Sunday, July 7, 2019

তিনটি কবিতা: // বর্ষা এলে //

কবি: মিনহাজউদ্দিন মন্ডল

               ১
শরৎ গেলো বসন্ত গেলো
অাসলো বর্ষা কাল
পুকুর ভরে কানাই কানাই
ভরে যায় শত খাল।

মাছেরা সাঁতার কাটে
দুষ্টুরা ঘাটে ঘাটে।

ভরা নদীতে নৌকা চলে ছুটে
সুবাস ছড়ায় ফুলেরা নিজে ফুটে ।

কিন্তু কষ্ট অাছে
গরীবের কাছে কাছে ।

কাল বোশেখে ঘর নড়বড় করে
সব উড়ে যায়  ভেঙে ভেঙে তাই পড়ে।

মাঠের ফসল সব ডুবে যায়
বর্ষাকাল কে বলো চাই ।

তবুও বর্ষা অাসে বৃষ্টি শুধু  ঝরে
রিমঝিম রিমঝিম টুপটাপ করে।
         
             ২
বৃষ্টি যখন  অাসে,
সূর্যমামা লুকিয়ে তখন
মুচকি ঠোটে হাসে।

গাছে গাছে ফুলের মেলা,
করতে থাকে সুখের খেলা।

সোনা ব্যাঙের গানে গানে,
বৃষ্টি যেন ছন্দ অানে।

চোখ জুড়ানো জল থই থই নদী,
হারায় এ মন দাদুর মুখে
গল্প ছোটে যদি।

বর্যা এলে দুষ্টু ছেলে,
বাঁধভাঙা সব দস্যিপনায়
ইচ্ছে মত সাঁতার খেলে।

বৃষ্টি যখন অাসে,
দুঃখ ভুলে খুশীর দোলায়
মনটা তখন ভাসে।
             ৩
নুপুর পায়ে ঝুমুর তালে
বর্ষা এলো দেশে,
পাতা ঝরা গাছগুলো সব
উঠলো অাবার হেসে।

কদম গাছের ডালে ডালে
সুবাস ছড়ায় ফুল,
উদাস করা পাগল হাওয়ায়
পড়াতে হয় ভুল।

বর্ষা এলে মাঠে ঘাটে
জল থই থই করে,
দুষ্টুরা সব ভর দুপুরে
অানন্দে মাছ ধরে।

ছেলে বুড়ো বর্ষাতে সব
খুশিতে গাই গান,
গানের সুরে খোকাখুকুর
ভাঙে সকল মান।

No comments:

Post a Comment