মিনহাজউদ্দিন মন্ডল
বাঁচতে হলে জাগতে হবে
বিশ্ব ভুবন মাঝে,
ঘুমের মাঝে নয় কাটানো
জীবন লীলার সাঁঝে।
ঘুমের ভাবে ঘুমিয়ে রইলে
উন্নতি নাহি হবে,
অমর হতে জনতার মাঝে
প্রতিভা জাগাতে হবে।
সাধনা ছাড়া কোনদিনই
সাধক নাহি হয়,
মৃতের মত থাকলে পরে
কেউ চিনিবার নয়।
চিনতে হলে হুঙ্কার মেরে
সত্যের পথে দাঁড়াও,
সত্যের পথে জাগতে হলে
ঘুমিয়ে নাহি রও।
বাঁচতে হলে জাগতে হবে
বিশ্ব ভুবন মাঝে,
ঘুমের মাঝে নয় কাটানো
জীবন লীলার সাঁঝে।
ঘুমের ভাবে ঘুমিয়ে রইলে
উন্নতি নাহি হবে,
অমর হতে জনতার মাঝে
প্রতিভা জাগাতে হবে।
সাধনা ছাড়া কোনদিনই
সাধক নাহি হয়,
মৃতের মত থাকলে পরে
কেউ চিনিবার নয়।
চিনতে হলে হুঙ্কার মেরে
সত্যের পথে দাঁড়াও,
সত্যের পথে জাগতে হলে
ঘুমিয়ে নাহি রও।
No comments:
Post a Comment