Sunday, July 7, 2019

কবিতা:।। বন্ধুবর কবি সায়েদ।।

✍মিনহাজউদ্দিন মন্ডল

বন্ধু সায়েদ যাচ্ছে চলে আমেরিকা
বউ বাচ্চা সাথে নিয়ে ক'দিন পরে,
স্থায়ীভাবে নিবাস গড়বে অচিন দেশে
ভাবতে গেলে দু'চোখ বেয়ে অশ্রু ঝড়ে।
তবুও তাকে বিদায় দিতে হচ্ছে মোদের
দুনিয়াটাই এ নিয়মে চলছে এখন,
অন্ন বস্ত্র বাসস্থান কার কোথায় হয়
যায়না বলা; পাল্টে যায় যখন তখন।
ঠিক তেমনি পাল্টে যায় মানুষরাও
তবে মোদের সায়েদ তেমন পাল্টাবেনা,
হলফ করে বলতে পারি এই আমি
কারণ তাকে আছে আমার জানাশোনা।
মোদের সায়েদ কাব্য লিখে; মুক্তমনা
সবার সাথে ভাব আছে তার অন্তরঙ্গ,
যদিও সে বিদেশ বিভুই যাচ্ছে চলে
অন্তরে তার বিরাজ করবে এই বঙ্গ।।

No comments:

Post a Comment