প্রতিবাদের ইচ্ছা
মিনহাজউদ্দিন মন্ডল
ইচ্ছে করে সমাজটারে
দাঁত ফেলে দিই চড়ায়ে,
বিশ্বটাকে ধাক্কা মেরে
আর একটু দিই নড়ায়ে।
ধর্ম নিয়ে ভণ্ডামিতে
নাচে যারা খুশিতে,
ইচ্ছে করে শিক্ষা দিতে
নাক ফাটাই এক ঘুষিতে।
কোন বিধাতা বিশ্ব চালায়
কোথায় থাকে লুকায় সে?
ধনি কেন লালন করে
গরিব কেন ধুকায় সে?
গরিব যখন পেটের ক্ষুধায়
কষ্ট পায় ওই বস্তিতে,
কান্না শুনে কেমনে বিধি
লুকায় থাকে স্বস্তিতে?
ইচ্ছে করে ভেঙ্গে চুরে
বিশ্বটাকে ফের গড়ি,
মানবতার প্রতিষ্ঠাতে
সমসঙ্গে আয় লড়ি।
মিনহাজউদ্দিন মন্ডল
ইচ্ছে করে সমাজটারে
দাঁত ফেলে দিই চড়ায়ে,
বিশ্বটাকে ধাক্কা মেরে
আর একটু দিই নড়ায়ে।
ধর্ম নিয়ে ভণ্ডামিতে
নাচে যারা খুশিতে,
ইচ্ছে করে শিক্ষা দিতে
নাক ফাটাই এক ঘুষিতে।
কোন বিধাতা বিশ্ব চালায়
কোথায় থাকে লুকায় সে?
ধনি কেন লালন করে
গরিব কেন ধুকায় সে?
গরিব যখন পেটের ক্ষুধায়
কষ্ট পায় ওই বস্তিতে,
কান্না শুনে কেমনে বিধি
লুকায় থাকে স্বস্তিতে?
ইচ্ছে করে ভেঙ্গে চুরে
বিশ্বটাকে ফের গড়ি,
মানবতার প্রতিষ্ঠাতে
সমসঙ্গে আয় লড়ি।
No comments:
Post a Comment