Friday, August 9, 2019

কবিতা: হায়নার ফাসি

কবি: মিনহাজউদ্দিন মন্ডল

আর হয় না ইচ্ছে আমার
দেখতে টিভি খবর,
খুললে টিভি যাচ্ছে দেখা
হচ্ছে শিশুর কবর।

কালো মেঘে আসছে তেড়ে
হায়না যেন যাচ্ছে বেড়ে
শিশুদের সব করছে ধর্ষণ
নিচ্ছে জীবন কেড়ে।

বায়ান্নতে দিয়েছি প্রাণ
একাত্তরে রক্ত
মায়ের বুকে নখ বসাবে
এই ছিল কী শর্ত?

মেয়ে কিংবা ছেলে শিশু
বাদ যাচ্ছে না কেউ
সারা দেশে বইছে যেন
রক্ত বন্যার ঢেউ।

ও বাংলা মা, কেমন করে
জন্মিল এই হায়না?
কত করবে রক্ত ক্ষরণ?
আর তো সহ্য হয়না।

ও বাংলা মা, লাগাম টানো
থেকো না চুপ করে,
সম্মান তোমার যাচ্ছে উড়ে
ফেলে দাও ওদের ভাগাড়ে।

শিশুর দেহ ব্যবচ্ছেদে
দিচ্ছ কেন সুযোগ?
ফাঁসিতে হায়না দাও ঝুলিয়ে
বুঝুক সবাই বুঝুক।

No comments:

Post a Comment