Tuesday, July 9, 2019

কবিতা: //কর্মগুনেই মানুষ//


     কবি: মিনহাজউদ্দিন মন্ডল
ভাবনায় থাকিলে অনিষ্টের ভুত
মানুষ হতে পারবে কি?
থাকলে দেহে শকুনের ভিটে
হবেরে শ্মশান পুণ্যতিথি।

মানুষের উপকারেই তৃপ্ত হৃদয়
বিশ্বাস রাখবে যতদিন,
মন চেতনায় রাষ্ট্র সমাজ
থাকবে তোমার সিমাহীন!

সাধু বেশে ঘুরছ ঠিকই
হরেক লোকের ভীরে,
স্বার্থের খোঁজে বেহুঁশ তুমি
আপন মনের তীরে।

সর্পদংশনে বিবেকের মৃত্যু
ছিন্নবিচ্ছিন্ন ক্ষত,
কোন ভাবনায় ঘুরছ তুমি
কোন ভাবনায় রত?

কর্মগুনেই আড়াল হবেরে
মন যাতনার ভেলা,
মানুষ হলেই হবে মহিমান্বিত
করবে না কেউ হেলা।

No comments:

Post a Comment