মিনহাজউদ্দিন মন্ডল
দিনে দিনে বাড়ছে ধর্ষণ
দেখে না তো কেউ ।
অবুঝ শিশু বাদ যায়নি
এখন জামু কই ।
মায়ের পরে মেয়ে ধর্ষণ
বিধবাদের নেই তো ছাড় ।
এ সমাজে বাস করিতে
মন কাদে যে বারে বার ।
ধর্ষক বেটা বেজায় পাজি
মানে না তো আইন ।
আইনের চোঁখকে ফাঁকি দিয়ে
মনের সুখে ধরে গান ।
ধর্ষকের তো হয় না বিচার
জনগন করে হায় হায় ।
আইনের লোকে পায় না খুঁজে
বিচারক হয় নিরুপায় ।
ধর্ষন নামের এই ব্যধিটি
বেড়ে গেছে জগতময় ।
আসেন সবাই হই সচেতন
ধর্ষক ধরে ঘার মটকাই ।
দিনে দিনে বাড়ছে ধর্ষণ
দেখে না তো কেউ ।
অবুঝ শিশু বাদ যায়নি
এখন জামু কই ।
মায়ের পরে মেয়ে ধর্ষণ
বিধবাদের নেই তো ছাড় ।
এ সমাজে বাস করিতে
মন কাদে যে বারে বার ।
ধর্ষক বেটা বেজায় পাজি
মানে না তো আইন ।
আইনের চোঁখকে ফাঁকি দিয়ে
মনের সুখে ধরে গান ।
ধর্ষকের তো হয় না বিচার
জনগন করে হায় হায় ।
আইনের লোকে পায় না খুঁজে
বিচারক হয় নিরুপায় ।
ধর্ষন নামের এই ব্যধিটি
বেড়ে গেছে জগতময় ।
আসেন সবাই হই সচেতন
ধর্ষক ধরে ঘার মটকাই ।
No comments:
Post a Comment