Friday, August 9, 2019

কবিতা : #চন্দ্রাভিযান#


✍মিনহাজউদ্দিন মন্ডল

ওই দ্যাখ দাদা ওটা কিরে !
হুশ্ ক‍রে যায় আকাশ পানে ,
জ্বলছে আগুন আঁচের মোতো
ঘুড়ির মোতোন হাওয়ার টানে !

পাগলী বুনু কি বুকা তুই !
ওটা আছে রকেট বটে ,
সোজা উঠে চাঁদে যাবে
ঘুড়ি টুড়ি নয়কো মুট‍্যে !

হিথায় যেমন ট্রেণ চলে
তেমনি ওটা হাউয়ায় ভাসে ,
যাদের ওনেক টাকা তারা
চাঁদের থেক্য ঘুরে আসে ।

সত‍্যি রকেট চাঁদে যাবে !
আমার মা তো চাঁদের ঘরে ;
বলনা মাকে কেমন হবে
আসবে ফিরে ওটাতেই চড়ে ?

ছোট্ট দাদা বোনকে জড়ায়
হাঁ মুখে দেয় শুকনো রুটি ,
পাঠালাম তো আনতে মাকে
এবার তুই ঘুমা পুটি।

দরমা ঘরে চাঁদের আলো
দুহাত দিয়ে লজ্জা ঢাকে ,
টিপ দিতে যায় চাঁদ ও ভাবে
কেমন করে ফেরাই মাকে !!

No comments:

Post a Comment