Sunday, July 7, 2019

কবিতা: //কামিল মানুষ//


    কবি://মিনহাজউদ্দিন মন্ডল//

জামিল সাহেব কামিল মানুষ
ন্যায় নীতিতে অটল -
বাঁচার জন্য যুদ্ধ করেন
তুলতে চান না পটল।

চাকরি করেন সরকারিতে
বিরাট অফিসার -
ঘুষের ক্ষেত্রে সবাই সমান
করেন সুবিচার।

আজান হলে দৌড়ে তিনি
মসজিদেতে যান -
ঘুষের টাকা পকেট ভর্তি
থাকে বিদ্যমান।

ঘুষের টাকায় বাড়ি গাড়ি
সবি হলো বটে -
তিনি সেরা দানবীর
সেটাও গেল রটে।

হজ্জ করেছেন কোরবানি দেন
যাকাতও দেন কিছু -
এলাকার সব গণ্যমান্য
ঘুরেন তাহার পিছু।

জামিল সাহেব কামিল মানুষ
তিনি চাইলে তবে -
যখন খুশি যে কাহারো
ভাগ্য বদলে যাবে।

এ ভাবেই সব জামিল কামিল
নেতা হয়ে যায় -
দিনে রাতে দেশ ও জাতির
বারোটা বাজায়।

No comments:

Post a Comment