: ছন্দে ছন্দে Preposition :
✍মিনহাজউদ্দিন মন্ডল
নগর,🌃 শহর, দেশ🇮🇳
IN বসিয়ে করিবে বেশ।সপ্তাহ-মাস-বছর-ঋতু-যুগ ও শতাব্দি
IN বসানো হয় আজও অবধি।
সন্ধ্যা- বিকাল ও প্রভাত
IN বসিয়ে করিবে বাজিমাত।
দুপুর-রাত ও সময়ের🕜 আগে AT এবং দিনের আগে ON,,
দিনের অংশভাগে IN না বসালে, করবে তুমি Wrong ।
Festival এ AT, নম্বরেও AT
WITH হয় বস্তুতে,
এইভাবে Preposition শিখবে,আনন্দ আর ফুর্তিতে ।
Person এ BY, পাশে বোঝাতেও BY, কিন্তু (যানবাহনের আগে) IN a car
দক্ষতা-অদক্ষতায় AT না বসালে, সব হবে ছারখার।
ছোটো জায়গায় AT, এবং
বড়ো জায়গায় IN হয়---
এই পার্থক্য না বুঝিলে, মনে থাকবে ভয়।
ভীতর থেকে বাহির হতে OUT OF,
Preposition না বুঝিলে Mood থাকবে off---
লেগে থাকলে ON হয়, নয়লে হয় ABOVE ।
ON এ গিয়ে গতি হলে,
শেষ হয় ONTO,,
সাথে বোঝাতে WITH হয় ও দিক বোঝাতে TO ।
এপাশ থেকে ওপাশে যেতে(বাধা না থাকলে), বসাতে হয় ACROSS,,
Preposition শিখলে কিন্তু নেয় কোনো Loss---
"এর" বোঝাতে OF হয় Boss।
শুরু থেকে বোঝাতে SINCE হয়, নয়লে হয় FOR,,
গতি বোঝাতে (ওপর দিয়ে) বসাতে হয় OVER ।
নীচে বোঝালেই UNDER বসা,
Preposition আসলেই খুব মজা ।
মাত্রা ও নীচে বোঝালে বসাতে পারো BELOW,,,
Preposition শেখাতে পেরে আমি আছি ভালো ।
ধন্যবাদ,,, ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।
প্রকাশকাল : ১১ ই আগস্ট,২০১৭..
প্রকাশ স্থান : IDEAL ENGLISH INSTITUTE..
লেখক : মিনহাজউদ্দিন মন্ডল
যোগাযোগ:--
📱+917797243129
www.ieinstitute.blogspot.com
📧 idealenglishinstitute@gmail.com
No comments:
Post a Comment