদি ছড়িয়ে পরে
উল্টে যাবে চাঁদ।

নিত্য প্রয়োজনীয় বাজার দেখি
মরিচের মত ঝাল, 
বাজারে মানুষ বেহুশ হবে
হাসপাতালে কাল।

করোনা শক্তির দিচ্ছে জানান 
কঠোর হচ্ছে আইনকানুন, 
 সচেতনতার কথা বলে
 নষ্ট আইনের গুণাগুণ। 

পরামর্শ দিন সঠিক সময়ে
সস্তা রাখুন বাজারঘাট, 
মাইকিং করুন অলিগলিতে 
ধর্মীয় গ্রন্থ করতে পাঠ।

কবিতা: করোণা ভাইরাস //মিনহাজউদ্দিন মন্ডল//

কেউ যায়না কারোর বাড়ি, 
করোনা মমরণঘাতী। 
ভয়ে আতঙ্কে বন্দী জীবন, 
কবে পাবো অব্যাহতি। 

স্কুল কলেজ অফিস যেনো, 
সব কিছুই বন্দ।
অনাহারী গরীব দুখীর আজ,
বেঁধেছে মনে দন্ধ।

কাজ কর্ম সব বন্দ করে, 
দিনমজুর ঘরে বসে।
যারা দিনান্তে দিন খায়,
যাবে কি উপবাসে। 

করোনা নাকি চিনের তৈরি, 
মরোণাস্ত্র ভাইরাস। 
গোটা বিশ্ব আজ বন্দী ঘরে, 
নেয়না মুক্ত নিশ্বাস। 

কেমন করে জীবন বাঁচে, 
এতিম অনাথ শিশুর। 
না খেয়ে যদি মারা যায়,
বড়ই বেদনা বিধুর। 

রক্ষা করো তুমি দয়াময়, 
ধরায় সকল মানুষ।
মানবতার পথে চলবে সবে,
হারাবে না আর হুশ।

করোনা তুমি যাওনা চলে,
মনেতে ভয় লাগে।
শুনি  আসছে নাকি পঙ্গপাল, 
যা আসেনি  আগে। 

এখন মহাসংকটে গোটা বিশ্ব,
কি জানি কি  হবে।
মানুষ যেন মুক্তির জন্য আজ,
চলে মানবতায় সবে।

কেমন জানি তোমার চলা,
হাছি কাশি গলা ব্যথা।
ছেলে হয়ে বাবার পাশেতে,
বলতে পারেনা কথা।

এমনি করে নিওনা কেড়ে,
আর কারোর জীবন। 
কত স্বপ্ন সবার মনে,
করোনা করো নিধন। 

করোনা একটা কথা বলো,
এলে কেন এই ভবে।
আমারা বেশি পাপ করেছি!
ধংশ করবে তবে।

কথা দিচ্ছি আমারা মানুষ,
মিলেমিশে থাকব সবে।
ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই,
যার ধর্ম সেই করবে। 

যাও তুমি এবার চলে যাও,
এই চৈত্রের খরতাপে।
সুখের নিশ্বাস নেব মোরা-
বাঁচব না অভিশাপে।

*করোনা ভাইরাস বিষয়ক জি.কে* (সংগ্রহ-মিনহাজউদ্দিন)

১) করোনা ভাইরাস সর্বপ্রথম কত সালে আবিষ্কৃত হয়েছিল? 
উত্তরঃ ১৯৬০ সালে।
২) করোনা ভাইরাস ১ম কোথায় আবিষ্কৃত হয়েছিল? 
উত্তরঃ মালেশিয়া। 
৩) Corona শব্দটি কোন ধরনের? 
উত্তরঃ লাতিন।
৪) করোনা শব্দের অর্থ কি? 
উত্তরঃ পুষ্পমাল্য বা পুষ্পমুকুট।
৫) সম্প্রতি কোথায় থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পরেছে? 
উত্তরঃ চীনের হুবেই প্রদেশের উহান থেকে।
৬) কত তারিখে উহানে ভাইরাস টি সনাক্ত করা হয়?
উত্তরঃ ৩১ শে ডিসেম্বর ২০১৯।
৭) এ পর্যন্ত কতটি দেশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে? 
উত্তরঃ ১৫৯ টি।
৮) করোনা ভাইরাসের নাম কি? 
উত্তরঃ কোভিড-১৯ ( Covid-19) যা নভেল করোনা ভাইরাস নামে পরিচিত। 
৯) এ পর্যন্ত করোনা ভাইরাসের কতটি টাইপ সনাক্ত হয়েছে?
উত্তরঃ ৭ টি।
১০) সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কোন কোন দেশ?
উত্তরঃ চীন এবং ইতালি। 
১১) কোন সংস্থা করোনা ভাইরাসকে প্যানডেমিক বা মহামারি হিসেবে ঘোষণা করেছে?
উত্তরঃ (WHO) World health organisation. 
১২) আজকে পর্যন্ত চীন ও ইতালিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা -
১০০০০০+,২৭৯৮০ এবং ৩০০০+,২১৫৮ জন।
১৩) কত তারিখে (Who) করোনা ভাইরাসকে প্যানডেমিক বা মহামারী হিসেবে ঘোষণা করেছে?
উত্তরঃ ১১ ই মার্চ ২০২০

#Copied Post# @minhajuddin@

Wednesday, March 25, 2020

*করোনার ভালো দিক* ! ✍মিনহাজউদ্দিন মন্ডল

সব খারাপেরই কিছু না কিছু ভালো দিক থাকে, চলুন এই খারাপ সময়ের মধ্যেও করোনা আক্রান্ত মানবসভ্যতার ভালো দিক গুলো দেখে নিই।।

👉বিজ্ঞানীরা বলছেন এই কদিনে বিভিন্ন জায়গায় আংশিক বা পূর্ণ লকডাউনে পরিবেশ দূষণের মাত্রা মাত্রাতিরিক্ত ভাবে কমেছে, আকাশের দৃশ্যমানতা বেড়েছে, মুম্বাইয়ের সমুদ্রের ধারে অনেক দিন পর আবার ডলফিন দেখা গেছে, পরিযায়ী পাখিরা আবার ফিরে আসছে, হিমবাহের বরফের গলন কমেছে। প্রকৃতি আবার একটু শ্বাস নিতে পারছে।

👉কর্মব্যস্ততা, বন্ধু বান্ধব, পার্টি এসবের জন্য যারা পরিবারের লোকজনকে সময় দিতে ভুলে যাচ্ছিল তারা বহু দিন পর একে অপরকে সময় দিতে পারছে।

👉বহুদিন পরে অনেকে আলমারির ধুলো ঘেটে তার নাপড়া বইটা বা ভালোলাগার গল্পগুলো নিয়ে পড়তে বসতে পারছে।

👉পারমাণবিক বোমা, মিগ বা রাফায়েল বিমান দিয়ে  যুদ্ধ যুদ্ধ খেলে মানুষের প্রাণ নেওয়া যে অনেক সোজা কাজ কিন্তু মানুষের প্রাণ বাঁচানো যে অনেক কঠিন কাজ সেটা আজ অনেক রাষ্ট্রনায়করাও বুঝতে পারছেন।

👉নানা আদর্শে অনুপ্রাণিত আত্মঘাতী জঙ্গি রাও আজ প্রাণ ভয়ে ডেরায় সেঁধিয়ে গেছে।

👉কাশ্মীর আজ সত্যিই শান্ত, কাশ্মীরের মানুষের আজ সেনাবাহিনী আর সরকারকেই দরকার।

👉নাগরিকত্বের প্রমাণ ছাড়াই আজ দেশজুড়ে লোকজন প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে নিজেদের নাগরিকত্বের কর্তব্য পালন করল, কোন সরকারী দপ্তর থেকে আজ তাদের নাগরিকত্বের প্রমাণ দিয়ে তারপর নাগরিকের দায়িত্ব পালন করতে গেজেট নোটিফিকেশন করেনি।

👉অনেক সংশোধনাগারের জেল বন্দীরা বাইরের মুক্ত মানুষদের জন্য লক্ষ লক্ষ মাস্ক তৈরী তে আজ ব্যস্ত।

👉ঈশ্বরাল্লাগডের ঠিকা নেওয়া ধর্মগুরুরা আজ নিজেদের মুখ লুকিয়েছে, পুরীর মন্দির, শ্রীনগরের হজরতবল দর্গা,মক্কা,মদিনা,রোমের ভ্যাটিকান আজ বন্ধ, আজ সবার সামনের সারিতে  চিকিৎসক, স্বাস্থ্যকর্মী,  বিজ্ঞানী,আর গবেষকেরা  |

👉সারাবছর প্ররোচনা জোগানো নেতারা আজ সেল্ফ কোয়ারান্টাইন্ড, প্রকৃত জননেতারা আজ মানুষের নেতৃত্বে।

 👉সো কল্ড ঘুষখোর ভূরিওয়ালা পুলিশ আজ পথে নেমে নিজের দায়িত্ব পালন করছে জীবনের পরোয়া না করে।

👉কেউ আর ডাক্তার মারার কথা বলছেনা, ডাক্তারের সুস্হতা কামনা করছে।

👉দেশে হঠাৎ করে চুরি ডাকাতি বন্ধ। খুন জখম  কোনো খবর নেই। 

👉নারীরা আজ অনেক বেশী সুরক্ষিত, ধর্ষন শূন্য আজ আমার দেশ।

👉যে মিনিমাম হাইজিনটা এতবছর কাউকে দিয়ে মানানো যায়নি সেটা আজ বেশীরভাগ লোকজন ই মানছে।

👉দুহাতে পয়সা অপচয় করা লোকজন আজ মিনিমাম জিনিস দিয়ে জীবনযাপন করেই খুশি।

👉বিলেতফেরত স্ট্যাটাস আজ গ্রামের বাড়ি থেকে ফিরলাম হয়ে যাচ্ছে।

👉জ্যোতিষীদের আজ বিপদের মোকাবিলায় স্টোন গছাতে দেখা যাচ্ছেনা।উল্টে তারা স্বাস্থ্য বিধি মানছেন।

👉দিদি মোদীর ছবি আজকাল একসঙ্গে দেখা যাচ্ছে। তারা এখন মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয়া মুখ্যমন্ত্রী। 

👉ঘৃনার বদলে ভালোবাসা রাজ করছে চারদিকে। জাতপাত বলে যেন কোনো বিদ্বেষ নেই।

মৃত্যুভয় ভীষন নিষ্ঠুর, জীবনের থেকে প্রিয় আর কিছু নেই। তাই আজ পৃথিবীটা খুব অচেনা লাগছে। কোভিড ১৯ পরবর্তী পৃথিবী এক নতুন পৃথিবী হবে এই যুদ্ধে জয়ী হওয়া মানুষদের জন্য।

সম্পুর্ণ পড়ার জন্য ধন্যবাদ।

Tuesday, March 24, 2020

করোনা ভাইরাস একটি চক্রান্ত* : মিনহাজউদ্দিন মন্ডল

*
www.ieinstitute.blogspot.com

বাদুড়িয়া, ২৫ শে মার্চ, ২০২০ :

চীনের বিরুদ্ধে আন্তর্জাতিক মামলা করবে ৮৫টি 
দেশ। বর্তমানে প্রায় ১৩৫টির বেশি দেশে করোনা 
ভাইরাস ছরিয়েছে। করোনা বাদুর কিংবা 
খাদ্যঅভ্যাস থেকে ছড়ায়নি, এটা চীনের জৈব 
রাসায়নিক অস্ত্র। চীনের রাসায়নিক ল্যাবরেটরি 
থেকে ইচ্ছা করে চীন সমগ্র পৃথিবীতে ছড়িয়েছে 
এই ভাইরাস, এমনি চীনের কাছে এর 
প্রতিষোধকও রয়েছে। বিষয়টি আন্তর্জাতিক 
অপরাধে মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক 
আইনের পরিপন্থী এবং বিশ্বব্যাপী গনহত্যা। জৈব 
রাসায়নিক অস্ত্রের নেতিবাচক ব্যাবহার হিসাবে 
চীনের বিরুদ্ধে মোট ৮৫টি দেশ মামলা করার 
ঘোষনা দিয়েছে।

সূত্র: রয়টার্স

চীন চাচ্ছে আগামী ২০৩০ সাল থেকে সারাবিশ্বে 
তারা নেতৃত্ব দেবে, সেজন্যই তারা জৈব রাসায়নিক 
অস্ত্র হিসাবে বিভিন্ন ভাইরাসের চাষ করে 
আসছিলো তাদের ল্যাবে। করোনা তার ভিতরে 
অন্যতম। চীন করোনা ভাইরাসের ধংশলীলার 
পরিক্ষা নিলো এবং পরিপূর্ণ ভাবে সফল হল। 
একমাত্র উত্তর কোরিয়া ছাড়া কোনো দেশই 
চীনদের ষড়যন্ত্র বুঝতে পারলো না।

উত্তর কোরিয়া আক্রন্ত ১১জনকে গুলি করে হত্যা 
করে দেশ করোনা মুক্ত রাখছে, এবং বিশেষ 
গবেষনা করে জানতে পারলো এটা খাদ্যঅভ্যাসের 
কারনে হয়নি তাই কিম জং উন প্রথমেই চীনের 
বিরুদ্ধে মামলার ঘোষনা দিয়েছে এরপর ৮৪টি 
দেশ তাদের সাথে যুক্ত হয়েছে। চীন খুব দ্রুত 
করোনা ভাইরাস থেকে মুক্তি পাচ্ছে। একের পর
এক অস্থায়ী হাসপাতাল বন্ধ করছে। উহানে নতুন 
করে মাত্র একজনের সংক্রমণ ঘটেছে। গোটা চিনে 
মাত্র ১৩ জন..বেশ অবাক লাগছে না ভাবতে?? 
মনে হচ্ছে না এটা কি ভাবে সম্ভব?? আর একটু 
অবাক হবেন এটা জানলে যে একের পর এক 
বিদেশী মিডিয়া ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক 
টাইমস, দা গার্ডিয়ান সহ আরো অনেক দেশের 
মিডিয়াকে দেশ থেকে বেড় করে দিচ্ছে
যাতে তারা চীনের কোনো খবরই না করতে পারে।

অন্যদিকে ইতালি, ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, ইরান 
ক্রমশঃ ভয়াবহ স্টেজে পৌঁছাচ্ছে। আমেরিকা, 
ইউরোপের স্টক মার্কেট ও ক্র্যাশ করে গেছে। বিশ্ব 
জুড়ে এক ভয়াবহ পরিস্থিতি। অথচ একটু চাইনিজ 
মিডিয়াগুলো ফলো করুন দেখবেন কি দারুন দৃশ্য। সবাই মাস্ক খুলে ফেলছে, একে অপরকে 
জড়িয়ে ধরছে, হিরোদের মতো ওয়েলকাম হচ্ছে 
সবার সাথে। বেশ অবাক লাগছে না দেখে??

এত বড়ো ক্রাইসিস অথচ এত ফাস্ট রিকভারি? 
শেয়ার মার্কেট থেকে কার্রেনসি ড্রপ কোনো 
কিছুতেই আঘাত লাগলো না। এতোই উন্নত ষোলো 
খানা হাসপাতাল রাতারাতি তৈরী হয়ে গেলো? 
আপনি বিশ্বাস করেন এসবের জন্য কোনো 
প্রিপারেশন ছিলো না তাদের কাছে?? ২০০০০০ করোনা ভাইরাস ইনফেক্টেড থেকে ০ ইনফেক্টেড। সব হাসপাতাল রাতারাতি উবে গেলো। সবাই 
আনন্দে মাতোয়ারা। প্রেসিডেন্ট কি সুন্দর মৌনব্রত 
পালন করলো, দারুন লাগছে না শুনতে??

পুরো যেন সিনেমার মতো সাজানো। সন্দেহ জাগে 
সবটা সত্যি সাজানো নয় তো? নিজের ঘর কিছুটা 
পুড়িয়ে বিশ্ব কে জ্বালিয়ে দেওয়ার চক্রান্ত নয় 
তো?? বিশ্বকে ভয়ানক বিপদের মুখে ঠেলে দিয়ে 
নিজে অধীশ্বর হবার চক্রান্ত নয় তো??

শুনেছিলাম লংকা পোড়াতে গিয়ে হনুমান নিজের 
ল্যাজে আগুন লাগিয়ে ছিলো। উহান হনুমানের 
ল্যাজের মতো ব্যবহার হলো না তো?? যদি চীনাদের লাইফ স্টাইল বা খাদ্যাভ্যাস দেখা যায় 
তাহলে বোঝা যায় খুব সহজেই যে তারা কতটা 
নিষ্ঠুর, কতটা হিংস্র তারা?

তারা পারে না এমন কোনো কাজ নেই। যদি সত্যিই 
বিশ্বের অধীশ্বর হবার জন্য এই ভাইরাসকে চীন 
হাতিয়ার করে থাকে তাহলে অবাক হবার কিছু 
থাকবে না। সত্যিটা হয়তো খুব তাড়াতাড়ি 
বেরোবে, কিন্তু তখন বিশ্বের মেরুদন্ড থাকবে তো 
চীনের সামনে দাঁড়ানোর জন্য??

এখনই উচিত গোটা বিশ্বের এক হওয়া, চীনকে 
বিশ্ব জুড়ে বয়কট করা। বিশ্বের সমস্ত দেশের 
আর্থিক ক্ষতির ক্ষতিপূরণ উসুল করার জন্য চীন 
কে অর্থনৈতিক অবরোধ এর আওতায় আনা।। 😓

ধন্যবাদ,,, শেয়ার, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না প্লিজ👏

Monday, February 24, 2020

কবিতা : ***রক্তদান-জীবনদান*** ✍মিনহাজউদ্দিন মন্ডল

রক্ত দানে নাহি ভীতি
নাহি কোনো ভয়,
রক্ত দানে হতে পারে 
মানবতার জয়।

একের রক্তে অন্যের জীবন
প্রাণ ফিরে পায়,
রক্ত দাতার সম্মান যেনো
অারো বেড়ে যায়।

সর্বশ্রেষ্ঠ মহৎ সেবা
স্বেচ্ছায় রক্তদান,
কয়েক ফোঁটা রক্ত পারে
বাঁচাতে হাজার প্রাণ।

রক্তদানে নাহি ঝুঁকি 
নাহি দেহের ক্ষয়,
রক্তদানে হতে পারে 
মানবতার জয়।

দেহের রক্ত দেহে থাকে
হয়না কভু শেষ, 
রক্তদানে গড়ে ওঠে
প্রীতির পরিবেশ। 

অাসুন সবাই নিয়মিত 
রক্ত করি দান,
মহৎ সেবায় শামিল হয়ে
বাঁচাই হাজার প্রাণ।

রক্তদানে হয়না ক্ষতি
নেই তো কোন ভয়
বহু রুগীর হবে গতি
মরন করিব জয়।

মুমূর্ষু রোগী যদি থাকে
রক্ত দিয়ে যাবে,
তোমার দেওয়া রক্ত তাকে
জীবন দেখাবে।

মানব সেবা করা ভালো
জীবনের তরে,
হৃদয় থেকে মুছে যাবে
পাপগুলো ঝরে।

আসো মোদের রক্ত দিয়ে
একটি প্রাণকে বাঁচাই,
গরীব দুঃখীর জীবনটাকে
নতুন করে সাজাই।

রক্ত কেনার মতো যাদের
অর্থ কড়ি নাই,
আসুন তাদের স্বার্থে মোরা
রক্ত দিয়ে যাই।

তোমার আমার রক্ত দিয়ে
বাঁচতে পারেও সে,
রক্ত ছাড়া মৃত্যুর সাথে
লড়াই করছে যে।

তোমার রক্তে বাঁচতে পারে
অপর জনের প্রাণ,
তাইতো বলি আসুন সবাই
রক্ত করি দান।

শিরায় শিরায় রক্ত বহে
প্রভুর দেয়া দান,
অল্প দানে বাঁচে জীবন 
কতো মূল্যবান।

কেটে গেলে শরীর থেকে 
রক্তক্ষরণ হয়,
বেশি রক্ত ঝরলে পরে
থাকে মৃত্যু ভয়।

মৃত্যুর পরে থাকবে রক্ত 
যদি করো দান,
তোমার রক্তে চলবে দেহ
রাখবে অবদান।

একই রক্তের গড়া দেহ
থাকি আকাশ তল,
অল্পদিনের দুনিয়াতেই
কেনো দেখাই বল।

সবাই আসুন রক্ত দিয়ে 
বাঁচাই রোগীর প্রাণ,
মানবতার কল্যাণে আজ
করি জীবন দান।