Friday, August 9, 2019

কবিতা: মাতৃ হারা

মিনহাজউদ্দিন মন্ডল

ছোট্ট বেলায় আমি কি খুব
দুস্টু ছিলাম মা ?
তাই কি তুমি চলেই গেলে
আর ফিরলে না ?
মারতে না হয় খুব করে
চলে গেলে কেন ?
কত দুস্টু করেছিলাম যে
শাস্তি দিলে হেন ?
বাবাকে বলি নিয়ে আসতে
বলে পারবেনা ,
তুমি যখন চলেই গেছ
সোজা নয় আনা ।
রাগ করে তুমি চলে গেছ
ঐ আকাশের বাড়ি ,
ফিরে এস তুমি লক্ষী মাগো
আর কোরোনা আড়ি ।
তাঁরাদের মাঝে মিলে মিশে
তুমি আছো চুপ করে ,
তোমারো তো মা কষ্ট হয়
আমাকে দেখার তরে ।
মাগো আমি বলছি তোমায়
চুপটি করে শোনো ,
আমি এখন ভীষণ শান্ত
জ্বালাবোনা কখনো ।
মা এবার তুমি ফিরে এস
আমার যে বড় কষ্ট ,
মা ডাকটা ডাকতে পারিনা
সময় কোরোনা নষ্ট ।

No comments:

Post a Comment