মিনহাজউদ্দিন মন্ডল
কবিতায় স্বাধীনতার কথা বলছি,
দেশ,ভাষা, অন্ন্য,বস্ত্রের।
ইন্দ্রার ভাষায়,রক্ত দাও! স্বাধীনতা দেব,
মুজিবের কথা!প্রস্তুত থাকো যুদ্ধের।।
কবিতায় স্বাধীনতার কথা বলছি-
আগরতলা,ভাষা আন্দোলন,একাত্তর।
গান- বাজনা,বিদ্রোহী কবিতা, কবির ভাষায় -
নির্মমতার নেই কোন প্রতিউত্তর।।
কবিতায় স্বাধীনতার কথা বলছি-
বলছি নব্বই -র-গনঅদভুথ্যান।
পরাজিত সে দিনের জেনারেল শৈরাচার,
অপরাধীর হয় না কখনো স্থায়ী উস্থান।।
কবিতায় স্বাধীনতার কথা বলছি-
বলছি বৃথাহীন রক্তের কথা।
দেশ মাতা,পনেরো কোটি জনতার কথা,
খুন,গুম আর বেওয়ারিশ মাথা।।
No comments:
Post a Comment