Sunday, July 7, 2019

কবিতা || ভর্তির বয়স || কবি: মিনহাজউদ্দিন মন্ডল #



আয় রে খোকা আয় রে খুকু
জলদি তোরা আয়,
চার বছর পার হয়েছে
বয়স তো কম নয় ।

চার বছর বয়সে স্কুলে যাওয়া
তোদের জন্য শুরু,
শিখবে সেথায় লেখাপড়া আর
পাবে নতুন  গুরু ।

বিনা মূল্যে সরকারি বই পাবে
আরও পাবে শিক্ষাবৃত্তি,
টিফিন সময় খাবার পাবে
খেয়ে পাবে আত্মতৃপ্তি ।

শিক্ষা গুরুর শুনবে কথা
চলবে তোরা ভালোভাবে,
লেখা পড়ায় মন দিলে
নিজের ভালো হবে।

লেখা পড়া শিখে যখন তোরা
অনেক বড় হবে,
সবাই তখন দেখে তোদের
আদাব ছালাম দিবে।

No comments:

Post a Comment