কবি- মিনহাজউদ্দিন মন্ডল
অনেক দিনের পরে তোদের
করছি খুবই মিস্,
ফোন নম্বর থাকলে জানা
একটু খবর নিস্।
স্কুল থেকে কলেজ জীবন
বন্ধু পেলাম যতো,
তোদের মতো পাইনি আজও
বন্ধু মনের মতো।
স্কুলেরই গন্ডীটাকে
পার করেছি যবে,
ভাবিনি সেদিন সবাই এখন
পর যে হয়ে যাবে।
একসাথেতে ছিলাম সবাই
পাঁচটি বছর ধরে,
আজ বুঝেছি যেদিনটা যায়
আর আসেনা ফিরে।
একের পর এক ধাপ পেরিয়ে
দশটি বছর পরে,
এখন বুঝি বন্ধু তোরা
ছিলি হৃদয় জুড়ে।
শত চেষ্টা করেও আজি
পাইনে তোদের খোঁজ,
একটুখানি খোঁজ পেতে তাই
নেট-টা চালাই রোজ।
হারিয়ে তোদের আজ বুঝেছি
ছিলি কতো দামী,
বন্ধু হয়েই থাকব তোদের
কথা দিলাম আমি।
অনেক দিনের পরে তোদের
করছি খুবই মিস্,
ফোন নম্বর থাকলে জানা
একটু খবর নিস্।
স্কুল থেকে কলেজ জীবন
বন্ধু পেলাম যতো,
তোদের মতো পাইনি আজও
বন্ধু মনের মতো।
স্কুলেরই গন্ডীটাকে
পার করেছি যবে,
ভাবিনি সেদিন সবাই এখন
পর যে হয়ে যাবে।
একসাথেতে ছিলাম সবাই
পাঁচটি বছর ধরে,
আজ বুঝেছি যেদিনটা যায়
আর আসেনা ফিরে।
একের পর এক ধাপ পেরিয়ে
দশটি বছর পরে,
এখন বুঝি বন্ধু তোরা
ছিলি হৃদয় জুড়ে।
শত চেষ্টা করেও আজি
পাইনে তোদের খোঁজ,
একটুখানি খোঁজ পেতে তাই
নেট-টা চালাই রোজ।
হারিয়ে তোদের আজ বুঝেছি
ছিলি কতো দামী,
বন্ধু হয়েই থাকব তোদের
কথা দিলাম আমি।
No comments:
Post a Comment