Sunday, July 7, 2019

কবিতা:।। টাকা বেশি ।। কবি: মিনহাজউদ্দিন মন্ডল


লেখা পড়া করতে যেন
অনেক টাকা লাগে,
গরীব ছাত্র-ছাত্রীরা কিভাবে
পড়ার মাঝে ভাসে।

টাকা বেশি হলেও সবাই
পড়িতে যেন হবে,
পড়ার মতো পড়িলে ভাই
জ্ঞানী হবে সবে।

সবার কাছে একটি দাবি
সরকারি ফিস কম,
অন্যান্য প্রতিষ্ঠানে নেয় কেন
টাকা বেশ তম।

অতিরিক্ত টাকা নেওয়া যেন
মুঠেই ঠিক নয়,
অনেক গরীব ছাত্র ছাত্রী
পাবে অনেক ভয়।

ছাত্র ছাত্রী ভয়ে দেয়
পড়া ছেড়ে ভাই,
কেমন করে পড়বে গরীব
আমি বলে যাই।

No comments:

Post a Comment