Friday, August 9, 2019

কবিতা: কুরবানী

   মিনহাজউদ্দিন মন্ডল

ঘুষের টাকা লইয়া সাহেব
আছেন মহা ব্যস্ত -
হাঁটে গিয়ে গরু কিনেন
দেখে বিরাট মস্ত।।

ফুলের মালা দিয়ে গলে
ঘুরান পাড়া গাঁয়ে -
বুক ফুলিয়ে হাঁটেন সাহেব
দেখেন ডানে বায়ে।।

ভাবতে থাকেন আমার গরু
সবার চেয়ে সেরা -
বাকিগুলো সব ছাগল ভেড়া
নয়তো রোগা ম্যারা।।

চায়ের দোকান মাতিয়ে তুলেন
মারেন শুধু গপ -
লাখ টাকাতে গরু কিনছি
এটাই মুখের জপ।।

আল্লাহর প্রেম নেই অন্তরে
সবই লৌকিকতা -
পবিত্র সেই ইবাদতকে ভাই
বানিয়েছি মোরা প্রথা।।

কুরবানী যদি দিতে চাও
কেবল আল্লাহর তরে -
কুরবানী কবুল হবে তোমার
তবেই আল্লাহর দরবারে।।

No comments:

Post a Comment